![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথাটা শুনতে খারাপ হলেও কিছুটা সত্য। আজ বিয়ের দাওয়াতে না যেয়ে গিয়েছিলাম আমার চেয়েও বেশি সাংঘাতিক (সাংবাদিক না) দ্বারা নির্যাতিত এক হিন্দু গরিব জেলে পরিবারের নিমন্ত্রণে। আমার পাশের এলাকার পরিবারসহ এই নির্যাতিত দিদির প্রথম ফুটফুটে ছেলে সন্তান আদিত্যের অন্যপ্রসাদের অনুষ্ঠানে। গিয়েছিলাম কিন্তু একটি ভালো মুহূর্তে কিছুটা শরিক হতে। তবে ঘুরে এসে এখন মনটা খুব খারাপ লাগছে। কারন এলাকায় আমি পারিবারিক প্রভাবের দিক দিয়ে এবং তথাকথিত সাংবাদিকতায় পদ-পদবিতে বড় হওয়ার পরেও সেই হুলুদ সাংবাদিক লাল মিয়া ওরফে শামিম খানের চেয়ে বেশি থাকলেও অসহায় এই জেলে পরিবারকে লাল মিয়া বাহিনীর নির্যাতনের হাত থেকে বাঁচাতে পারছি না শুধুই কি আমার নিজের অবৈধ টাকা না থাকার কারনে??????
তাইতো মাঝে মাঝে আমারও খুব বলতে ইচ্ছে করে- আরে ভাই,গরম মাল আমারও লাগবে। মাল,অনেক অনেক মাল। বন্ধুরা,আশীর্বাদ করো,আমি যেন অনেক বড় মালদার হতে পারি এবং সেই মাল খরচ করতে পারি বাবা এতিম আরহাম,এতিম রিহান এবং আদিত্যদের জন্যই। এই মাল আমার ঘরে যাতে না যায়,সেই দোয়াও কিন্তু একটু বেশি করেই কইরেন। কারন আমার পেটেও ভীষণ ক্ষুধা। আমার দরবেশ মালিক সাহেব তিন মাস ধরে আমাদের বেতন দিতে পারছেন না। তিনি নাকি ফকির হয়ে গেছেন। ছিঃ!!!!!! আমাকে ভয় দেখিয়ে লাভ নাই।
যাক যে কথা প্রথমেই বলছিলাম,এ দেশে সংখ্যালঘুরাই অনেক সময় সংখ্যালঘুদের প্রতিপক্ষ বনে যান। তাও না পারলে দুই পয়সা লাভের জন্য কিংবা তাঁর ধর্মের এক পরিবারকে শায়েস্তা করতে অন্য ধর্মের এক জানোয়ারের সাথেই পিরিতি করেন। আবার কিছু মহারথি আছে স্বধর্মের মানুষের বিপদে ক্ষমতা থাকার পরেও পাশে এসে দাঁড়ান না। আমি তাঁদেরকে হিন্দু বলে সম্মান করতে পারছি না,আমার ভাষায় তারা হচ্ছেন মালাউন। তবে কিছু মানুষ এখনো হিন্দু হিসাবে আমার প্রণাম পান প্রতিদিন,প্রতিক্ষণ। যেমন পুলিশ অফিসার কমরেড শ্যামল দা। কিন্তু তিনি হিন্দু বলে আমি তাকে চাপ দেয়না। কারন পাছে আমাদেরই কেউ কেউ তখন তাঁর বিরুদ্ধে অভিযোগ করবেন তিনি হিন্দু বলে এই সব করছেন।
শেষে মুসলিম সম্প্রদায় হিসাবে আমি ক্ষমা চাইছি। কারন আমার নিজের সম্প্রাদায়ের এক জানোয়ার আমার এক সংখ্যালঘু পরিবারকে দিনের পর দিন নির্যাতন করে বেড়াচ্ছেন,আমি এখনো তাকে নির্মূল করতে পারছি না। তাই আমার মুখে আমিই থুথু মারি! শালার আমিও নাকি সেই মুসলমান! তবে সাচ্চা ইমানদার হলে কেউ অন্য ধর্মের উপর নির্যাতন করতে পারে না।
আমার আল্লাহ্ আমারে তাই কইতে কয়ছেন। তাই কইলাম,কইতে পারলাম। বেয়াদবি মাফ,আমি কিন্তু পাগল। পাগলের ভয় কম। নাই বললেই চলে। লাল সালাম।
©somewhere in net ltd.