নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজানদেশী

লতাদেশী

Activist

লতাদেশী › বিস্তারিত পোস্টঃ

ব্রেকিং ভালো খবর!!! এই মুহূর্তটা আমাদের জন্য খুবই আবেগপ্রবণ মুহূর্ত...... আপনি আছেন তো?

২৭ শে মে, ২০১৩ রাত ১২:১৭

ব্রেকিং ভালো খবর!!! ব্রেকিং ভালো খবর!!! ব্রেকিং ভালো খবর!!!

ব্রেকিং ভালো খবর!!! ব্রেকিং ভালো খবর!!! ব্রেকিং ভালো খবর!!!

ব্রেকিং ভালো খবর!!! ব্রেকিং ভালো খবর!!! ব্রেকিং ভালো খবর!!!

এই মুহূর্তটা আমাদের জন্য খুবই আবেগপ্রবণ মুহূর্ত......

সাভারের রানা প্লাজায় গণহত্যার রেখে যাওয়া ফসল এতিম লুটেরা মিডিয়ার লুটেরা চোখ এড়িয়ে যাওয়া মা-বাবা দুইজনকেই হারানো রিহানের আজীবন দায়িত্ব নিয়েছে ‘আমজনতা’ নামের ফেসবুকভিত্তিক আন্দোলন। ‘আমজনতা’ রিহানদের নগদ পাঁচ হাজার টাকা ধরিয়ে দিয়ে একটা ফটো সেশনে বিশ্বাসী না। আমরা রিহানের জন্য সব কিছুই করবো। কারন লুটেরা মিডিয়া রিহানের প্রতি ক্ষমার অযোগ্য বিমাতাসুলভ আচরণ প্রথমদিন থেকেই করছে,হয়তোবা আগামীতেও করবে।

কিন্তু আমজনতার মানুষরুপী কিছু ফেরেশতারা ফুলের মতো সুন্দর এই রিহানের জন্য আগামী দিনের স্বপ্ন দেখে। আমজনতার প্রতিজ্ঞা রিহান হবে আগামী দিনের নতুন সোনার বাংলাদেশ।

বাবা আরহাম,আদিত্য রাজবংশি কিংবা রিহানদের জন্য প্রেমও করি।মানে আমি সত্যিই রিহানদের প্রেমেই পড়েছি। বন্ধু রিহান,তোমাদের সবাইকে খুব বেশি ভালোবাসি......।

এই মুহূর্তটা আমাদের জন্য খুবই আবেগপ্রবণ মুহূর্ত......

অবশেষে রিহানের ডিপোজিটের জন্য প্রতিশ্রুত দুই লক্ষ টাকা ফাণ্ডিং এর কাজ এই মুহূর্তে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে এক ভাই ভাই অবশিষ্ট ৩০২৪.২৬ টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ...!!

আমরা আমজনতা থেকে ফান্ডিং এর কাজ শুরু করেছিলাম ২৬ এপ্রিল। ঠিক এক মাসের মাথায় সবার আপ্রাণ সহায়তায় আমরা রিহানের জন্য দুই লক্ষ টাকা ডিপোজিটের টাকা তুলতে সক্ষম হয়েছি। এই ফান্ডিং এর সাথে সংশ্লিষ্ট প্রতিটি মানুষকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। শুধু হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা প্রমাণ করে দিয়েছেন, আমাদের মানবতাবোধ এখনও তীব্রভাবেই সজীব। আপনারা প্রমাণ করে দিয়েছেন, আমরা পারবোই।



আমরা মোট ফান্ড তুলেছি ২,০৬১৯৪.৯ টাকার। (মোট ৬১৯৪.৯ টাকা খরচ হয়েছে) পুরো ফান্ডিং এর বিস্তারিত তথ্য পাবেন এখানে, Click This Link

এই সপ্তাহের মাঝেই আমরা ইনশাল্লাহ ডিপোজিট সংক্রান্ত অন্যান্য কাজগুলো গুছিয়ে এনে ফেলব।



পোস্টের এই অংশটুকুতে সবার দৃষ্টি আকর্ষণ করছিঃ



ডিপোজিটের টাকা তুলেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। এই টাকাটা তো রিহানের ভবিষ্যতের জন্য। রিহান এবং তার নানা-নানীর জন্য প্রতি মাসে আমরা ৮০০০ টাকা করে দিব। আজ এই সংক্রান্ত একটি পোস্ট দেয়া হবে। সেই পোস্ট থেকেই আমরা তালিকাবদ্ধ করবো কারা কারা নিয়মিত মাসিক টাকা দিবেন। ৫০ থেকে শুরু করে যার যার সাধ্যানুযায়ী সাহায্য করবেন, তা আমরা তালিকাবদ্ধ করে রাখব।



আমরা চাইলেই সব সম্ভব। আমরা সবাই মিলেই পারি রিহানের ভবিষ্যতটাকে বদলে দিতে।



আপনি আছেন তো?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:২৭

বাংলার হাসান বলেছেন: আমরা চাইলেই সব সম্ভব। আমরা সবাই মিলেই পারি রিহানের ভবিষ্যতটাকে বদলে দিতে।

২| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:২৯

লতাদেশী বলেছেন: আমরা সবাই মিলেই পারি রিহানের ভবিষ্যতটাকে বদলে দিতে- জী একমত।

৩| ২৭ শে মে, ২০১৩ রাত ১:৩৬

খাটাস বলেছেন: ভাল লাগল বললাম না। মানুষ মানুষের মত কাজ করুক এই আশা রাখি। কিছু মানুষ আবার পেলাম। শেয়ারের জন্য ধন্যবাদ।

২৯ শে মে, ২০১৩ রাত ১:৩৭

লতাদেশী বলেছেন: ভাল লাগল বললাম না। মানুষ মানুষের মত কাজ করুক এই আশা রাখি।

৪| ২৭ শে মে, ২০১৩ ভোর ৬:০৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আমরা চাইলেই সব সম্ভব। আমরা সবাই মিলেই পারি রিহানের ভবিষ্যতটাকে বদলে দিতে।

২৯ শে মে, ২০১৩ রাত ১:৩৭

লতাদেশী বলেছেন: আমরা সবাই মিলেই পারি রিহানের ভবিষ্যতটাকে বদলে দিতে।

৫| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:২৩

জাহেদ হাসান সায়মন বলেছেন: খুব ভালো লাগলো। ধন্যবাদ মিজান ভাই ... সকলের সম্মিলিত চেষ্টায় ও ভালোবাসায় এই ধরনের মহৎ উদ্যোগ সফল হয় তা আবারো প্রমানিত হলো।

৬| ২৯ শে মে, ২০১৩ রাত ১:৩৯

লতাদেশী বলেছেন: ধন্যবাদ জাহেদ হাসান সায়মন ভাই। লাল সালাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.