নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজানদেশী

লতাদেশী

Activist

লতাদেশী › বিস্তারিত পোস্টঃ

তাতে আপনার মত সু-নারী নেত্রির কোন সমস্যা?

১০ ই জুন, ২০১৩ রাত ১:০২

আমি লোক দেখানো কাজই করি এবং খ্যাতির জন্যই কাজ করি। আমি কোন কাজই করি না একটা বোধের জায়গা থেকে। আমি আপনার মতো রাজনৈতিক সচেতন না হলেও আমি রাজনীতিই করি। তাই আমার সাথে মিলে না অনেকেরই। আমি আমার স্বার্থান্বেষী বাসনা নিয়েই মনে লুকিয়ে আমি মহৎ সাজি। আরো একটা জরুরী বিষয় ,আমি অন্যেরি ইশারায় পাপেট এর মতো নাচি । আমার কাছে কাওকে সাহায্য করা কিংবা দেশের কাজ করা মানে অন্যের নাড়ানো কলকাঠি অনুযায়ী আমি কলের পুতুলের মতো কাজ করে যাবো । তাতে আপনার মত সু-নারী নেত্রির কোন সমস্যা?

পারলে এই রানা প্লাজার গণহত্যায় এতিম মিরাজদের জন্য কিছু ফিল্ডে কাজ করেন। ফেসবুকেও করেন,বাধা নেই। কিন্তু......

এই নিস্পাপ শিশুটির নাম মিরাজ। বয়স প্রায় তিন বছর। তাঁর জন্মের পরপরই তার বাবা মারা গিয়েছেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। স্বামী মারা যাওয়ার পর সাভার এসে গার্মেন্টসে চাকুরী করে এতিম শিশুটিকে মানুষ করার সংগ্রাম করছিলেন এই বিধবা মেয়েটি। কিন্তু রানা প্লাজার গণহত্যা কেঁড়ে নিলো তাকে, অর্থাৎ আমার কুলে এই মিরাজের শেষ আশ্রয় তাঁর আদরের মা মালাকে।

কেউ আছেন এই মিরাজের পাশে দাঁড়ানোর। আমি গিয়েছিলাম,দেখলাম মিরাজের খুব শরীর খারাপ। সাভারে এসে কেউ আছেন মিরাজকে তার নানীর সাথে করে কোন হসপিটালে নিয়ে যাবেন?



কেউ আগ্রহী হলে

হ্যালো আমজনতাঃ ০১৭১৩১৭১৩৮৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.