নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজানদেশী

লতাদেশী

Activist

লতাদেশী › বিস্তারিত পোস্টঃ

অল ক্রাইমস ডট টিভি আপনাকেই খুঁজছে

১৪ ই জুন, ২০১৩ রাত ২:০৬

আমার বন্ধুদের অনেকেই আমাকে জিজ্ঞাস করেন কেন আমার সম্পাদিত অপরাধ বিষয়ক মাল্টিমিডিয়া নিউজ পোর্টালের নাম কেন ‘অল ক্রাইমস ডট টিভি’ করা হল,কেন অল ক্রাইমস ডট কম করা হল না । চারদিকে সব টুয়েন্টিফুরের জয় জয়কার,সেখানে এই নতুন গণমাধ্যমের নামের আগে-পরে কেনই বা টুয়েন্টিফুর লাগানো হল না?

প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে,আমার কিছু স্বপ্ন আছে,আছে স্বপ্ন বাস্তবায়নের জন্য কিছু পরিকল্পনাও। ‘অল ক্রাইমস ডট টিভি’ সেই লালিত স্বপ্নের এক ছোট ধাপ মাত্র।



দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে,আমরা কারো নকল করতে চাই না। তবে অন্যরা ‘অল ক্রাইমস ডট টিভি’র ভালো কিছু অনুকরণ বা অনুসরণ করবেন,কি করবেন না,সেটা তাঁদের একান্ত বিষয়। আমার কোন মন্তব্য নেই।



আরেকটা কথা পরিষ্কার করে বলে নিচ্ছি দয়া করে মহান একাত্তুরের মহান মুক্তিসংগ্রামের বিপক্ষ শক্তির কেউই আমাকে ফোন করে আমাকে বিব্রত করবেন না। আমি ক্ষমাপ্রার্থী,আপনি আমাদের পাঠক হোন,তাতেও অসুবিধা নেই। কিন্তু আমার পকেটে ভাত খাওয়ার টাকাও না থাকলেও,আমি কোনদিনও আপনাদের কাছে ‘বিজ্ঞাপন ভিক্ষা’ করতে যাবো না। যদিও কেউ কেউ টিকে থাকতে আমাকে আরও ‘প্রফেশনাল’ হতে বলেন।



ভাই,গুল্লি মারি আপনাদের তথাকথিত পেশাদার সাংবাদিকতা,যারা এক বেলা ভাতের জন্য নাকি...............।

আমাদের ‘অল ক্রাইমস ডট টিভি’আপনার কাছে মাফও চাই,দোয়াও চাই। আপনি দূরে গিয়ে মরেন,প্লিজ। রাজাকার রাজাকার বিশ্রী এক গন্ধ আসছে,ডার্লিং তোমার দেহ থেকে। আমাকে আর অপবিত্র করো না ডার্লিং,আল্লাহ্‌র দোহায় লাগে।



আমি বীরের মতো পবিত্র দেহেই হাসিমুখে চলে যেতে প্রস্তুত। পারলে বুকে গুলি কর শালা,কাপুরুষের মতো পিছন থেকে আমাকে গুলি করিস না। ভয়,সেটা আবার কোন জিনিস? ভয় মানুষ খায়,নাকি মাথায় দেয়,মিয়া সাহেব-বিবি সাহেবরা?



আমি বাংলাদেশেরই পাগল,বিদেশী কুত্তাদের বসও না। তবে অল ক্রাইমস ডট টিভি কোন ফাউ ফাউ জাতীয়তাবাদী তৈরির কারখানাও হবে না। কারন এটি এক গ্রাম,এক দেশ,এক মুক্ত বিশ্বতে বিশ্বাসী।

আপনি?

আসুন না আপনার চারপাশের সব অপরাধকে না বলতে দেরি না করে অল ক্রাইমস ডট টিভির সহযাত্রী হই। যদি আপনার যদি অল্প বিস্তর সৎ সাহসও থাকে,থাকে কিছু মানবিকতাও,তাহলে অল ক্রাইমস ডট টিভি আপনাকেই খুঁজছে। আমাদের সাথে কাজ করতে চাইলে

হ্যালো অল ক্রাইমস ডট টিভিঃ ০১৭১৩১৭১৩৮৫











মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ রাত ২:১৮

লিঙ্কনহুসাইন বলেছেন: অল ক্রাইমস ডট টিভি এতো রাতে কেন আমাকে খুঁজাখুঁজি করে !! আমি ঘুমাইছি , ঘুম ভাঙ্গাইলে কিন্তু খবর আছে কইলাম

২| ১৪ ই জুন, ২০১৩ রাত ২:৩৩

মাগুর বলেছেন: আগামীকাল যোগাযোগ করবো :)
সাইট ঘুরে আসলাম। সাইট কি ওয়ার্ডপ্রেসেই থাকবে? এই থিমেই?

শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.