নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজানদেশী

লতাদেশী

Activist

লতাদেশী › বিস্তারিত পোস্টঃ

বিএনপি-জামাতের এক হালি চ্যাঙ টাকি মাছ নিয়ে এত লাফালাফির কিছুই নাই। এই দিনই দিন না,আরও দিন................

১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৩৬

বিএনপি-জামাতের এক হালি চ্যাঙ টাকি মাছ নিয়ে এত লাফালাফির কিছুই নাই। এই দিনই দিন না,আরও দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে! বিএনপি-জামাত ক্ষমতায় এসে খুনিদের বাঁচাতে চাইলে আমার আবার আওয়ামী লীগই করতে হবে দেখছি।

কমরেড মুজিব,লাল সালাম।

দেশের নির্বাচনী হাওয়ার বাইরের ‘আমজনতা’ আমি। সারা বছরে ভোটাভুটির এই একদিন ক্ষমতা চর্চার এই ‘সিল চাপ্পারের পলিটিক্স’ আমার একদমই ভালো লাগে না।

তাই রানা প্লাজার গণহত্যার পর আজকেই প্রথম দেশের চারটি সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল জানতে টিভির রিমোট কয়েক সেকেন্ডের জন্য অন করলাম। রাতে কয়েক মিনিট পত্রিকা পড়া হলে হতেও পারে।

কিন্তু সমস্যা নেই। জীবনে কারখানায় চাকরি না করেও যেমন‘বড় শ্রমিক’ নেতা হওয়া যায়,তেমনি রাজনীতি না করে ‘রাজনীতি বিশেষজ্ঞ’ হওয়া যায় এ দেশে। সব সম্ভবের দেশে তাই আমিও একটা ফাউ ফাউ চান্স নিচ্ছি আর কি। যদি লাইগা যায়।



(১) এখন পর্যন্ত আভাস পাওয়া যাচ্ছে যে,সরকার সমর্থিত প্রার্থী চারটিতেই হেরে যাচ্ছে। তাই বিএনপি-জামাত পন্থী রাজনীতিক বিশেষজ্ঞরা বলতে থাকবেন,সরকারের আর এক সেকেন্ডও ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। এখনই গদি থেকে নেমে তাঁদেরকে গদিতে বসাতে হবে,তাঁরাও যেন আবার এই সোনার দেশকে লুটে খেতে পারে। আর দেরি সইনা!

(২) অন্যদিকে সরকার সমর্থিত রাজনীতিক বিশেষজ্ঞরা বলতে থাকবে,বিরোধী দলের নির্দলীয় সরকারের দাবির আর কোন নৈতিক ভিত্তিই নেই। কারন নির্বাচন নিরপেক্ষ হয়েছে এবং এই জন্য সরকার সমর্থিত প্রার্থীরা হেরে গেছে।

(মাননীয় সরকার বাহাদুর,এই সব নির্বাচনের সবটিতে হেরে গেলেও কিন্তু দেশের মূল ক্ষমতার পালা বদল হয়না। মানে সরকার বদল হয় না। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে হেরে গেলে কিন্তু জেলে যেতে হয়।)

(৩) কিন্তু আমার মতো কিছু বিশেষজ্ঞ আছে যারা বলবে...............! কারন আমাদের তো পা দুই নৌকায় রাখা। বীরের মতো সাহস করে মনের কথাও বলতে পারি না। যদি ‘ক্রসফায়ার’ কিংবা ‘গুম’ হয়ে যায়।

তাঁদেরকে বলি,সাবেক এক প্রধানমন্ত্রী এক সময় বলেছিলেন,এই দেশে পাগল এবং শিশু ছাড়া কেউই নিরপেক্ষ না। তাহলে তো নিরপেক্ষ দাবীদার আমরা সবাই পাগল কিংবা শিশু,নাকি?



(আমার রাজনীতিক অবস্থান জানতে চান? তাহলে এক কথায় বলি,আমি রাজপথের এক আমজনতা। আমি সাদাকে সাদাই বলি,কালো কেও ভালোবেসে কালোই বলি। আমি দিনে চব্বিশ ঘণ্টা,বছরে বারো মাসই ‘অ-নিরেপেক্ষ’ থাকি। মেহনতি মানুষগুলোই আমার পক্ষ।)

লাল সালাম আমজনতা

জয় রিহান

জয় মানবতা

আমার বন্ধু হতে চাইলে

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৪১

কাজী দিদার বলেছেন: জয় মানবতা

২| ১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৫৪

খাটাস বলেছেন: সব ই রাজনিতি। বাবু টা অনেক কিউট। :) :)

৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:৩৩

আহসান২২ বলেছেন: (আমার রাজনীতিক অবস্থান জানতে চান? তাহলে এক কথায় বলি,আমি রাজপথের এক আমজনতা। আমি সাদাকে সাদাই বলি,কালো কেও ভালোবেসে কালোই বলি। আমি দিনে চব্বিশ ঘণ্টা,বছরে বারো মাসই ‘অ-নিরেপেক্ষ’ থাকি। মেহনতি মানুষগুলোই আমার পক্ষ।)

৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:৪১

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আমার নিজেকে পাগল ই মনে হয়। "নিরপেক্ষ পাগল।"


আপনার কথামত ই আসলে আচরণ করবে সম্ভবত রাজনৈতিক নেতারা। টক শো হবে, টক শো গুলা মাঝে মাঝে দেখব; রিমোট দিয়ে মিউট করে নিতে হবে আগে অবশ্য ।

৫| ১৬ ই জুন, ২০১৩ রাত ২:০৬

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: ;) ;)

৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ৩:৫৬

কালবৈশাখীর ঝড় বলেছেন: মেয়র নির্বাচনের সাথে সাধারন নির্বাচনের কিছুটা ভিন্নতা আছে
এই সিটি নির্বাচনে সাধারনত মানুষ মনস্তাত্তিক ভাবে চাইবে ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোক। যে দুর্নিতি করলে সরকার নিজেই চেপে ধরবে। এতে সিটি কর্পোরেশন অনেকটা দুর্নিতিমুক্ত থাকবে।
চট্টগ্রাম, নারায়নগঞ্জ ও গতকাল ৪ টি সিটি নির্বাচনের ফলাফল দেখলে বুঝতে সমস্যা হয় না।
আসন্ন ঢাকা নির্বাচনে এই রকম ফলাফলই দেখা যাবে।

কিন্তু সাধারন নির্বাচনে এ ব্যাপারটা থাকবে না।

৭| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৭:২০

ভিটামিন সি বলেছেন: আপনাকে কেন জানি একটু লগির দিকের লোক বলে হলো।

৮| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:০৯

পথহারা সৈকত বলেছেন: কেন যেন তালগোল লেগে গেল.............একই সাথে লাল সালাম এবং জয় মানবতা.............. আপনি মনে হয় আওয়ামী ধাচের বাম.......... :D

"লাল সালাম আমজনতা
জয় রিহান
জয় মানবতা
"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.