![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লা-হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থঃ করো শক্তি নেই(দুঃখ কষ্ট দূর করার ও বিপদ আপদে বাঁচাবার) এবং কারো ক্ষমতা নেই(সুখ ও সম্পদ প্রদানের)একমাত্র আল্লাহ ছাড়া।
যে সময়টা আমরা ব্লগে ব্যয় করছি, কখনও কি ভেবে দেখেছি তা আমাদের আখিরাতের জন্য কতটা কাজে লাগছে?
---------
আমার যে কাজ ব্যক্তি, সমাজ, জাতীয় জীবনে মূল্যহীন তা আখিরাতেও মূল্যহীন।অবশ্য মূল্য নির্ধারণের ক্ষেত্রে ভিন্নমত থাকতে পারে।আর যারা আখিরাত বিশ্বাস করে তাদের মাপকাঠি এক হওয়ার কথা।ব্লগে অনেক লেখাই আছে যেগুলো পড়লে আমার সময় নষ্ট হবে না, বলে মনে করি।ব্লগটা যেহেতু স্বাধীন মত প্রকাশের মাধ্যম তাই ব্লগের নীতিমালা ভঙ্গ না করে যার যা,যেভাবে ইচ্ছা লিখতে পারে।কিন্তু সেই লেখাটা কতটুকু প্রয়োজন বা ব্যক্তি,সমাজ,জাতীয় জীবনে কতটুকু কাজে লাগছে প্রশ্নটা দিয়ে তাই জানতে চেয়েছি।
আমার প্রশ্ন তাদের প্রতি ছিল যারা সময় কাটানোর জন্য লিখেন, সময়কে কাজে লাগানোর জন্য না।আর আমি মনে করি সবাই যদি সময়কে কাজে লাগানোর জন্য লিখত তথা নিজের মেধা ব্যয় করত, তবে আমার মত নতুনরা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারত এবং ব্যক্তি তথা সমাজও এগিয়ে যেত।
২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৩
মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: ঠিক ভাই । আল্লাহ আমাদেরকে সময়ের মূল্য দেওয়ার তৌফিক দান করুক ।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:২২
লা-তাহ্যান বলেছেন: আমিন
৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৬
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, আখিরাতে ইন্টারনে্ট যোগ করা হয়েছে।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩২
লা-তাহ্যান বলেছেন: আপনি আখিরাতে বিশ্বাস করেন?
৪| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৪
চাঁদগাজী বলেছেন:
"লেখক বলেছেন: আপনি আখিরাতে বিশ্বাস করেন? "
-করি, এবং ইন্টানেটেও বিশ্বাস করি। আপনি তো ইন্টারনেটে পর্ণ দেখেন, শুনলাম।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৭
লা-তাহ্যান বলেছেন: এই ব্লগেই কত পর্ণের ছড়াছড়ি।দেখতে না চাইলেও দেখতে হয়।
৫| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬
কলাবাগান১ বলেছেন: আপনি যে সময় দিয়ে কে কোথায় সময় কাটাচ্ছে তা নিয়ে মাথা ব্যাথা করছেন, তাতে আপনার সময় নস্ট হচ্ছে না!!!!!!!
লেট পিপল লিভ দেয়ার ওন লাইভস। ইয়ু লিভ ইউরস।
Be less curious about people and more curious about ideas
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩
লা-তাহ্যান বলেছেন: পৃথিবীতে মানুষ ধোঁকা প্রবণ, দুনিয়ার চাকচিক্য ও মোহে পড়ে অনন্ত অসীম দয়ালু আল্লাহর কথা স্মরণ থেকে ভুলে যেতে পারে। সেজন্যে প্রত্যেক সৎ কর্মপরায়ণের উচিৎ পরস্পর পরস্পরকে সদুপদেশ দেয়া, ভাল কাজে উদ্বুদ্ধ করা এবং মন্দ কাজে নিষেধ করা।
৬| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তা আপনি এখানে সময় নষ্ট করছেন কেন??
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৩
লা-তাহ্যান বলেছেন: একজনের কাছে যা নরমাল অন্যজনের কাছে তা অশ্লীল হতেই পারে।পূর্ববতী মন্তব্যে যেহেতু আমি বলেছি ব্লগে পর্নের ছড়াছড়ি,আর আপনাদের ইচ্ছাতেই পোষ্ট নির্বাচিত পাতায় যায়।এবং আপনি এসে যখন প্রশ্ন করে বসলেন আমি কেন এখানে সময় নষ্ট করছি তখন আমার প্রশ্নের ব্যাখ্যা যুক্ত করা অপরিহার্য হয়ে পড়ল।আপনি আমার বক্তব্য সম্পর্কে প্রশ্ন করতে পারতেন।
তা আপনার এই প্রশ্ন করা কি মডারেশন সুলভ হল? ভেবে দেখবেন আশা করি।
৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:০২
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ খুব গরুত্বপুর্ণ একটা প্রশ্ন রাখার জন্য । এই মন্তব্যের ঘরে এর উত্তর টা গুছিয়ে দেয়া একটু কস্টকর । একটু বড় কলেবরে দিলে মনে হয় ভাল হয় । তাই এ বিষয়ে একটি পৃথক পোষ্ট আসছে খুব অল্প সময়ের মধ্যেই ইনসাল্লাহ। সদয় অবলোকনের জন্য আমন্ত্রন রইল ।
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫০
লা-তাহ্যান বলেছেন: আমার প্রশ্নকে গুরুত্বের সাথে নেয়া এবং তার উত্তরে সুন্দর একটি পোষ্ট উপহারের জন্য আন্তরিক ধন্যবাদ। আল্লাহ আপনাকে কলম যুদ্ধ চালু রাখবার তৌফিক দান করুন।
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আপডেটেড পোষ্টটি খুব ভাল লাগল । তবে এ মন্তব্যের ঘর পর্যন্ত আাসতে মাঝ পথে বেশ কিছু মন্তব্য পেরিয়ে আসতে হয়েছে । একটি মন্তব্য খুবই ভাল লেগেছে Be less curious about people and more curious about ideas এবং এটা সকলের জন্যই সমভাবে প্রযোজ্য হওয়া উচিত তবে এর অন্যথাও মাঝে মধ্যে চোখে যে পড়েনা তা নয়, দুটোকেই একসাথে সমান তালে চলতে দেখা যায় । যাহোক , ভাল করে দেখলে এটা দেখতে পাবেন পাল তোলা নৌকা কিভাবে অনুকুল বা প্রতিকুল বাতাসকে ব্যবহার করে তার নৌকা নিয়ে গন্তব্যে যাচ্ছে । এক্ই সময় পাল তোলা নৌকা কোন টা যাচ্ছে উজানে কোন টা যাচ্ছে ভাটির দিকে তার নীজ দক্ষতা ও যথাযথ কৌশল প্রয়োগ করে । ঠিক তেমনি ভাবেই ব্লগের একই লিখা এমনকি কোন সহৃদয় পাঠকের তির্যক মন্তব্য থেকেও নীজ মেধা খাটিয়ে এমন কিছু পেয়ে যাচ্ছে সেটা তার সৃজনশীল কোন না কোন কর্ম কাজে লাগাচ্ছে সুন্দরভাবে এবং উভয় দিকেই তা কাজে লাগাচ্ছে প্রয়োজনুসারে । তাই ব্লগের লিখাকে কে কিভাবে ব্যবহার করবে সেটা তার একান্ত নিজস্ব ব্যাপার , এটা ব্লগের অন্যতম নীতিমালা তথা শালীনতার মধ্য থেকে যার যার ভাব, তত্ব বা তথ্য অর্থাৎ মুক্ত চিন্তা প্রকাশের একটি মাধ্যম মাত্র ।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
লা-তাহ্যান বলেছেন: এখানকার অনুকূল এবং প্রতিকূল বাতাস সম্পর্কে প্রথম পোষ্টেই অভিজ্ঞতা হল।অন্যদের মন্তব্য নিয়ে আমি কোন মন্তব্য করব না।তবে যারা ব্লগটা মোডারেট করেন তাদের মন্তব্য অন্যদের তুলনায় ভারী। তারা যদি এসে তির্যক মন্তব্য ছুড়ে দেন তখন ত জিনিসটা শংকার হয়ে দাঁড়ায়।
সব মিলিয়ে আমি আশ্চর্যান্বিত এবং দ্বিধান্বিত!!
ভাই ডঃ এম আলী, আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ!! আপনার মত একজন সুন্দর মনের সহব্লগার পেয়ে ভাল লাগছে।
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
নকীব কম্পিউটার বলেছেন: ভাল পোস্ট, ধন্যবাদ আপনাকে।
তবে ক্যাচালওয়ালাদের ভালো লাগিবে না।
তাহারা আপনাকে উত্তেজিত করে তুলবে।
আপনাকে ব্লগ থেকে কিভাবে বিদায় করতে হয় সেই চেষ্ঠায় রত থাকিবে সর্বদায়।
যেখানে ‘ইসলাম’ শব্দ থাকবে সেখানে গা জ্বলা শুরু হবে।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৮
লা-তাহ্যান বলেছেন: ক্যাচালওয়ালা আছে হয়ত হাতে গোনা অল্পসংখ্যক। ক্যাচালওয়ালারা ক্যাচাল সৃষ্টির চেষ্টা করবে, স্বাভাবিক। কিন্তু মডারেটর এসে তির্যক মন্তব্য করবেন তা অস্বাভাবিক।
যায় হোক। পোষ্ট পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
আমার পোষ্টের কোথাও ত্রুটি পেলে নির্দ্বিধায় বলবেন।আমরা একজনের কোন মঙ্গলজনক চিন্তাভাবনাকে সবাই মিলে আলোচনা করে সেই চিন্তার আরো ধারালো রূপ দিতে পারি।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৩
মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: ঠিক ভাই । আল্লাহ আমাদেরকে সময়ের মূল্য দেওয়ার তৌফিক দান করুক ।