নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

মন্দিরে কাঁদে তোদের দেবতা

১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

মন্দিরে কাঁদে তোদের দেবতা
-লক্ষ্মণ ভাণ্ডারী

মন্দিরে কাঁদে তোদের দেবতা
দেবতার চোখে জল,
ঘরে কাঁদে তোর আপন জননী
চোখ করে ছল ছল।



মাটির প্রতিমা কি হবে পূজে
যে মুর্তি দেয় না সাড়া,
পথে কাঁদে কত ক্ষুধাতুর শিশু
কেঁদে কেঁদে দিশেহারা।

আধপেটা খেয়ে ধরিত্রীর বুকে
লাঙল চালায় যাঁরা,
মাটিতে ফলায় সোনার ফসল
অনাহারে থাকে তাঁরা।

ওরাই মানুষ, ওরাই দেবতা
ওরাই দেশের রাজা,
বিধাতার রুদ্র অভিশাপে আজ
ওরা পায় কেন সাজা?

মন্দিরে নাই দেবতা তোদের
দেবতা তোর সামনে।
মানুষ তোদের জাগ্রত দেবতা
এদের তো চিনিস নে?

মানুষকে তুই ভালবাস ওরে
মানুষের কর পূজা,
মানুষের পূজা করলে খুশি
হয় দেবী দশ-ভূজা।

যথা আছে জীব সেথায় শিব
জীবজ্ঞানে শিব সেবা।
জীবে প্রেম কর ঘৃণা নাহি কর
কর সেবা নিশি দিবা।

মন্দিরে কাঁদে পাষাণ দেবতা
পাথরের চোখে জল,
মানুষ দেবতা অভুক্ত রেখো না
অন্ন দাও অবিরল।

মন্দিরে কাঁদে মাটির প্রতিমা
পাষাণ দেবতা কয়,
অন্নহীনে অন্ন দানিতে এসো
হয়েছে পূজার সময়।

শোন বিশ্ববাসী এসেছে আজি
নর রূপে ভগবান,
মানবের সেবা, ভগবান পূজা
মানবের জয়গান।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: আহারে---
দেবতারা কেন কাঁদে?
মানুষ কাঁদে তাদের জন্য।

২| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

রুবে৭১ বলেছেন: অনেক ভাল লাগলো। এরকম কবিতা আরও লিখুন ভাই।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: নারী দেবীর প্রতিরূপ। আবার এই নারীকে অনেকে দাম দেয়না। মান দেয়না সন্মান দেয়না। টিজ করে। অত্যাচার করে

৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

ব্লগার_প্রান্ত বলেছেন: চমৎকার ভাবে মানবতার কথা ফুটিয়ে তুলেছেন
লাইক

৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: দুর্দান্ত লাগলো দাদা। সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.