![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিচারের ভার পাঠক সমাজের উপরেই ছেড়ে দিলাম। আমার এক কাজিনের ওয়াইফ অর্থাৎ আমার এক ভাবীর হঠাৎ করেই ব্লাড ক্যানসার ধরা পড়েছে। দেশেই প্রাথমিক চিকিৎসা চলছে। এরই মধ্যে উন্নত চিকিৎসার জন্য ভারতের কিছু হাসপাতালের সাথে অন লাইনে যোগাযোগও করা হয়েছে। তারা সেখানে যাওয়ার জন্যও বলেছে। সেই অনুযায়ী আমার ভাই, ভাবী, ভাযের মেয়ে আর শ্যালক ( যার সাথে বোন মেরো ট্রান্সফার করা যেতে পারে) ভারতীয় ভিসার জন্য মেডিকেলের কাগজ পত্র সহ আনুষাঙ্গিক সকল কাগজপত্র সহ আবেদন করে। দুঃখের বিষয় ভারতীয় হাই কমিশন রোগীরও ভিসা দেয়নি, রোগীর স্বামী বা তার ভাইয়েরও ভিসা দেয়নি, অথচ রোগীর ষোঢ়শী মেয়েকেে ভিসা দিয়েছে। এখন আপনারাই বলেন এমন ভিসা দেয়ার কি অর্থ হতে পারে? কি বিচার করে তারা রোগী বা তার স্বামী বা তার ভাই কে ভিসা না দিয়ে শুধু বাচ্চা মেয়েটার ভিসা কনফার্ম করলো? এর মানে কি?
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪২
রাজা মশাই বলেছেন: কি বলব বুজতে পারছি না
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫২
ধুমধাম বলেছেন: একটা বাচ্চা মেয়ের ভিসা পাওয়ার সাথে মিলিয়ে ধর্ষনের দেশ জাতীয় মন্তব্য করাটা রুচি হীনতা, সবার মাত্রা মেনে চলা উচিত।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩
বাকি বিল্লাহ বলেছেন: বুঝলাম না কিছুই। অনেকদিন যাবত ট্রাই ডেটই পাচ্ছিনা তারপর ভিসা যে পাবো তার তো কোন গ্যারান্টি নাই।
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৪
লবকুশ বলেছেন: কাগজপত্র ঠিক থাকলে ভিসা না দেওয়ার কোন কারন নেই। আমি স্বস্ত্রীক ১৫+ বার ইন্ডিয়া গিয়েছি মেডিকাল ভিসা নিয়ে এবং প্রতিবারই ভিসা পেয়েছি। আপনার কোথাও কোন ভুল হয়েছে, এমন হবার কথা না...
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
ভোরের সূর্য বলেছেন: বুঝলাম না এরকম কেন হল কারন বিশেষ করে চিকিৎসা ভিসার ক্ষেত্রে কাগজপত্র ঠিক থাকলে ভিসা পেতে কোন সমস্যা হয় না। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি এমনকি ভিসা ডেট পেলেই হবে আপনাকে লাইনেও দাঁড়াতে হবে না এবং ডেট যতদিন পরেই পান না(১মাস পরে ডেট পেলেও কালকেই দাঁড়িয়ে ভিসা নিতে পারবেন)কেন আপনি কাগজ নিয়ে দাঁড়ালেই ওদের ইমারজেন্সি ভিসা হেল্প ডেস্ক এ গেলেই হয়।
তবে চিকিৎসা ভিসার ক্ষেত্রে কাগজপত্র খুব জরুরী একটা বিষয়।
আমার প্রশ্নের সাথে উত্তরগুলো মিলিয়ে নিন যে এই কাগজ আপনারা জমা দিয়েছিলেন কিনা।
১) আপনারা কি মেডিকেল ভিসার জন্য এপ্লাই করেছিলেন নাকি টুরিস্ট ভিসার জন্য?
কারনঃ মেডিকেল ভিসাতে সর্বচ্চ ৩জন আবেদন করতে পারবেন। একজন রুগি হিসেবে এবং সাথে ২জন রুগির এ্যাটেন্ডেন্ট হিসেবে। এবং ভিসাও হবে সেভাবে একজনের চিকিৎসা ভিসা এবং সাথে ২জনের মেডিকেল এ্যাটেন্ডেন্ট ভিসা কিন্তু আপনি উল্লেখ করেছেন ৪জন। তাহলে বাকি একজন কি হিসেবে এপ্লাই করেছেন।
২)এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে রুগীর ট্রিটমেন্টের সব কাগজ এবং রিপোর্ট জমা দিতে হবে এবং সাথে সাথে যেটা জমা দিতে হবে সেটা হল আপনারা ভারতের যেই হাসপাতালে চিকিৎসা করাতে চান সেখানকার একটা ইনভাইটেশন লেটার জমা দিতে হবে। সেখানে উল্লেখ থাকতে হবে চপ্রশ্ন করতে পারেন আশাকরি সঠিক তথ্য আপনাকে দিতে পারব।
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
ভোরের সূর্য বলেছেন: বুঝলাম না এরকম কেন হল কারন বিশেষ করে চিকিৎসা ভিসার ক্ষেত্রে কাগজপত্র ঠিক থাকলে ভিসা পেতে কোন সমস্যা হয় না। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি এমনকি ভিসা ডেট পেলেই হবে আপনাকে লাইনেও দাঁড়াতে হবে না এবং ডেট যতদিন পরেই পান না(১মাস পরে ডেট পেলেও কালকেই দাঁড়িয়ে ভিসা নিতে পারবেন)কেন আপনি কাগজ নিয়ে দাঁড়ালেই ওদের ইমারজেন্সি ভিসা হেল্প ডেস্ক এ গেলেই হয়।
তবে চিকিৎসা ভিসার ক্ষেত্রে কাগজপত্র খুব জরুরী একটা বিষয়।
আমার প্রশ্নের সাথে উত্তরগুলো মিলিয়ে নিন যে এই কাগজ আপনারা জমা দিয়েছিলেন কিনা।
১) আপনারা কি মেডিকেল ভিসার জন্য এপ্লাই করেছিলেন নাকি টুরিস্ট ভিসার জন্য?
কারনঃ মেডিকেল ভিসাতে সর্বচ্চ ৩জন আবেদন করতে পারবেন। একজন রুগি হিসেবে এবং সাথে ২জন রুগির এ্যাটেন্ডেন্ট হিসেবে। এবং ভিসাও হবে সেভাবে একজনের চিকিৎসা ভিসা এবং সাথে ২জনের মেডিকেল এ্যাটেন্ডেন্ট ভিসা কিন্তু আপনি উল্লেখ করেছেন ৪জন। তাহলে বাকি একজন কি হিসেবে এপ্লাই করেছেন।
২)এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে রুগীর ট্রিটমেন্টের সব কাগজ এবং রিপোর্ট জমা দিতে হবে এবং সাথে সাথে যেটা জমা দিতে হবে সেটা হল আপনারা ভারতের যেই হাসপাতালে চিকিৎসা করাতে চান সেখানকার একটা ইনভাইটেশন লেটার জমা দিতে হবে। সেখানে উল্লেখ থাকতে হবে চপ্রশ্ন করতে পারেন আশাকরি সঠিক তথ্য আপনাকে দিতে পারব।
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
ভোরের সূর্য বলেছেন: বুঝলাম না এরকম কেন হল কারন বিশেষ করে চিকিৎসা ভিসার ক্ষেত্রে কাগজপত্র ঠিক থাকলে ভিসা পেতে কোন সমস্যা হয় না। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি এমনকি ভিসা ডেট পেলেই হবে আপনাকে লাইনেও দাঁড়াতে হবে না এবং ডেট যতদিন পরেই পান না(১মাস পরে ডেট পেলেও কালকেই দাঁড়িয়ে ভিসা নিতে পারবেন)কেন আপনি কাগজ নিয়ে দাঁড়ালেই ওদের ইমারজেন্সি ভিসা হেল্প ডেস্ক এ গেলেই হয়।
তবে চিকিৎসা ভিসার ক্ষেত্রে কাগজপত্র খুব জরুরী একটা বিষয়।
আমার প্রশ্নের সাথে উত্তরগুলো মিলিয়ে নিন যে এই কাগজ আপনারা জমা দিয়েছিলেন কিনা।
১) আপনারা কি মেডিকেল ভিসার জন্য এপ্লাই করেছিলেন নাকি টুরিস্ট ভিসার জন্য?
কারনঃ মেডিকেল ভিসাতে সর্বচ্চ ৩জন আবেদন করতে পারবেন। একজন রুগি হিসেবে এবং সাথে ২জন রুগির এ্যাটেন্ডেন্ট হিসেবে। এবং ভিসাও হবে সেভাবে একজনের চিকিৎসা ভিসা এবং সাথে ২জনের মেডিকেল এ্যাটেন্ডেন্ট ভিসা কিন্তু আপনি উল্লেখ করেছেন ৪জন। তাহলে বাকি একজন কি হিসেবে এপ্লাই করেছেন।
২)এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে রুগীর ট্রিটমেন্টের সব কাগজ এবং রিপোর্ট জমা দিতে হবে এবং সাথে সাথে যেটা জমা দিতে হবে সেটা হল আপনারা ভারতের যেই হাসপাতালে/চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে চান সেখানকার একটা ইনভাইটেশন লেটার জমা দিতে হবে। সেখানে উল্লেখ থাকতে হবে
রুগীর কি হয়েছে এবং কি ধরনের ট্রিটমেন্ট দরকার। এবং উল্লেখ থাকতে হবে যে রুগীকে ১সপ্তাহের মধ্যে তাদের হাসপাতালে যেতে হবে। এছাড়া রুগীর নাম এবং পাসপোর্ট নাম্বার ও সাথে যে দুজন এ্যাটেন্ডেন্ট হিসেবে যাবে তাদের নাম ও পাসপোর্ট নাম্বার ঐ ইনভাইটেশন লেটারে উল্লেখ থাকতে হবে।
আরো একটা ব্যাপার হল রুগীর সাথে যেই কাগজপত্র(টেস্ট রিপোর্ট এবং ইনভাইটেশন লেটার) যাবে সেগুলোর একটা করে ফটো কপি অন্য দুইজন মেডিকেল এ্যাটেন্ডেন্টের পাসপোর্টের সাথেও থাকবে। এভাবেই কাগজপত্র দিতে হবে।
আপনার যেকোন জিজ্ঞাসা থাকলে করতে পারেন মেডিকেল ভিসা সম্বন্ধে।আশাকরি সঠিক তথ্য আপনাকে দিতে পারব।আমার প্রথম কমেন্টের কিছু লেখা সামুর সমস্যার জন্য প্রকাশ হয়নি। তাই দয়া করে প্রথম কমেন্টটা মুছে ফেলুন।
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
লিখেছেন বলেছেন: -
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৭
হাসিব০৭ বলেছেন: না বুঝার কিচুই নাই কেননা ওদের দেশটাতো ধর্ষনের দেশ তাই হয়ত