নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

আমদের শিক্ষার উদ্দেশ্য কি ?

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮

আমাদের লেখা পড়ার মূল উদ্দেশ্য - কি? একটি ভালো চাকরী। চাকরী চাকরী আর চাকরী। সবারই একটি ভালো চাকরী দরকার। সে কারণেই লেখাপড়া করা, পাশ ফেইল নিয়ে মাথা ব্যাথা। কোন মতে একটি সাট্টিফিকেট যোগাড় করে আবেদন করার যোগ্যতা অর্জন করতে পারলেই হলো। নইলে ঘর সংসার চালানো যাবে না। এমনই একটি ধারণা নিয়ে আমরা অধিকাংশ মানুষ এই সমাজে বড় হই।

মাঝে মাঝে খুব অবাক হই এই ভেবে যে চাকরী করে আমি সমাজ সংসারকে আসলে কি দিচ্ছি? যদি মুর্খ হতাম তবে হয়তো শিক্ষিত হিসাবে নিজেকে এই প্রতিযোগিতার বাজারে সামিল করতাম না। কি করতাম? হয় হালচাষ করতাম, কৃষক হতাম। মাঠে মাঠে ফসল বুনে যেতাম। যা মানুষের নিত্য দিনের আহার। যা না হলে মানুষের চলে না। অথবা জেলে হতাম। মাছ ধরতাম। অথবা হতাম কামার। দা কুড়াল বানাতাম। অথবা কুমার হতাম, মাটির হাড়ি পাতিল বানাতাম। তাতি হলেও মন্দ হতো কি? জামা কাপড় বুনতাম। মানুষের নিত্য সময়ের সঙ্গী -পোশাক তৈরী করতাম। সমাজকে কিছুতো দিতাম। মুর্খ হলে এসব কাজ করতে আমার মোটেও গায়ে বাধতো না। গায়ে বাধতো না বলতে কি ..এসব করলে যে মান সম্মান যাবে, সেই চিন্তাই মাথায় আসতো না। কিন্তু প্রচলিত শিক্ষা আমার মগজে মননে এমন একটি জ্ঞ্যান ঢুকিয়ে দিয়েছে যে ঐ শিক্ষা নামক জিনিষটি অর্জন করলে আর আমি ঐগুলো করতে পারব না- জাত যাবে!

এই (জাতীয়/ধরণের) শিক্ষাই আমাদেরকে কর্মবিমুখ করেছে, চাকরী মুখী করেছে। শিক্ষিত বেকারের সংখ্যা বাড়িয়েছে।

সৃজনশীল পদ্ধতি নয়, আমাদের এমন এক ধরণের শিক্ষা ব্যবস্থা দরকার যেখানে আমরা কাজ করতে আগ্রহী হবো, মানুষের অধীনে চাকরী খুজতে নয়। আমি নিজেই কিছু একটা করতে পারি, কলম পেশার জন্য এতো অনার্স মাষ্টার্স ডক্টরেট ডিগ্রী লাভের প্রয়োজন সবার নেই। শিক্ষাকে এতো সহজলভ্য করা একারণেই ঠিক নয়। এতে করে মানুষের বা সমাজের মাঝে কর্মবিমুখতা বা না খেটে খাওয়ার প্রবণতা বাড়ে।

সমাজকে আমি কি দিতে পারছি- এটাই হওয়া উচিৎ শিক্ষার মাপকাঠি। যে যত বেশী সমাজকে সার্ভ করতে পরবে, সে ততবেশী সম্মান পাবে।

একজন কৃষক সমাজকে যা দেয়, আমি চাকরী করে তার কানাকড়িও দেই না। অথচ আমি সাট্টিফিকেটধারী শিক্ষিত মানুষ, সমাজে আমার অনেক দাম!! এমনটা হওয়া উচিৎ নয় .........

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩১

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে নিকৃস্ট শিক্ষাব্যাবস্হা বাংলাদেশে।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৭

আহলান বলেছেন: ঠিকই মনে হয় বলেছেন ...এর মধ্যেই জেনারেল শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ইংলিশ ভার্সন, মিডিয়াম ব্লা ব্লা ....

এক কাতারে কিছু নেই ...

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪

নীল আতঙ্ক বলেছেন: লেখাপড়া করে চাকরি????!!!!!!!!!!
ভাইয়া এখন চাকরি হলো মামা- চাচা আর মন্ত্রী- আমলা দের হাতে।
লেখাপড়া দিয়ে এখন আর চাকরি হই না।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫০

আহলান বলেছেন: না, তার পরেও আপনাকে এটলিস্ট সাট্টিফিকেট অর্জন তোকরতে হবে ...তারপর না মামা চাচারা সেই সট্টিফিকেটকে ফরোয়ার্ড করবে ...তাই না!

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৬

নীল আতঙ্ক বলেছেন: সাট্টিফিকেট এখন কিনতে পাওয়া যায় যে :(

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৪

আহলান বলেছেন: হ্যা তাই তো ...কত নামী দামী সাট্টিফিকেটের কারখান তৈরী হয়েছে এই দেশে ....

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬

প্রামানিক বলেছেন: মামারা চাচারা এখন চাকরী দিতে চায় না। ভাগ্নেদের চাকরী দিলে মামারা ঘুষের টাকা পায় না।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০০

আহলান বলেছেন: ইহাও একটি মূল্যবান কথা বলেছেন বস ...... গিভ এন্ড টেকের যুগ বলে কথা ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.