নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

নকলবাজ উকিল ভাই বোনদের জানাই আগাম অভিনন্দন ..... !!!

০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪

আমাদের দেশে কি কোন দিনই গুনগত মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা হবে না? কোন দিনই কি সঠিক মেধার মূল্যায়ণ হবে না? সেই ছোট বেলা থেকেই দেখে আসছি যারা ট্রিকস করতে পারে তারাই জিতে যায়। সমাজে রাষ্ট্রে সর্বত্রই। নকল করে পাশ করা অমুক তমুক রাই আজ সমাজ সংস্কারক। সরকারী কর্মকর্তা ....। (সবাই নয়) আর আমরা হুকুমের গোলাম ... চাকর।

আজ পরীক্ষা দিতে গেলাম হাইকোর্টের এনরোলমেন্টের। সেখানেও দেখি নকলের মহচ্ছপ। আমার সামনেই এক মহিলা দেখি ছোট ছোট করে ফটোকপি করা উত্তর পত্র প্রশ্নের মধ্যে রেখে আপনমনে লিখে চলেছে। আর পরীক্ষকরা তার আশ পাশ দিয়ে হেটে চলে যাচ্ছে। আর নকল বা অসদুপায় অবলম্বন রোধে তারা কি করেছেন? মোবাইল, ব্যাগ , কোন ইলেকট্রনিক্স ডিভাইস সংগে না রাখার ঘোষনা দিয়েছেন। অথচ আশে পাশে সবাই দেখি ঠিকই এনলগ কায়দায় বিদ্যা জাহির করে যাচ্ছেন। তাহলে আমরা এতো কষ্ট করে পড়লাম কেন ? এই নকলবাজরা তো ঠিকই পাশ করে হাইকোর্টের সনদ নিয়ে বিরাট উকিল হিসাবে দুই দিন পরেই বড় বড় জ্ঞ্যানের বুলি কপচাবে ... আর আমরা মূর্খরা মূর্খই থেকে যাব .....

ধিক্কার জানাই এমন পরিবেশের, এমন ব্যবস্থার ... যেখানে মেধার মূল্যায়ন হয় না, হয় ধূর্ততার মূল্যায়ন .....
আর এভাবে মুখস্ত করা ড্রাফটিং খাতা ভরে উগরে দিতে পারলেই কি ভালো ল প্র্যাকটিশনার হওয়া যায় ... !!!

পুরো ব্যপারটাই ফানি ...

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:


" পুরো ব্যপারটাই ফানি ... "

আপনাকে ফানের মাঝে রেখে ওরা চাকুরীটা নিচ্ছে?

০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

আহলান বলেছেন: হ রে ভাই ... খেলতে খেলতে শিখা ... পেলে গুরুপ ...

২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮

নতুন বলেছেন: স্কুলের পোলাপাইনে নকল করে সেটা না বুইঝাই করে...

এই রকম পযা`য়ে যাইয়াও যারা নকল করা ছাড়তে পারে না তাদের বিবেক বোধ কোথায় বুছেন তা হলে...

আর এতো আইনপইড়া এটা যানে না যে নকল করছে সেটা অন্যায়... :(

০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

আহলান বলেছেন: সেটাই চিন্তা করেন ... বিবেক বুদ্ধি কোথায় গিয়ে ঠেকছে ...

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

সায়ানাইড সাকিব বলেছেন: ইল্লত যায় না ধুইলে, খাছলত যায় না মরলে :D :P

০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

আহলান বলেছেন: ঠিক .... বলেছেন

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


ওকালতি করার জন্য কেহ আবার পড়ে নাকি, নকল তো করবেই

১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫

আহলান বলেছেন: এই জন্যই তো মক্কেলের চেয়ে উকিল বেশী ......

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৮

আজমান আন্দালিব বলেছেন: হাইকোর্টের এনরোলমেন্ট পরীক্ষা পিএসসি কর্তৃক নেওয়া উচিত। কী আজব এক অবস্থা! যারা আইনের জামিনদার তারা যেনতেন ভাবে আইন পাশ করে চলে আসে। আদালতে গেলে দেখা যায় বিচার প্রার্থীদের চেয়ে কালো গাউন পরা মানুষের সংখ্যা অধিক। আইনের তর্কবিতর্কের চেয়ে দরকষাকষিতেই তারা সক্রিয় বেশি।

১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩

আহলান বলেছেন: এটাও একটি দিক, যেটা নিয়ে আসলে বৈপ্লবিক পরিবর্নের কথা কেউই চিন্তায় আনে না .. এভাবে আসলে মেধা বা যোগ্যতার বিচার হয় না .... এটাই আমার মূল বক্তব্য। পিএসসি নিলেও হল পরিদর্শক তো থাকবেই। তারা যদি সামনে বসে গপ্প করে আর পিছনে বসে যদি সব টুকাটুকি করে তাহলে পিএসসিই বা কি করতে পারবে .. এমন পদ্ধতিতে পরীক্ষা নিতে হবেযেটা কর্মক্ষেত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সত্যিকারের জ্ঞ্যান বা মেধা বের হয়ে আসে।
এই যে তিনটা ড্রাফট মুখস্ত লিখতে হয়, বাস্তব আইন পেশায় কি কেউ ড্রাফট মুখস্ত লেখে নাকি পূর্ববর্তী কোন ড্রাফট দেখে কপি পেষ্ট মারে? হুজুরাদালতের সামনে কি মুখস্ত কিছু বলতে হয়, নাকি বই দেখে দেখে আইনের পর্যালোচনা ও উপস্থাপন করতে হয়? সুতরাং এইসব মুখস্ত বিদ্যা যাহির করার পদ্ধতিতে পরীক্ষা নিলে আসলে মেধার কি যাচাই হয় তা তারাই ভালো জানেন ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.