নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলাবাগানে দুজন নাগরিককে গতকাল সন্ধ্যায় হত্যা করা হয়। তাদের দুজনের মধ্যে একজনের পরিচয় জুলহাজ মান্নান, তিনি ইউএসএআইডি-র কর্মকর্তা ছিলেন। অপর জন নাট্য কর্মি। জনাব জুলহাজের পাশাপাশি আরো একটি পরিচয় ছিলো, তিনি সমকামী ও হিজড়াদের অধিকার বিষয়ক সাময়িকী রুপবান এর সম্পদনার সাথেও জড়িত ছিলেন।
যে কোন হত্যাকন্ডই আমাদের দেশে তথা সারা বিশ্বেই অপরাধ হিসেবে গন্য। কেউ যদি হত্যা করার কাজে মদদ যোগায় তবে সে-ও অপরাধী। সেই মোতাবেক জুলহাজও একজন অপরাধী ছিলেন। কারণ বাংলাদেশে সমকামী আইনতঃ দন্ডনীয় অপরাধ হিসাবে স্বিকৃত। তিনি সেই সমাকামীদের অধিকার আদায়ে সচেষ্ট ছিলেন অর্থাৎ তিনি একটি অপরাধকে লালন, আশ্রয়, প্রশ্রয় অর্থাৎ মদদ যুগিয়ে আসছিলেন। কিন্তু তার বিরুদ্ধে আ্ইনের কোন প্রয়োগ হয় নাই। বেইনি সংগঠনের সাথে জড়িত থেকে তারা এতদিন মুক্ত বাতাসে কিভাবে ছিলো এবং এদের সমর্থকেরাও এখনো কিভাবে আইনের আওতায় গ্রেফতার হচ্ছেন না, সেটাই প্রশ্ন।
আমি বলছি না যে এর ফলে তিনি খুন হয়েছেন, এটা ঠিক আছে। মোটেও ঠিক হয়নি। এই দেশে বেঁচে স্বাভাবিক নিয়মে বেঁচে থাকার অধিকার প্রত্যেক নাগরিকের আছে। হত্যাও এই দেশে একটি মারাত্মক অপরাধ। অচীরেই অপরাধীরা ধরা পড়ুক এবং সঠিক বিচার হোক- এটা সবাই প্রত্যাশা করে।
আমার এই লেখার উদ্দেশ্য হচ্ছে, সরকারের উচিৎ যারা রুপবান সংক্রান্ত কার্যক্রম এর সাথে জড়িত বা সমর্থন করেন, তারা যে বাংলাদশের আইন অুনযায়ী আইন বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত, সেটার ব্যপারে সচেতনতা বৃদ্ধি করা।
সমকামীতা সংক্রান্ত বাংলাদেশে প্রচলিত আইনঃ
বাংলাদেশের আইনে সমকামিতা বর্তমান বিশ্বে অনেক দেশই সমকামিতাকে বৈধতা দিলেও বাংলাদেশে এটি অপরাধ। বাংলাদেশের আইন সমকামিতাকে এখনো প্রকৃতি বিরুদ্ধ মনে করে যাবজ্জীবন কারাদন্ডের শাস্তি প্রদান করে। বাংলাদেশ দন্ডবিধির ৩৭৭ ধারায় বলা হয়েছে যে, যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে কোনো পুরুষ, নারী বা জন্তুর সাথে প্রকৃতিক নিয়মের বিরুদ্ধে যৌন সহবাস করেন, সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদন্ডে বা দশ বছর পর্যন্ত কারাদন্ডে দন্ডিত হবেন এবং তদুপরি অর্থদন্ডেও দন্ডিত হবেন। এ ধারায় বর্ণিত অপরাধীরূপে গণ্য হবার জন্য যৌন সহবাসের নিমিত্তে অনুপ্রবেশই যথেষ্ট বিবেচিত হবে। [Section 377. Unnatural offences– Whoever voluntarily has carnal intercourse against the order of nature with any man, woman or animal, shall be punished with imprisonment for life, or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine. Explanation– Penetration is sufficient to constitute the carnal intercourse necessary to the offence described in this section.] এখন প্রশ্ন আসতে পারে প্রকৃতি বিরুদ্ধ বলতে কি বুঝানো হয়েছে? এই আইনের ব্যাখ্যায় বলা হয়েছে – “The unnatural offenses are two: {a} Sodomy and {b} bestiality. Sodomy consists of penetration per anus with another person. Bestiality can be committed either by a male or female human being with an animal.” মূলত এই ধারার অধীনে এখন পর্যন্ত বিভিন্ন মামলাতে পায়ুকাম এবং পশ্বাচারকেই (পশুর সাথে যৌনসঙ্গম) অস্বাভাবিক অপরাধ অর্থাৎ “অর্ডার অব ন্যাচার” পরিপন্থি হিসেবে গণ্য করা হয়েছে।
বাংলাদেশের আইনে সমকামিতা বর্তমান বিশ্বে অনেক দেশই সমকামিতাকে বৈধতা দিলেও বাংলাদেশে এটি অপরাধ। বাংলাদেশের আইন সমকামিতাকে এখনো প্রকৃতি বিরুদ্ধ মনে করে যাবজ্জীবন কারাদন্ডের শাস্তি প্রদান করে। বাংলাদেশ দন্ডবিধির ৩৭৭ ধারায় বলা হয়েছে যে, যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে কোনো পুরুষ, নারী বা জন্তুর সাথে প্রকৃতিক নিয়মের বিরুদ্ধে যৌন সহবাস করেন, সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদন্ডে বা দশ বছর পর্যন্ত কারাদন্ডে দন্ডিত হবেন এবং তদুপরি অর্থদন্ডেও দন্ডিত হবেন। এ ধারায় বর্ণিত অপরাধীরূপে গণ্য হবার জন্য যৌন সহবাসের নিমিত্তে অনুপ্রবেশই যথেষ্ট বিবেচিত হবে। [Section 377. Unnatural offences– Whoever voluntarily has carnal intercourse against the order of nature with any man, woman or animal, shall be punished with imprisonment for life, or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine. Explanation– Penetration is sufficient to constitute the carnal intercourse necessary to the offence described in this section.] এখন প্রশ্ন আসতে পারে প্রকৃতি বিরুদ্ধ বলতে কি বুঝানো হয়েছে? এই আইনের ব্যাখ্যায় বলা হয়েছে – “The unnatural offenses are two: {a} Sodomy and {b} bestiality. Sodomy consists of penetration per anus with another person. Bestiality can be committed either by a male or female human being with an animal.” মূলত এই ধারার অধীনে এখন পর্যন্ত বিভিন্ন মামলাতে পায়ুকাম এবং পশ্বাচারকেই (পশুর সাথে যৌনসঙ্গম) অস্বাভাবিক অপরাধ অর্থাৎ “অর্ডার অব ন্যাচার” পরিপন্থি হিসেবে গণ্য করা হয়েছে।
২| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৩
মানবী বলেছেন: "আমার এই লেখার উদ্দেশ্য হচ্ছে, সরকারের উচিৎ যারা রুপবান সংক্রান্ত কার্যক্রম এর সাথে জড়িত বা সমর্থন করেন, তারা যে বাংলাদশের আইন অুনযায়ী আইন বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত, সেটার ব্যপারে সচেতনতা বৃদ্ধি করা। "
- আমার ধারনা এসময় সরকারিভাবে রুপবান সমর্থন বা বিরোধিতা কোনটাই করা অনুচিত। একটি নৃশংস হত্যাকান্ডের প্রেক্ষিতে এই ইস্যুটি হাইলাইট করা হলে তা হত্যাকারীদের উৎসাহিত করা হবেমাত্র।
হিজড়াদের অধিকারে আদায়ে যেকোন কাজের প্রতি সমর্থন আছে তবে হিজড়াদের সাথে সাধারন নারী পুরুষের সমকামিতাকে এক করে দেখার পক্ষে নই। খুব সম্ভঃবত সমকামিতাকে বৈধতা দেবার জন্যই পশ্চিমা দেশে হিজড়াদের সাথে সমকামীদের এক গ্রুপে বিবেচনা করার প্রথা শুরু হয়েছিলো। হিজড়ারা সৃষ্টি কর্তার এক অন্যরকম সৃষ্টি, বেচারা সমকামীরাও তাই.... এমন একটি মানসকিতা সৃষ্টির উদ্দেশ্যে হয়তো এভাবে তাদের এক ছাঁচে ঢেলে দেয়া.. যদিও তা অন্যায়।
পোস্টের জন্য ধন্যবাদ আহলান।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০০
আহলান বলেছেন: হ্যা, আপনার কথাও আমি মনে করি যুক্তিসঙ্গত। আমি আসলে বলতে চাচ্ছিলাম যিনি নিহত হয়েছেন তার বিচার আইন অনুযায়ী হবে, আর যারা এই সংগঠনের জন্য কাজ করছেন সেটা যে এই দেশের আইন পরিপন্থি, এখনই সেটা সবাই অনুধাবন করুক। নচেৎ এমন ইস্যুতে আবারো কোন দুর্ঘটনা ঘটতে পারে, যায় কারোরই কাম্য নয়। ধন্যবাদ আপনাকেও .।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৬
অেসন বলেছেন: এই লেখাটি গতকাল লিখলে আপনাকে সমর্থন করতাম। কিন্তু আজ এই লেখা প্রকারান্তরে খুনিদের সমর্থন করা। আইন বিরোধী কোন কাজের শাস্তি কোন ব্যক্তি বা গোষ্ঠী দিতে পারে না।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৫
আহলান বলেছেন: ব্যক্তি বা গোষ্ঠিকে তো শাস্তি দিতে আহবান করিনি ব্রাদার। বলেছি রুপবান গোষ্ঠি যে দেশের আইন বিরোধী, এই ব্যপারে সোচ্চার হওয়ার জন্য বলেছি। খুনিকে সমর্থন করার তো প্রশ্নই উঠে না। সে কথাও বলা আছে পোষ্টে।
৪| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৫
প্রামানিক বলেছেন: আমার এই লেখার উদ্দেশ্য হচ্ছে, সরকারের উচিৎ যারা রুপবান সংক্রান্ত কার্যক্রম এর সাথে জড়িত বা সমর্থন করেন, তারা যে বাংলাদশের আইন অুনযায়ী আইন বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত, সেটার ব্যপারে সচেতনতা বৃদ্ধি করা।
২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫
আহলান বলেছেন: ধন্যবাদ ভাই ... কি পয়েন্ট এটাই ... !
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৬
অথঃপর আমি বলেছেন: তাহলেকি জনাব জুলহাস মান্নান স্ত্রী সহ খুন হয়েছেন!!