নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

আম খাইয়ো জাম খাইয়ো তেঁতুল খাইয়ো না ... অল্প বয়সে প্রেম কইরো, বিয়া কইরো না ...!

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১০:০৩



নব্বইয়ের দশকে কুদ্দুস বয়াতির কটি প্রচারণা মূলক গান প্রায়ই বিটিভিতে পরিবেশন করা হতো। গানটি ছিলো এই রকম-
আম খাইয়ো জাম খাইয়ো তেঁতুল খাইয়ো না
অল্প বয়সে বিয়া কইরা প্রাণে মইরো না।
ও মাইয়া তুই বিয়া করিস না
কাঞ্চা বাঁশে ধরবো যে ঘুণ, তুমি বাঁচবা না.....

এই গান সেই সময় বেশ জনপ্রিয়তা অর্জ ন করেছিলেন। বাল্যবিবাহ বিরোধী প্রচারণাতে এই জনসচেতনতামূলক বিজ্ঞাপন প্রচারিত হতো।

আমাদের একই অঙ্গে কত রুপ সেটাই বুঝে পাই না। একদিকে বাল্যবিবাহ রোধে আমরা কঠিন সোচ্চার। আমি আমার বোন আমার মেয়ে কাওকেই বাল্য বিবাহ হতে দিবো না। ক্যাম্পেইন করে এর গতি আমরা রোধ করবই। তার কিছু নমুনা -
এভাবেই আমরা বাল্য বিবাহকে নিরুৎসাহিত করছি। যেনো সমাজ থেকে বাল্য বিবাহ উঠে যায়। একটি নাবালিকা মেয়ে যেনো পরিপূর্ণ নারীতে পরিণত হয়ে উঠে পারে। সে যেনো সমাজ সংস্কৃতি সম্পর্কে সংসারে ঢোকার আগেই অবগত হতে পারে। অপরিণত বয়সে কেউই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, ফলে সে ভুল করে। আর এই ভুলের মাশুল দিতে হয় সারা জীবন ধরে .... সমাজের এই সব অসংগতি নির্মুলেই আমরা সমাজ থেকে বাল্য বিবাহ প্রথা তুলে ফেলতে স্বচেষ্ট। পক্ষান্তরে আরেক বিজ্ঞ মহল আছেন যারা বাল্য বিবাহ রুখে দিতে চাইলেও বাল্য প্রেমকে উৎসাহিত করতে ব্যপক আগ্রহী ....



কেনো এইসব কারণে ছাত্র ছাত্রীকে স্কুল থেকে বহিষ্কার করা হচ্ছে, কেন তাদের এই প্রকাশ্য প্রেমকে সম্মান দেয়া হচ্ছে না, স্বিকৃতী দেয়া হচ্ছে না, এটা ভেবে তারা আকাশ থেকে পড়ছেন! তাদের কথা মতো বাল্য বিবাহ নিষিদ্ধ, কিন্তু বাল্য প্রেম বৈধ - এবং তা করতে দিতে হবে, নইলে মন মানসিকতা সেকেলে থেকে যাবে, ঠিক মতো মনের বিকাশ ঘটবে না - সত্যি সেলুকাস কাগু! এই দেশের মানুষেরা বড়ই বিচিত্র .... তুমি অনেক আগেই তা বুঝতে পেরেছিলে .....

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১০:০৯

লক্ষ্মীছেলে বলেছেন: এই দেশের মানুষেরা বড়ই বিচিত্র .... তুমি অনেক আগেই তা বুঝতে পেরেছিলে ..... +++++++

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৫৯

আহলান বলেছেন: জ্বি .. ধন্যবাদ

২| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১০:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাল্য কালের সংগা নিয়ে ভাবতে হবে মনে হয়।

গড়ে যে ১৮ বয়সে শিশু অভিধা দেয়া তা আমাদের আবহাওয়া, মন-মনন বিকাশে কতটুকু যুক্তি সংগত তা চিন্তার বিসয়!
শীতপ্রধান ইউরোপে শারীরিক পরিপক্কতার গঠন অনেক দেরীতে হয়। আমাদের নাতিশীতোষ্ণ আবহাওয়ায় তা দ্রুতই ঘটে!
যে জন্য বহু প্রচানী শ্রুতিতে বলা আচৈ নারী কুড়িতে বুড়ি! এটা তথ্য হিসাবে উপস্থাপন (কেউ আবার ফাল দিয়া পইড়েন না)

আমাদের কালের যে ক্রমবিকাশ শৈশব, কৈশোর, তারুন্য, যৌবন এদের বয়সক্রম কেউ বলতে পারেন????

তাহলে ১৮ পর্যন্ত কিভাবে শিশু থাকে? এটা পুন:নির্নয় জরুরী। তাহলে অনেক সমস্যা কেটে যাবে।

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:০৩

আহলান বলেছেন: প্রাপ্ত বয়স্ক নারী পুরুষেও কি এভাবে প্রেম নিবেদন করতে পারে, বর্তমানে আমাদের সমাজে? পারে না। সেখানে অপ্রাপ্ত বয়স্কদের এমন প্রেমকে কিভাবে সাধুবাদ দেয়া যায়?

৩| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:২৪

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: স্বীকৃতি ছাড়া বিয়ে হয়না, বিয়েটা আসলে আইনগত নানা বাধ্যবাধকতা এবং সুবিধার জন্যও জরুরী ধর্মীয় বিধানের বাইরেও। কিন্তু প্রেমকে স্বীকৃতি দেন আর নাই দেন, প্রেম প্রেমই থাকে। আর এটা স্বাভাবিক নিয়মেই আসবে। যদি অপরিনত অবস্থায় কেউ প্রেমে ছারখার অতে নেয়, সেই অনুভুতিটা থামানো সম্ভব না, কিন্তু তার নির্দিস্ট কিছু পদক্ষেপে নিয়ন্ত্রণ আরোপ করা যায়। মারামারি পিটাপিটি বকাবকি অথবা বহিস্কার সমাধান না।

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:০৫

আহলান বলেছেন: সাধুবাদ দেয়াটাও সমাধান না .... বরং তাতে আরো সমাজ বিগড়াবে ... কি বলেন?

৪| ০৫ ই জুন, ২০১৬ রাত ১২:৩৩

বিপরীত বাক বলেছেন: বাল্য প্রেম

মধুর প্রেম

০৫ ই জুন, ২০১৬ সকাল ৯:৪৯

আহলান বলেছেন: বলেছেন সহিহ ... ! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.