নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

অল্প সময়ে কিছু ফলদায়ক আমল, যা আপনার আখেরাতের পাথেয়কে বৃদ্ধি করবে!!

২৯ শে মে, ২০১৮ সকাল ১০:১০

পবিত্র রমজান মাস এবাদতের মাস। মানুষ এবাদতের মাধ্যমে আল্লাহকে বেশী বেশী করে স্মরণ করে নিজের আখেরাতের উন্নতি সাধন করবে, এটাই প্রত্যাশিত। কিন্তু মসজিদে লক্ষ্য করলে দেখা যায়, অধিকাংশ মুসল্লিই পুরো ১১ মাস যেভাবে যে পরিমান সালাত আদায় করেন, রোজার মাসেও তাই আদায় করেন। অনেকে জানেনও না যে কখন কোন সালাত আদায় করলে কি ফায়দা আছে। তাই নিম্নে দুটো সালাতের ফজিলত বর্ণনা করা হলো। যদি কেউ নিজের এবাদত বৃদ্ধি করতে চান, তাহলে অনুসরণ করতে পারেন।


(১) বিতরের নামাজের পর দুই রাকাত সালাত বা হালকি নফল সংক্রান্ত হাদিসঃ

মুহাম্মাদ ইবনে বাশশার (রাঃ) ...... উম্মু সালামা (রাঃ) থেকে বর্ণিত, নবী (সাঃ) বিতরের পরে বসে দুই রাকাত সালাত সংক্ষেপে আদায় করতেন। ( সুনানু ইবনে মাজাহ, হাদিস নং-১১৯৫)


(২) ৬ রাকাত আওয়াবিন নামাজ সংক্রান্ত হাদিসঃ

আলী ইবনে মুহাম্মদ (রাঃ) ......... আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। নবী (সাঃ) বলেছেন, যে ব্যক্তি মাগরীবের পরে ছয় রাকাত সালাত আদায় করবে এবং এর মাঝে কোন মন্দ কথা বলবে না, তাকে বারো বছরের এবাদতের ছাওয়াব দেয়া হবে।
( সুনানু ইবনে মাজাহ, হাদিস নং-১১৬৭)

আমরা অধিকাংশ মুসল্লিগনই মাগরীব এর সালাত এবং এশার ওয়াক্তে বিতরের সালাত আদায় করেই উর্দ্ধশ্বাসে মসজিদ থেকে বেরিয়ে যাই। এমনকি যারা উপরোক্ত সালাত আদায় করার জন্য নিয়্যেত বাঁধেন, তাদের সামনে দিয়েই অতি বিরক্তিভরে মসজিদ থেকে বেরিয়ে যাই।
ভাইসব! দমটা চলে গেলে আর কিন্তু এসব এবাদতের সুযোগ পাবেন না। তাই সময় থাকতে নিজের আমল বৃদ্ধি করুন। এখন অভ্যাস করলে, পরবর্তিতে আর ছুটবে না। আপনার দেখাদেখি আরো দশজন আমলে উৎসাহি হবে .... যাযাকাল্লাহু খাইরান।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:৫৭

আহলান বলেছেন: এমন পোষ্ট কেনো প্রথম পাতায় স্থান পায় না? বিবেচনার ক্যাটাগরী কি?

২| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৩

বিজন রয় বলেছেন: আপনার খবর কি?

নতুন পোস্ট দিন।

১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৫

আহলান বলেছেন: কোন এক কারণে আমি আজ জেনারেল ভাই! তাই পোষ্ট প্রথম পাতায় স্থান পায় না, তাই মন খারাপ করে আর লেখাও হয়না ...

৩| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৩

শামচুল হক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

আহলান বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১২

আলামিন১০৪ বলেছেন: আমার মনে হয় নামাজে আমরা যে সব দোয়া/সুরা পড়ি তাঁর অর্থ জানা অত্যন্ত জরুরী কেননা রাসুল (সঃ) অর্থ জানতেন। আর তাতে মনোযোগও স্বর্তফূর্তভাবে আসবে। তা না হলে নামাজের ভিতরে শয়তান সহজে অন্য চিন্তা প্র্রবেশ করাবে। সুরা মাউন দেখুন।
ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ٥
So woe to those ˹hypocrites˺ who pray, yet are unmindful of their prayers;

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.