নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

প্রতি সোম ও বৃহস্পতিবারে আছরের পর মসজিদে নববীর পরিচিত দৃশ্য !

১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৮



আপনি যদি মদিনা শরীফে মসজিদে নববীতে সোম বারে এবং বৃহস্পতি বারে আছরের নামাজের পর মাগরীবের নামাজ পর্যন্ত অবস্থান করেন, তাহলে আপনি দেখতে পাবেন কত সুন্দরভাবে তাঁরা মুসল্লিদের জন্য ইফতারের আয়োজন করে। আপনি বসে আছেন, আপনার সামনে দিয়ে প্লাস্টিকের চাদর বিছিয়ে দেবে। যেনো নামাজের জায়গা পরিষ্কার থাকে। তার পর কার্টন ভর্তি প্যাক করা পানির বোতল, খেজুর, দট দই, সবার সামনে সামনে দিয়ে যাবে। সে এক মনোহর দৃশ্য। রাসুল (সাঃ) এঁর রওজার পাশে বসে, মদিনার মেহমান হয়ে ইফতার করছেন, ভাবতেই আবেগ আপ্লুত হয়ে ওঠে অনেকে। প্রতি সোম এবং বৃহস্পতি বারে এই ব্যবস্থা। কে রোজা আছে কে নাই, সেটা তো আর জানা যায় না, তবে প্রায় মুসল্লির সামনেই থাকে এই ইফতারির আয়োজন। কারণ নবী করিম সাঃ এই দুই দিন রোজা রাখার ব্যপারে বলে গেছেন।
মা আয়ি’শাহ (রা.) বলেন, ‘আল্লাহর রাসুল (সাঃ) সোমবার ও বৃহস্পতিবার দিন রোযা রাখাকে প্রাধান্য দিতেন।’ (তিরমিযী : ১০২৭)।
আবু কাতাদাহ আনসারী রাদিয়াল্লাহু আ’নহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) কে সোমবার দিন রোজা রাখার কারণ জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন, ‘এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম এবং এই দিনেই আমাকে নবুওয়াত প্রদান করা হয়েছিলো অথবা, এই দিনে আমার উপর (ক্বুরআন) নাযিল করা হয়েছে।’ (সহীহ মুসলিম : ১১৬২)।
আবু হুরাইরাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সাঃ) সোমবার ও বৃহস্পতিবার দিন রোযা রাখতেন। একদিন তাঁকে এর কারণ জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসুল (সাঃ)! আপনি সোমবার ও বৃহস্পতিবার দিন রোযা রাখেন কেনো? তিনি বললেন, আল্লাহ তাআ’লা সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন প্রত্যেক মুসলমানের গুনাহ ক্ষমা করেন। কিন্তু পরস্পর সম্পর্ক ছিন্নকারী সম্পর্কে (আল্লাহ বলেন), তাদেরকে ছেড়ে দাও, যতক্ষণ পর্যন্ত না তারা নিজেদের মধ্যে সমঝোতা স্থাপন করে। (ইবনে মাজাহ : ১৭৪০)।

রাসূল (সা.) বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর নিকট বান্দার আমল পেশ করা হয়। তাই আমি পছন্দ করি যে, রোযা থাকা অবস্থায় যেন আমার আমলনামা (আল্লাহর) কাছে পেশ করা হয়। (তিরমিযী : ৭৪৭)।

আমাদের দেশের কোন মসজিদে এমন ভাবে প্রতি সোম ও বৃহস্পতিবারে এমন ইফতারের আয়োজন হয় বলে আমার জানা নাই।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৫

সোনাগাজী বলেছেন:


বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা সম্ভব হলে মদীনায় বসবাস করা উচিত।

২| ১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৬

সোনাগাজী বলেছেন:



আপনি ওখানে থেকে যান; বাংলাদেশে থাকলে, সোমবার ও বৃস্পতিবারে মদীনা গিয়ে ইফতার করে আসবেন।

১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৩

আহলান বলেছেন: আল্লাহ আপনার কথা কবুল করুন। আমিন!!

৩| ১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: ফ্রি খাবার দাবার আমার খুব পছন্দ।

১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৫

আহলান বলেছেন: সবারই পছন্দ! তবে এই ক্ষেত্রে যাঁরা এই ইফতারের আয়োজন করছেন নিয়মিত, তাঁরা আল্লাহর সম্তুষ্টির দিকে খেয়াল রেখেই করছেন। দুনিয়াবি কোন স্বার্থ হাছিলের জন্য নয়।

৪| ১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৮

আলামিন১০৪ বলেছেন: কিছু লোকজন আছে, অহেতুক খোঁচা মেরে মন্তব্য করে। এদের সম্ভবত জন্ম পরিচয়ে ঘাপলা আছে ।

৫| ১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৭

নতুন বলেছেন: মানুষ ঐ খানে পানি কিনে রাস্তার পাশে রেখে দেয় যাতে অন্য মানুষ পান করে তিয়াশ মেটাতে পারে।

দেশের মুসলমানেরা বাংলাদেশে এমনটা করেনা কেন?

৬| ১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৮

নাহল তরকারি বলেছেন: সোনাগাজী ও রাজীব নুর ভাই। আমি মানুষ কে খাওয়াই। বাসার নিচে বিড়াল আছে। তাকে এক টুকরা করে মাছ থাওয়াই। আসুন, আমরা সবাই মিলে একে ওপর কে খাওয়াই।

সোনাগাজী ভাই। বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম মদিনায় থাকার সপ্ন দেখে। সেখানে মৃত্যু বরণ করার সপ্ন দেখে। সৌদি তো ভিনদেশীদের নাগরিকত্ব দেয় না। যদি সৌদি আরব তাদের নাগরিকত্ব দিতো, বিশ্বের সকল মুসলিম সেখানে ভীড় করতো, যেমনটি ইহুদীরা ইজরাইলে করতে চায়।

৭| ১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৯

নাহল তরকারি বলেছেন: আমার কমেন্ট কে, কেউ নেগেটিভ নিবেন না।

৮| ১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

সোনাগাজী বলেছেন:


@নাহল তরকারি,

আপনার আয় আছে, নাকি বাবার পয়সা থেকে মানুষ ও বিড়ালকে খাওয়ান?

৯| ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২২

বিজন রয় বলেছেন: সুন্দর।

বাংলাদেশে এমনটি হতে পারতো।

১০| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩২

সোনাগাজী বলেছেন:


@নাহল তরকারি বলেছেন, " সোনাগাজী ও রাজীব নুর ভাই। আমি মানুষ কে খাওয়াই। বাসার নিচে বিড়াল আছে। তাকে এক টুকরা করে মাছ থাওয়াই। আসুন, আমরা সবাই মিলে একে ওপর কে খাওয়াই।

সোনাগাজী ভাই। বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম মদিনায় থাকার সপ্ন দেখে। "

-আপনি ভবের চরে থাকেন তো, ওখানকার "বিশ্ব"তে আপনার মতো লোকজন বাস করেন।

১১| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৪৮

ডঃ এম এ আলী বলেছেন:



এই জন্যইতো ১২৫ কিমি জুড়ে সেখানে পাওয়া গেছে সোনার খনি! মাটি খুঁড়লেই মিলছে তাল তাল সোনা,
আল্লার দান মুল্যবান সোনাদানা এসেছে পশ্চিম এশিয়ার ধনী দেশ সৌদি আরবের পবিদ্র মদিনার পাদদেশে :)

এই পোষ্টের শুরুতে হয়েছে বলা মদিনা শরীফে প্রতি সোমবার ও বৃহস্পতিবার আছরের
নামাজের পরে ইফতারী নিয়ে ঘটে যাওয়া বিষয়ের বিবরণ, সাথে সোমবার ও বৃহস্পতি বারে
নফল রাখার জন্য বিখ্যাত তিরমিজি , সহিহ মুসলিম ও ইবনে মাজায় বর্ণিত হাদিসের সুত্র
ধরে নফল রোজা রাখার ফজিলত নামা । অবশ্যই এটা পুণ্য ও বরকত ময় তাতে কোন
সন্দেহ নাই ।

এখানে এই পোষ্টে শুরুতে বলা আসর শব্দটির প্রতি দৃষ্টি বেশী আকৃষ্ট হয়েছে । উল্লেখ্য পবিত্র কোরানে আসর
নামে একটি মহামুল্যবান সুরা নাযিল হয়ে কোরানে এসেছে । এই আসর সুরাটিতে আছে তিনটি মহামুল্যবান
আয়াত যথা-
১. শপথ অপরাহ্নের;
إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ
২. নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত;
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
৩. কিন্তু তারা ব্যতীত, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং
পরস্পরকে উপদেশ দেয় সত্যের এবং উপদেশ প্রদান করে ধৈর্য্যের৷

উল্লেখ্য এই সূরাটিকেই চিন্তা ভাবনা সহকারে পাঠ করলে পাঠকারীর ইহকাল ও পরকাল
সংশোধনের জন্যে যথেষ্ট হয়ে যাবে। এ সূরার বক্তব্য অনুসারে, আল্লাহ যুগের কসম করে বলেন
মানবজাতি অত্যন্ত ক্ষতিগ্রস্ত এবং এই ক্ষতির কবল থেকে কেবল তারাই মুক্ত আছে, যারা চারটি
বিষয় নিষ্ঠার সাথে পালন করে: ঈমান বা স্রষ্টার প্রতি বিশ্বাস, সৎকর্ম, অপরকে সত্য বলে
ধৈর্য্য ধারনের উপদেশ দান করে।
তাই আল্লাহ তায়ালার মহান বাণী আনুযায়ী সুরা আসরের আয়াতে বর্ণিত বিষয় ৪টি নিষ্ঠার সহিত পালন করা হলে
অনেক বেশী ফজিলত ও কল্যান বয়ে আনবে ব্যক্তি পর্যায় হতে শুরু করে , সমাজ , দেশ ও বিশ্বমানবতা জুরে
ইহকালে ও পরকালে ।

১২| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৫০

ডঃ এম এ আলী বলেছেন:
নফল রাখার হবে নফল রোজা রাখা

১৩| ১২ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৩

ঢাবিয়ান বলেছেন: চমৎকার আয়োজন । ভাল লাগলো দেখে

১৪| ১২ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো খবর। ভালো লেগেছে আমার। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

১৫| ১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানিতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.