নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়ার্ডপ্রেসে আগে একটা ব্লগ এখন আর না এই নামেই ছিল । তাই সে নামই রাখলাম । আমার ব্লগ লেখা পাগলা ।

লেখা পাগলা

একজন সাধারন মানুষ,বাংলাদেশের একজন অসচেতন নাগরিক ।

লেখা পাগলা › বিস্তারিত পোস্টঃ

কবিতা সকলের প্রিয় নগ্নটা

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ২:২৩



সকলে তোমার রূপে খোঁজে লালসা
আমি খুঁজি সেখানে স্নেহের আদর ভরা ভালোবাসা ।
ওরাই আবার তোমার বুকে খোঁজে অমৃত কোন হিংসটা
আমি খুঁজি সেখানে ছোট একটি শিশুর বেঁচে থাকার শেষ ঠিকানাটা ।
তোমার দেহে ওরা খুঁজে ওদের খিদে নিবারনের জায়গটা,
আমি দেখি মায়া ভরা সে দেহে একটি মায়ের মমতা ।
ওরা চায় করতে তোমাকে খুন
আমি বলি তোমায় বেঁচে থাকতে হবে বোন।
ওরা চায় তোমায় দিয়ে ওদের গরম রক্ত ঠাণ্ডা করে নিতে,
ওরা চায় তোমায় অপবিত্র করতে,
ওরা চায় তোমায় ধংস করতে,
আমি চাই পৃথিবীর যত পবিত্রটা তা দিয়ে তোমায় ভরিয়ে রাখতে ।
ওরা দেখে তোমার মাঝে ওদের ধর্ষণের দৃশ্যটা
আমি দেখি তোমার মাঝে এক মায়ের এক আদর ভরা স্নেহের স্পর্শটা।
যে নামে তোমাকে চিনে যতটা,
তুমি হলে সকলের প্রিয় নগ্নটা

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ২:২৯

আরিয়ান রাইটিং বলেছেন: ভাল একটি কন্সেপ্ট।ভাল লাগল।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৩:১১

লেখা পাগলা বলেছেন: শুভময় হোক আপনার সারাটি জীবন।

২| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ২:৩৫

এস আই সুমন বলেছেন: ভাল লিখেছেন
ধন্যবাদ

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৩:১৩

লেখা পাগলা বলেছেন: অনেক অনেক শুভকামনা থাকলো।

৩| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৩:০২

হাকিম৩ বলেছেন: খুব গোছালো লেখা ভালো লাগল।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৩:১৪

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ হাকিম ভাই।

৪| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৩:৩৩

একটি পেন্সিল বলেছেন: দারুন কাব্য।

০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৬

লেখা পাগলা বলেছেন: শুভ সকাল ।

৫| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৩:৫১

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর কাব্য । +

০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৭

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ ভাই শুভ সকাল।

৬| ০১ লা অক্টোবর, ২০১৬ ভোর ৪:২১

ভ্রমরের ডানা বলেছেন: সুন্দর কবিতার সাথে মানানসই ছবিটা বেশ ভাল লাগল।

০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৮

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ শুভ সকাল ।

৭| ০১ লা অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৮

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল কাব্য।

০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩০

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ শুভ সকাল।

৮| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৮:১১

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য ।

০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৩

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা রইল ।

৯| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৭

ঝালমুড়ি আলা বলেছেন: ভালো কাব্য রচনা ।

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৪

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ।

১০| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ২:১৪

জাহিদ রুবেল বলেছেন: অসাধারণ লিখেছেন

০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৯

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ শুবেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.