![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে মতো হাসিয়ে দেয়
চোখের জলে কাদায়
সাদা কালোয় চোখ জলসিয়ে
আলোটাকেই দেখায়।
ছাইয়ের মাঝে যে প্রতিভা
মূল্য তাহার নাই,
ইত্যাদি তা জাগিয়ে তুলে
সরূপ ফিরে পায়।
বিনোদনের মহা ঔষধ
ইত্যাদি তার নাম,
হিরে মানিক হাজার দিলেও
শোধ হবে না দাম।
সেথায় আছে জ্ঞানের মশাল
দরিদ্র আর অসহায়ে দৃষ্টি,
মনের মাঝে তৈরী হয় মানবতার সৃষ্টি।
দোষী আছে দোষে ভরা গুনে ভরা গুনী
রীতি নীতি সচেনতায়
বাঙ্গালী তাই ইত্যাদিতে ঋণী।
২| ১৮ ই মে, ২০১৬ সকাল ১০:৪৯
মোবারক হুসেন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৬ সকাল ১০:৫৮
শূণ্য পুরাণ বলেছেন: ইত্যাদি র জন্য বিটিভি আজো টিকে আছে,ছড়া ভাল লেগেছে।