![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“দিবা” কাব্যের প্রহসনে পদদলিত মন্থরিত স্মৃতির দেয়াল। অনুসূচনার যৌবনিক আড়ষ্টতায় অধরা লগ্নের জলছবি, নষ্ট জীবনের বিপন্ন বৃত্তে আজো আঁকি কার ছবি। সে কি তুমি ? হয়তবা!
নষ্ট হতে চেয়েছি কষ্ট পাওয়ার অনুভূতিতে,
ডুব দিয়েছি মাদকতার চুরাবালিতে।
নিয়েছি টাল-মাতাল জীবনের অনুভূতি,
সাবলীল তোমায় না পাওয়ার অনাস্বাদিত স্বাদ।
নিজেকে হারিয়েছি অতল গহ্বরে।
তাই বলে মনুষ্যত্বের ঘটাইনি স্থলন,
এখনো কবি হয়ে লিখতে পারি যদি হও তার শব্দ চয়ণ।
আবরো ফিরে আসতে পারি,যদি হতে পারো আগের মতন।
আবেগের প্রগলভতায় আসবেনা জানি, হবে না হৃদয়ে রক্ত ক্ষরণ।
তবে ভাল থাকার কেন এই মিথ্যে আয়োজন ?
থাক তুমি প্রলুব্দ প্রণয় হৃদে, অযাচিত দুঃখ হয়ে
কড়া নাড়ব না তোমার অবরুদ্ধ সুখের নীড়ে।
“দিবা” তুমিতো শুধুই দিনান্তের আভা
দেখেছিলাম বহিয়মান স্রোতধারায় আড়ষ্ট ঠোঁটের এক চিলতে হাসির মতন।
এখনো সমস্ত উষ্ণতা দিয়ে জরিয়ে রেখেছ তেমন
ভাল থাক আলিঙ্গনে তুমি চেয়েছিলে যেমন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৪
লিখন ০৩ বলেছেন: ধন্যবাদ নব পদচারনায় সাহস যোগানোর জন্য।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার কাল্পনিক অনুভূতি ভালো লাগলো। শুভ ব্লগিং।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৩
মনিরা সুলতানা বলেছেন: ব্লগের লেখক পাঠক এবং ব্লগার দলে স্বাগত !
আপনার ব্লগ জীবন আনন্দময় হোক।