নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“দিবা” কাব্যের প্রহসনে পদদলিত মন্থরিত স্মৃতির দেয়াল। অনুসূচনার যৌবনিক আড়ষ্টতায় অধরা লগ্নের জলছবি, নষ্ট জীবনের বিপন্ন বৃত্তে আজো আঁকি কার ছবি। সে কি তুমি ? হয়তবা!

লিখন ০৩

“দিবা” কাব্যের প্রহসনে পদদলিত মন্থরিত স্মৃতির দেয়াল। অনুসূচনার যৌবনিক আড়ষ্টতায় অধরা লগ্নের জলছবি, নষ্ট জীবনের বিপন্ন বৃত্তে আজো আঁকি কার ছবি। সে কি তুমি ? হয়তবা!

লিখন ০৩ › বিস্তারিত পোস্টঃ

সমীকরণ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯

সমীকরণ নয়, একটি অধ্যায় দিয়ে সূচনা করেছ তুমি
আবেগ আপ্লুত হইনি, তবু সমাপ্তির সূচাগ্র পরিমান আয়ত্ত্বে আনতে পারিনি।
নির্বিকার বহু পথ হেঁটেছি শুধু তোমার স্পর্শ আকুলতায়,
স্বপ্নের উপ্যাখানে নিয়েছি তোমার সৌরভ।
মিথ্যে নয়, প্রতিবিম্বের দীর্ঘতায় মনে হয়েছে
কাছে আসছ ধীরে-ধীরে দ্রাব্য বস্তুতে রুপান্তরিত হয়ে
কোলয়েড কণা রুপে একটি বিন্দুতে পর্যবসিত হতে।
সুব্রতার শত-স্ফূর্তায় নিয়ন আলোয় দেখেছি অপ্সরীর পূর্ণতায়।
তোমার হেঁটে চলায় দেখেছি ছন্দের পতন,
নিভাঁজ হাসির মৃদুতায় শিল্পের অহমিকা।
তোমার কক্ষ পথ থেকে কখনো বিছিন্ন হতে চাই না,
চাই তোমার অস্তিত্ত্বে প্রোথিত হতে।
প্রবেশ করতে চাই তোমার প্রতিটি স্তরে
মৃত্তিকা থেকে প্রতীমা-প্রতীমা থেকে মানবীতে,
ছুঁতে চাই তোমার অলীক কষ্টের সীমানা।
আমিও তো পরাজিত নই হে্‌ নারী অপরাজিতের হাত ধরে।
তোমার উপেক্ষায় আমিও হয়নি বিবর্ণ নীলাকাশ।
লুকোচুরি খেলায় হয়েছি পূর্ণ শশী, দুধ সাদা অন্ধকারে নয়-
খয়েরি রং এর ভালোবাসায়।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.