নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতায় পরান

কবিতায় পরান

মাহামুদুল হাসান লেলিন

কবিতা

মাহামুদুল হাসান লেলিন › বিস্তারিত পোস্টঃ

এলো এলো এলোরে বৈশাখ (কবিতা)

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

এলো এলো এলোরে বৈশাখ

মাহামুদুল হাসান লেলিন





এলো এলো এলোরে বৈশাখ

ধুয়ে মুছে যাক, ধুয়ে মুছে যাক,

না পাওয়ার গ্লানি, আর আছে যত ব্যাথা , বেদনা, রাগ ।

যেটুকু পেয়েছি, আছে যত প্রাপ্তি

তাহাই শুধু সৃতি হয়ে থাক ।

বাকিটুকু ধুয়ে মুছে যাক ।

এলো এলো এলোরে বৈশাখ

সারাদিন ঘুরবো । খাব

হরেক পদের ভর্তা,

পান্তা আর শর্ষে ইলিশ সাথে একটু খানি শাক ।

এলো এলো এলোরে বৈশাখ ।

বেড়াতে যাব বন্ধুর বাড়ি ,

সাথে নিয়ে বাঙালি রসের হাড়ি ।

কারো হাতে বাঁশি,রঙিন বেলুন সাথে বেলি ফুল,

আবার কার হাতে মাটির পুতুল

কেউ পড়েছে ফতুয়া, পাঞ্জাবী

আবার কেউ লাল পেড়ে সাদা সাড়ি।

গালে মুখে রঙের আল্পনা

যেন আজ সবাই স্বাধীন নেই কোন মানা ।

প্রকৃতি সেজেছে আজ নতুন সাঁজে

তাহার ছোঁয়াই লেগেছে সবার মাঝে ।

আনন্দ আর বৈশাখী সুরের মূর্ছনায়,

প্রকৃতির প্রেমে ব্যাকুল এখন বাঙালি হৃদয় ।

এলো এলো এলোরে বৈশাখ ।

ধুয়ে মুছে যাক, ধুয়ে মুছে যাক,

না পাওয়ার গ্লানি, আর আছে যত ব্যাথা , বেদনা, রাগ ।

যেটুকু পেয়েছি, আছে যত প্রাপ্তি

তাহাই শুধু সৃতি হয়ে থাক ।

এলো এলো এলোরে বৈশাখ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.