![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ফেণী কম্পিউটার ইন্সটিটিউটে(Gov.) এ Data telecommunication & network engineering বিভাগে ৬ষ্ঠ সেমিষ্টারে পড়ছি। আমার SSC/স্কুল – এর সববন্ধু দেশের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে পড়ছে। ছাত্র হিসেবে আমি মোটামুটিভালোই- তবে ডিপ্লোমাতে পড়ছি বলে, বন্ধুরা মাঝে মধ্যে বাঁকা চোখে দেখে।ডিপ্লোমা ইন্জিনিয়ার হতে একজন ছাত্র্রের (১০+৪=১৪) শিক্ষা বর্ষ প্রয়োজন হয়সেখানে BSC Engineering –এ লাগে (১০+২+৪=১৬) শিক্ষাবর্ষ। ডিপ্লোমাতে ভর্তিরপ্রাথমিক যোগ্যতা হচ্ছে SSC পাস অন্যদিকে ডিগ্রি ইন্জিনিয়ারিং এ HSC পাসপ্রয়োজন। ডিপ্লোমা ৪বছর মেয়াদি হওয়ার সত্যেও অনেকে বলে এটি নাকি HSC সমমানের। আমার প্রশ্ন হচ্ছে যদি ডিপ্লোমা HSC এর সমমানের হয় তবে একজনডিপ্লোমা হোল্ডার কিভাবে ২য় শ্রেণীর কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন?
জাতীয় বিশ্ব বিদ্যালয়ের দুই বছর মেয়াদি পাস কোর্স করতেও যেমন-(১০+২+২=১৪)বছর লাগে যা ডিপ্লোমার ১৪ বছরের সমমানের।.
আমার ২য় প্রশ্ন হচ্ছে, তাহলে কি পাস কোর্স ডিপ্লোমা সমমানের?
আমার৩য় প্রশ্ন হচ্ছে, যদি ডিপ্লোমা পাস কোর্সের সমমানের হয়, তবে পার্স কোর্সেরছাত্রদের ন্যায় ডিপ্লোমা ছাত্ররা সরাসরি ৩/৪ বছর মেয়াদী মাষ্টার্স কোর্সেভর্তি হতে পারে না কেন?
শিক্ষা প্রবিধান অনুসারে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার স্তর ৩টি। যথা- প্রাথমিক(১-৮), মাধ্যমিক(৯-১২), উচ্চ শিক্ষা।তাহলে ডিপ্লোমা কোন স্তরের শিক্ষার আওতায় পড়ে?
Click This Link থেকে জানতে পারি যে-
In the general education stream, higher secondary is followed by college/university level education through the Pass/Honors Graduate Courses (4 years). The masters Degree is of one year's duration for holders of Bachelor Degree (Honors) and two years duration for holders of (Pass) Bachelor Degree. Higher education in the technical area also starts after higher secondary level. Engineering, agriculture, business, medical and information & communication technology are the major technical and technological education areas. In each of the courses of study, except for medical education, a 5- year course of study is required for the first degree.
আশা করি, আমার প্রশ্ন এবং প্রশ্নের কারণ ও উৎসবুঝতেপেরেছেন।দয়াকরেউত্তরদিয়েআমাকেধণ্যকরবেন।.
টেকটিউনে আমার লেখা এই পোষ্টের মধ্যে অনেক মন্তব্য পেয়েছি। যা নিম্ন রুপ;
(১) আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য কারন আমার ও ছাত্র আছে যাদের মনে এমন প্রশ্ন আছে।
ডিপ্লোমা একটি world’s recognized education level. A level or HSC করার পরে কারিগরি ব্যবস্থায় ১ বছর পড়ালেখা করলে Technician হওয়া যায়। তারপর ১ বছর পড়ালেখা করলে Diploma certificate পাওয়া যায়। তারপর আরো ১ বছর মোট ৩ বছর পড়ালেখা করলে Heigher Diploma certificate পাওয়া যায়। তারপর ১ বছর পরে BSc এবং তার ১ বছর পরে MSc.
আমাদের দেশের HSC (12 Y) বিদেশের A level (11 Y)
BSc Engineer হতে হলে A level এর পরে ৪ বছর পড়ালেখা করতে হয়
সেই হিসাবে International standard এর Diploma certificate চাইলে HSC এর পরে ২ বছর পড়ালেখা করতে হবে। তাই Diploma ৩ বছর থেকে ৪ বছর করা হয়েছে। আর ডিগ্রী ৩ বছর। তাই Diploma Degree equivalent হয় না ।
আর একটা কথা কারিগরি ব্যবস্থার সাধারণ শিখ্যার সাথে মিলানো যাবেনা , যেমন Medical এ ৫ বছর পড়ালেখা করে তা ডিগ্রী সমতুল্য ঢাকা পিজি তে পড়ে Postgraduate হতে হয়। কিন্তু General education system এ ৫ বিছরেই Postgraduate degree পাওয়া যায়।
Diploma একটি কারিগরি Education Level general education এর সাথে এর কোন সমর্পক নেই । অধিকাংশ প্রতিষ্ঠানে General degree pass করা লোকজন Diploma Engineer er under এ কাজ করে।
বিদেশের মত বাংলাদেশেও Diploma এর পরে ২ বছর পড়ালেখা করলে BSc certificate দেয়া উচিৎ কিন্তু সমস্যা হল শিখ্যার মিডিয়াম Diploma হল বাংলা আর BSc হল English . আর Diploma student দের English এর যে ভয়াবহ অবস্থা Class a Topic ta english এ বললে সবাই হা করে তাকিয়ে থাকে তখন নিজেরঈ সন্দেহ হয় ইংলিশ লেখেছি নাকি চাইনিজ।
তবে এর জন্য তারা দায়ী নয়। দায়ী কারিগরি শিখ্যা ব্যবস্থা । এখন যারা পলিটেকনিক এ পড়ে তাদের জিপিএ ৪. ৫ এর উপরে এবং কিছু ছাড়া সবাই ভাল ছাত্র । ২ সেমিস্টার ইঞ্জিনিয়ারিং টার্ম বাংলায় পড়ালেখা করে ইংলিশ নামে যে একটা ভাষা আছে তা ভুলতে বসে । কিন্তু চাকুরী জীবন ইঞ্জিনিয়ার দের ইংলিশ ছাড়া মূল্যহীন । তাই Diploma Engineer দের আজ এই অবস্থা। Diploma engineering যখন ইংলিশ মিডিয়াম ছিল তখন কি তারা কিছু জানতেন না ? অনেক ভাল জানতেন এমন কি এখন কার BSc থেকেও।
আর একটা বিষয় Diploma engineering একটি Applied Science তাতে ভাল কিছু জানতে হলে অবশ্যই Science ar Student হতে হবে। মাদ্রাসা, কলা আর ব্যবসায় শিখ্যা ছাত্র দিয়ে পলিটেকনিক ভড়লে Diploma Engineering এর মান ধীরেধীরে Technicians দের থেকেও নিচে নেমে যাবে।
সবাইকে ধন্যবাদ
এম আরিফুল ইসলাম
ইন্সট্রাকটর
সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট
(২) সভাবতই ডিপ্লোমায় অধ্যয়নরত ছাত্রদের বাকা চোখে দেখা হয়, যেন তারা গাঙ্গের জলে ভেসে আসছে, অথচ চাকুরীর ক্ষেত্রে তারাই এগিয়ে থাকে, পাশাপাশি কারিগরী বিষয়ে দক্ষতা না থাকার কারণে অধিকাংশ ছাত্র ছাত্রীদের অনার্স মাস্টার্স শেষ করেও এখানে ওখানে ধরনা দিতে হয় একটা ভালো চাকুরীর জন্য… ডিপ্লোমা অর্জনকারীরা সাধারণ লাইন এর লোকদের দেয়া নানা বৈষম্য মেনে নিতে না পেরে বিএসসির ইঞ্জিনিয়ারিং এর সরনাপন্ন হন… এই ডিগ্রিটা নিয়ে যদি কিছুটা বৈষম্য থেকে বাচা যায়… মাথা উচু করে দাড়ানো যায়… এ বিষয়ে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন কেও নিরব ভুমিকা পালন করতে দেখা যায়… মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা কিসের সমতুল্য প্রশ্নবিদ্ধ থেকেই গেল…
(৩)আমার ধারণা যে ডিপ্লোমা ৪ বছর কোর্সে প্রথম দিক থেকে HSC আর SSC দুইটাই বোর্ড কিছু থাকে এবং বাকি কিছু ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করা হয়। এখন বর্তমানে যে হারে ছাত্র ছাত্রী সংখ্যা বেড়ে গেছে যে কেউ কেউ কলেজ থেকে পাশ করে ইউনিভার্সিটিতে যাচ্ছে আবার কেউ ডিপ্লোমা পাশ করে ইউনিভার্সিটিতে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে এত ছাত্রছাত্রীদের পড়ালেখার জন্য যথেষ্ট উচ্চশিক্ষা ব্যবস্থা নাই। আমার মনে হচ্ছে যে যাদের রেজাল্ট ভাল তারা পরবর্তী অনেক সুবিধা পাবে।মনে হয় বর্তমানে রেজাল্ট উপর নির্ভর হচ্ছে।
আর SSC পাশ করে ডিপ্লোমা করা ভাল। HSC পাশ করে ডিপ্লোমা করা ২ বছর লস।
SSC পাশ করে যদি ডিপ্লোমা না করেন তাহলে ইউনিভার্সিটিতে BSC করে মাস্টার্স শেষ করতে লাগে
= ২বছর(HSC)+৪বছর(BSC)+২বছর(Masters)= মোট ৮বছর
SSC পাশ যদি ডিপ্লোমা করেন ইউনিভার্সিটিতে BSC করে মাস্টার্স শেষ করতে লাগে
= ৪বছর(Diploma)+৩বছর(BSC)+১বছর(Masters)= মোট ৮বছর
(আমার ভুল হতে পারে)
(৪)ভাই। আমিও একজন Diploma Enginnering এর ছাত্র। কিন্তু আপনাদের কথা গুলো শুনে খুবই অবাক হলাম যে আপনারা কেউই জানেননা Diploma কোন মানের।যারা Medical College এ ডাক্তারি পড়াশোনা করছে তারা কি কখনও জিজ্ঞেস করে আমারা কোন মানের? কারন ডাক্তারি তারা জানে তাদের মানের সাথে অন্য কোন মানে সম্পর্ক নেই। ঠিক তেমনি Diploma Enginnering এর নিজেসস একটি মান আছে যা অন্য কোন মানের সাথে তুলনা যোগ্য নয়। আপনিকি জানেন Diploma Enginnering এর sylebus আন্তর্জাতিক মানের? আপনি কি জানেন Diploma তে আমদেরকে এমন অনেক subject আছে যেগুলো B.S.C তে নেই? আসল কথা হচ্ছে আমাদেরদেশে Diploma দেরকে মূল্যায়ন করা হয়না।
(৫)তাই বলে বসে থাকলে চলবেনা,তাইনা? আমি এমনও দেখেছি যে একজন Diploma Enginner অন্য একজন B.S.C Enginner থেকে বেশি জানেন এবং যোগ্যতা বেশি।
(৬)@Oxy-Radon: h ”আমিও একজন Diploma Enginnering এর ছাত্র। কিন্তু আপনাদের কথা গুলো শুনে খুবই অবাক হলাম যে আপনারা কেউই জানেননা Diploma কোন মানের”
ভাই আমিও অবাক হলাম যে আপনিও শুধু প্রশ্ন রেখে গেলেন কোন উত্তর দিয়ে গেলেন না! আপনি বলেছেন – “ঠিক তেমনি Diploma Enginnering এর নিজেসস একটি মান আছে যা অন্য কোন মানের সাথে তুলনা যোগ্য নয়।” কিন্তু সেই মানটা কী একটু বললে উপকৃত হতাম।
(৭)সমস্যাটা হল আমাদের শিক্ষাব্যবস্থার।কারিগরি শিক্ষাকে ছোট করে দেখার কারণেই আমাদের দেশের এ অবস্থা।হয় কোট টাই পরে বসের গোলামি করা চাকরি না হয় ব্যবসা।এর বাইরে আমরা আর কোন লক্ষ্য ঠিক করতে পারিনা
(৮)আমি Diploma শেষ জব করতেসি
আমিও এই প্রশ্নের উত্তর চাই
(৯)আমিও ডিপ্লোমা করছি কম্পিউটার প্রকৌশল বিভাগে। মনে হয় ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার বুঝে নেওয়ার সময়টা হয়ে গেছে।
(১০)diploma পাশ করে যখন বেরুলাম কত মুখে কত কথা শুনলাম ।diplomar কি দাম যদি এক বারে বেরুতে পার (মানে last সেমিস্টার কোন ফেল না রেখে ) সব শেষে তাই করলাম ।কিন্তু চাকুরী নিতে গিয়ে দেখি ।diploma engineer এর মান হচ্ছে টেকনিশিয়ানদের চাইতে কম কারন টেকনিশিয়ানদের দক্ষতা বেশি ।আর সরকারী চাকুরীর কথা বলতে গেলে আকাশের চাঁদ ।যাই হক সত্যি কথা বলতে গেলে যারা এই লাইনে পরছেন তাদের বলছি মামা,চাচা না থাকলে চাকুরী পেতে এবং করতে গেলে চোখের পানি ধরে রাখতে পারবেন না।এটা ঢাকার অবস্থা ।তা আপনি যতই কামের হন না কেন ।আর যা বেতন অফার করবে তা দিয়ে অফিসে যাওয়া আসার এক মাসের বাস ভারা দিয়ে ।মন মত বিড়ি খেতে পারবেন না ।আর দু বেলা ভাত অনেক পড়ের কথা ।কারন এখানে 7 হাজার টাকা বেতন দিলে Bsc engineer পাওয়া যায় ।এখন আপনারটা কত হবে হিসাব করেন ।যাক আমার কথায় আসি কোথাও করার মত চাকুরী না পেয়ে BSC পড়ার সিধান্ত নিলাম কারন চাকুরীর বিগ্বপতিতে দেখি Bsc ছারা কোন কথা নাই ।এখন দেখি BSC চার বছর ।যে চাকুরীর আশায় Diploma 2 বছর বেশি লাগল অথচ মান HSC । আবার এদিকে BSC ও করতে হবে চার বছর। সেই HSC সমমান এর হয়ে । অথচ আমার বন্ধুরা আর এক বছরের মধ্যে BSC engineer হয়ে যাবে । তো এই হচ্ছে Diploma engineer অবস্থা আমার সহপাটিদের অবস্থা আরো করুন তা না হয় না ই বললাম ।আমার প্রশ্ন হচ্ছে গাজা খোর Diploma engineering Association এর কছে Diploma পরা কি পাপ ।যে পাপের শাশ্তি জিবন থেকে 2টা বছর হারিয়ে যাবে । আর অবাক করা ব্যাপার হচ্ছে এমন কিছু subject add করে Bsc কোর্স তৈরি করেছ (private university) সেটা চিন্তা করলে সব গুলি করে মরতে ইচ্ছা করে । এইটা করার কারন হচ্ছে টাকা subject যত বারবে টাকাও তত বারবে ।মাঝে মাঝে খুব খারাপ লাগে কি অপরাদ করছিলম এমন জিবন পাইলাম ।
(১১)ডিপ্লোমা শেষ করে দেশে মূল্যায়ন না হলেও উন্নত বিশ্বের কোন দেশের উচ্চতর ডিগ্রী করতে ভিসার জন্য আবেদন করলে কিন্তু সহজেই ভিসা পাওয়া যায়।
©somewhere in net ltd.