![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Data telecommunication & networking বিষয়ের সিলেবাসটি মূলত Computer science + Telecommunication + Electronics এর সমন্বয়ে ডিজাইন করা হয়েছে।
এই বিষয়ের জব মার্কেট হচ্ছে-
১. ISP কোম্পানি
২. GSM মোবাইল অপারেটর
৩. বিভিন্ন শিপিং কোম্পানি
৪. স্যাটেলাইট টিভি চ্যানেল
৫. BTCL
৬. Online Bank / বীমা
৭. ট্রাভেল এজেন্সি/ বিমান/ জাহাজ বন্দর
৮. FM/AM/Online Radio
৯. তথ্য-প্রযুক্তি মন্ত্রনালয়
১০. নেটওয়ার্ক সিকুরিটি ফার্ম
১১. সার্ভার স্টেশন ইত্যাদি
এই বিষয়ে ক্যারিয়ার গ্রহন করতে হলে একজন ছাত্রকে মোটামুটি transmission media, Linux Base Sever Configuration, LAN বাস্তবায়ন, Mikrotik /CISCO router configuration, Windows Server Configuration, ISP Setup, GSM, Satellite Communication, Fiber optic & microwave communication সহ পাশাপাশি Programming in C, C++, java, visual Basic, pithon, Web design & Development ইত্যাদি বিষয়ে ধারনা অর্জন করতে হবে।
আমরা অনেকে ভাবি শুধু ইন্জিনিয়ার রা এই সব প্রফেশনে কাজ পায় যা একদম ঠিক না। আমাদের দেশে/বিদেশে বিভিন্ন হাজারো কোম্পানিতে অনেকে আছেন যাদের শিক্ষাগত যোগ্যতা সাধারণ HSC/SSC/ অনার্স। সুতরাং পোষ্টটি সব ধরণের প্রযুক্তি প্রেমিকদের কাজে লাগবে বলে আশা করছি।
আমার আজকের এই পোষ্টের উদ্দেশ্য হচ্ছে, যারা বর্তমানে টেলিকমিউনিকেশনের বিভিন্ন প্রফেশন লেভেলে কর্মরত/ অধ্যায়নরত আছেন বা future এ একে ক্যারিয়ার হিসেবে গ্রহণ করবেন তাদের জন্য কিছু ই-বুক সর্বারহ করা।
আর এই বই গুলো পাওয়ার জন্য নিম্নের লিংকে ক্লিক করুন:
http://boierdokan.blogspot.com/
©somewhere in net ltd.