![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন ভালো ব্লগার......... উচিৎ ও সত্য কথা বলতে ওস্তাদ
আমি pvt uni তে CSE OR TEXTILE এ পড়তে ইচ্ছুক, এখন ভর্তি হওয়া মানে ৪ বসর পর বের হওয়া, তো তখনকার কথা চিন্তা করে আমার কোন subject এ পড়া উচিত? আমি ঠিক বুঝে ওঠটে পারতেছি নাহ, আপনারা দোয়া করে আমায় একটু পরামর্শ দিয়ে উপকৃত করুণ।
২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৭
এক্স ফ্যাক্টর বলেছেন: হা আগ্রহ আসে কিন্ত আজকাল সব uni তে CSE ডিপার্টমেন্ট আছে, তাতে যে পরিমাণ CSE ইঞ্জিনিয়ার পাশ করে বের হচ্ছে ৪ বসর পর বাংলাদেশ এ জব পাব কি? আর আজকাল লিঙ্ক না থাকলে তো জব ও হয়না, CSE ইঞ্জিনিয়ার দের আবার জব অভিজ্ঞতা ছাড়া জব মেলে ও না, সেক্ষেত্রে যারা নতুন পাশ করে বের হবে তাদের জব না দিলে অভিজ্ঞতা এ বা কোথায় পাবে ? এই সব কিছু ভাবতে গেলে মাথায় তো কিছুই আসতেছে নাহ।
২| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৭
দি সুফি বলেছেন: কোন সাবজেক্টে পড়বেন সেটা আপনার নিজেরই বাছাই করা উচিত।
বেশীরভাগ বেসরকারীতেই ওপেন ক্রেডিট সিষ্টেম, সুতরাং আপনি চাইলে ১২ সেমিষ্টারের আগেই গ্রাজুয়েশন শেষ করতে পারবেন! আমার পরিচিত অনেকেই আছে যারা ৮ সেমিষ্টারে গ্রাজুয়েট হয়েছে!
গণিতে ভালো হলে CSE পড়তে পারেন। এটার মার্কেট ধীরে ধীরে বাড়তেছে। কমার সম্ভবনা নেই। কারন পুরো বিশ্বই তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে!
শুভকামনা রইল।
২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৬
এক্স ফ্যাক্টর বলেছেন: ভাইয়া তার মানে pvt uni তে যেয়ে বলতে হবে আমি ১২ সেমিষ্টারের- এর আগেই ৮ সেমিষ্টারে গ্রাজুয়েট শেষ করতে চায়? এইরকম কিছু নাকি ......একটু যদি বুঝিয়ে বলতেন, কিভাবে ৮ সেমিষ্টারে গ্রাজুয়েট মানে ৩ বসরে?
৩| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৫
ইয়ািসর অাহেমদ বলেছেন: প্রোগ্রামিংয়ে আগ্রহ থাকলে সিএসই পড়েন।
শুভকামনা রইল
৪| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৮
বাগসবানি বলেছেন: কোচিং সেন্টার আর পেরেন্টস গাইডলাইনে ভুলেই গেছেন বোধহয় নিজের পছন্দ
সেটাতেই পড়া উচিত যেটা আপনার পছন্দ । পাঁচ বছর পর জব থাকবে কিনা সেটা তো দূরের কথা এই পৃথিবী থাকবে কিনা সেটাও কেউ বলতে পারে না ।
যেটাতে আগ্রহ সেটাই পড়ুন । তাহলে আপনার ক্রিয়েটিভি আপনি শো করতে পারবেন । শুভ কামনা রইল।
২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫২
এক্স ফ্যাক্টর বলেছেন: এই দুই তার ভিতর একটা পড়ব এটায় পছন্দ কিন্তু ভাই মদ্ধবিত্ত ঢাকার বাইরে পরিবারের সমস্যা টা ঠিক বুঝাতে পারব কিনা জানিনা, তবে সমস্যা এইরকম ৪ বসর পর যদি বেকার থাকি আমার ঠিক এ জবাব দিহিতার কাঠগড়ায় দাড়াতে হবে এত কষ্টের টাকা দিয়ে pvt uni তে পড়ালাম বিনিময়ে তুই এখন বেকার কেন? তখন বিবেক বোধ সম্পূর্ণ ছেলে হয়ে আমার এ কেমন লাগবে, কিভাবে দাঁড়াবো পরিবারের সামনে, যেমন এখন মনে হয় যদি ডিপ্লোমা করতাম তাহলে এখন জব এর পাশাপাশি bsc টা করতাম নিজে যা পারি তা দিয়ে, এইরকম অনেক সমস্যা তে এ জজরিত থাকে ঢাকার বাইরে মদ্ধবিত্ত পরিবারের ছেলে গুলি, আপনার যুক্তি ও ঠিক আসে এবং অনেক সুন্দর। ধন্নবাদ
৫| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪২
দি সুফি বলেছেন: আগে আপনাকে জেনে নিতে হবে আপনি যেখানে ভর্তি হবেন সেখানে ওপেন ক্রেডিট সিষ্টেম কিনা। তাহলে প্রতি সেমিষ্টারে রেজিস্ট্রেশনের সময় ক্রেডিট বাড়িয়ে নিবেন! যেমনঃ সাধারনত আমি যেখান পড়া-লেখা করছি, এখানে সামার সেমিষ্টারে মিনিমাম ৯ ক্রেডিট নিতে হয়। বেশিরভাগ ছাত্র-ছাত্রীরাই ৯ ক্রেডিট নিয়েই পড়ে। আপনি চাইলে ১৫ ক্রেডিট নিয়েও পড়তে পারবেন!
২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫৭
এক্স ফ্যাক্টর বলেছেন: পনি কোথায় পড়া-লেখা করছেন? আর এটার ফলে প্রধান সুবিধা ৪ বসর এর গ্রাজুয়েশন ৩ বসরে শেষ হয়ে যাচ্ছে তাইতো?
২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২১
এক্স ফ্যাক্টর বলেছেন: দি সুফি ভািা াপনার ফোন নং তা দিবেন,
৬| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১৭
অহনাব বলেছেন: cse মার্কেট কমবে না বরং আরো অনেক বাড়বে। এক্সপার্টের খুব অভাব। রেজাল্ট অনেক ভাল করতে হবে এমন কোন কথা নাই। কথা হল আপনাকে প্রোগ্রামিং এ অনেক ভাল হতে হবে। টেক্সট বুক আর সিলেবাসে যা আছে এগুলোকে প্রেকটিক্যাল লেভেলে ইমপ্লিমেন্ট করতে হবে।
প্রোগ্রামিং মোটামুটি শিখে ফ্রীল্যান্সিং এ কাজ করলেন। ভাল ইনকাম করতে পারবেন। জব করতে হবে এমন কোন কথা নেই। তবে জব করলে পরিবেশ + অনেক কাজের এক্সপেরিয়েন্স হবে। জবে এ টিকতে হলে বেশির ভাগ ক্ষেত্রে মামা-চাচার জোর দেখিয়ে লাভ নাই। আপনার রেজাল্ট ভাল নাকি খারাপ তাও তেমন একটা গুরুত্বপূর্ন না। আপনি প্রেকটিক্যাল লেভেলে কেমন কাজ পারেন সেটাই গুরুত্বপূর্ণ।
৭| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩৫
বাগসবানি বলেছেন: হুমম জটিল সমস্যা ভাইজানের । ইন্টারপ্রনার হয়ে যান । তাহলে পরিবারের উপর চাপ কমবে । জবাবদিহিতাও করতে হবে কম । হতে পারে তা ফ্রিলেন্সিং কিংবা অনলাইন কোনো বিজনেস। কোনটার জব মার্কেট ভাল হবে, তা বলা কঠিন । তবে কিছু টুকটাক অনলাইন ওয়েবের কাজ, ফটোশপের কাজ জানা থাকে তাহলে সি.এস.সি আর টেক্সটাইল যাই পড়েন, জবের অভাব হবে না । মনে রাইখেন, যোগ্য লোকের কখনো কাজের অভাব হয় না । এমনকি রেসেশনের সময়ও । অনেক ব্লগার ভাইরা টিপসও দিয়েছেন ।
৮| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩৭
দি সুফি বলেছেন: এআইইউবি! ঐযে বললাম ওপেন ক্রেডিট! মানে আপনি মিনিমাম ফুল-ফিল করে আপনার ইচ্ছামত ক্রেডিট বাড়িয়ে নিতে পারবেন। তবে একটা সমস্যা আছে। সাধারনত রেজাল্ট ভালো না হলে, রেজিস্ট্রেশনের সময় আপনাকে বেশি সাবজেক্ট নিতে দিবে না। এটা আমাদের এখানে ফলো করা হয়!
দুঃখিত, ফোন নাম্বার দেয়া সম্ভব নয়!
৯| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪০
দি সুফি বলেছেন: উপরে অহনাব ভাই বলেছেন "এক্সপার্টের খুব অভাব"।
খুবই সত্য কথা। অনেকেই ভালো রেজাল্ট নিয়ে পাশ করে বের হয়। কিন্তু দক্ষ লোক বের হয় হাতে গোনা কয়েকজন!
১০| ২৫ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:০০
তামিমহাসান বলেছেন: programming সম্পর্কে ধারনা থাকলে CSE পড়া ভাল।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৮
অদ্ভুত স্বপ্ন বলেছেন: প্রোগ্রামিংয়ে আগ্রহ থাকলে সিএসই পড়েন।