নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ এ স্বাগতম

নিজের সম্পর্কে বলতে গেলে লেখা শেষ হবে নাহ, থাক না আর একদিন ...।

এক্স ফ্যাক্টর

একজন ভালো ব্লগার......... উচিৎ ও সত্য কথা বলতে ওস্তাদ

এক্স ফ্যাক্টর › বিস্তারিত পোস্টঃ

ঢাকা থেকে নরসিংদী যাওয়ার উপায় বলে হেল্প করবেন কেও

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭

আমি মিরপুর ২ ঢাকা থেকে নরসিংদী যেতে চাচ্ছি, তো একদম প্রথমে কোথায় যেতে হবে তারপর কোথা থেকে বাস নিতে হবে, একদম ভোর এর দিকেই কি বাস পাওয়া যাবে, কোথাও বাস পেতে সমস্যা হয় নাকি? সময় এবং ভাড়া কত লাগবে, দয়া করে জানাবেন কি কেও, উপকৃত হতাম? আর ট্রেন পথ এ কত সময় লাগে?

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

হাসনাইন রিয়েল বলেছেন: mirpur 1 no mazar ar samne thaka maxi ta kore tongi station road assle onek bus paben. ar thaka easy way amar jana nai.

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১

এক্স ফ্যাক্টর বলেছেন: taxi te kore tongi station kto dur?

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: মিরপুর ২ থেকে বনানী আসুন।

বনানী রেল ষ্টেশনের বরাবর মেইন রোডে বহু গাড়ীর বুথ আছে, টিকেট কেটে সরাসরি যেতে পারবেন।

ভাড়া অনেকদিন যাইনাতো;) বলতে পারব না...

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮

এক্স ফ্যাক্টর বলেছেন: বনানী রেল ষ্টেশনে মানে কি ঢাকা এয়ারপোর্ট station?

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০

মুহিব বলেছেন: ট্রেন আছে যা সবচেয়ে ভাল হয়। আবার যাত্রবাড়ী থেকে বিআরটিসি ছাড়ে।

আজকাল কি যেন হয়েছে আমরা খুব অল্পতেই অনলাইনে হেল্প চাই। যুগের হাওয়া?

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২

লুলুপাগলা বলেছেন: দিয়াবাড়ী বেড়িবাঁধ থেকে বাসে করে আব্দুল্লাহপুর আসবেন অথবা মহাখালী বাস স্টেন্ডে আসবেন। আব্দুল্লাহপুর অথবা মহাখালী থেকে নরসিংদী/ভৈরব/ব্রাহ্মণবাড়ীয়া যে কোন স্থানের বাসে চড়ে যেতে পারেন। উক্ত বাসগুলি মহাখালী থেকে ছেড়ে এসে আব্দুল্লাহপুর, টংগী হয়ে নরসিংদী যায়। নরসিংদীর গাড়ীতে উঠলে শহরের ভেতরে নিয়ে নামাবে। ভৈরব/ব্রাহ্মণবাড়ীয়ার গাড়ীতে গেলে "ভেলানগর" নামতে হবে। ট্রেনে গেলে এয়ারপোর্ট থেকে যেতে পারবেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪

এক্স ফ্যাক্টর বলেছেন: মিরপুর ২ ঢাকা থেকে নরসিংদী যাওয়ার এটায় কি সব চেয়ে ভালো পদ্ধতি?

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩

শান্তির দেবদূত বলেছেন: @বিদ্রোহী ভৃগু , নরসিংদীর পোলা নাকি? :-P

অনেক উপায় আছে,

১) প্রথমে মিরপুর থেকে সদরঘাট লঞ্চে টার্মিলান। সেখানে থেকে ভৈরব ঘাট যাবে লঞ্চে। তারপর ভৈরব ঘাট থেকে নরসিংদী লঞ্চঘাট, সেখান থেকে রিক্সায় নরসিংদী সদর।

২) প্রথমে মিরপুর থেকে ঢাকা এয়ারপোর্ট, সেখান থেকে ডোমেস্টিক ফ্লাইটে সিলেট, সেখান থাকে সিলেট-ঢাকা বাসে উঠে মাঝে নরসিংদী টুপ করে নেমে পড়বেন।

৩) কমলাপুর থেকে ডাইরেক্ট ট্রেনে নরসিংদী রেল স্টেশন

৪) মিরপুর থেকে বনানী (কামাল আতাতুর্কের মোড়ে) বাস স্টেশন, এখান থেকে নরসিংদীর অনেক বাস ছাড়ে।
অথবা, মহাখালী ফ্লাই ওভারের নিচেও অনেক কাউন্টার আছে। আবার মহাখালীর ময়মনসিংহ বাস স্টেন্ডের আগের যে সোহাগ পেট্রোল পাম্প আছে সেখানে নরসিংদীর বাসের ডিপো। এখানে থেকে উঠতে পারেন।

জলে স্থলে অন্তরীক্ষে সব পথ বাতলায়া দিলাম :)

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

মনুমনু বলেছেন: আরে দূর দূর, কেউ কিছু জানে না-- আমার দিকে চান-আমনে ,মিরপুর ২ এর মেইন রোড এ খারাইবেন-দেকবেন-গাবতলী টু গাজীপুর বিআরটিছি বাস আসতেছে-দেন জাম্প বাম পা দিয়া উঠেন-ভাড়া দেন এয়ারপোর্ট যাইবেন কইয়া বেশী হইলে ২০ টাকা। কালশী মালশী জিয়া কোলোনী মলনী পার হইয়া ২২ মিনিটে এয়ারপোর্ট আইয়া বাম পা দিয়া নামেন সাবধানে। ফুটওভার ব্রিজ দিয়া যান এয়ার পোর্ট বিমান বন্দর রেলষ্টেশন। গেলেন তো---- হ--- আরে আপনে ত আইয়াই পরলেন নরসিংদি প্রায়।
দেখেন আর শুনেন যে কোন ট্রেন নরসিংদি থামবে। টাইম মত ট্রেন এ উঠেন।৪০ মিনিট পর নামেন নরসিংদি। ভাড়া দিন জায়গা মত।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: বনানী রেল ষ্টেশনে মানে কি ঢাকা এয়ারপোর্ট station?
না ভাই!!! এটা বনানী রেল ষ্টেশন। ছোট্টু একটা ষ্টেশন আছে! গাড়ী মনে হয় থামেনা কোন কালে ;) :)

আর @শান্তির দেবদূত ভাই জলে স্থলে অন্তলীক্ষে যে ঠাকান দিসে-- এরপর আন্ধাও চইলা যাইতে পারবে :):):)

শা,দে ভাই মাঝামাঝি :P কালিগঞ্জের শেষবর্ডার আর পলাশের শুরু...সেই হিসেবেই দুই জেলারই দাবী করতে পারি নাকি কন???

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

হেডস্যার বলেছেন:
পোষ্ট দেইখা মনে হইতাছে এই মাত্র বরিশালের লঞ্চ থেইকা মিরপুর ২ নাম্বার আইসা নামছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.