![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন ভালো ব্লগার......... উচিৎ ও সত্য কথা বলতে ওস্তাদ
"টেলিটকের টুজি নেটওয়ার্ক কাভারেজ ম্যাপ- ২০০৮ সাল"
দেখেই বুঝা যাচ্ছে, তখনো সদ্য ৩ পার্বত্য জেলায় নেটওয়ার্ক চালু হয়াটি ম্যাপে আপগ্রেড করা হয়নি। আর তারো প্রায় ৬ বছর পর বর্তমানে টেলিটকের এই নেটওয়ার্ক কাভারেজ টাই আরো বেড়েছে প্রায় ৩ গুণেরও বেশি। টাওয়ার সংখ্যা ৭৪০ থেকে বেড়ে এখন প্রায় ৩৪০০ টি। আর পাইপলাইনে আছে আরো ২০০০ টাওয়ার।
আর থ্রিজির কথা তো বাদই দিলাম। ৫৯ জেলা শহরে থ্রিজি অলরেডি চলমান, বাকি ৫ জেলায় কাজ সমাপ্ত, চালু হয়া বাকি। থ্রিজি+টুজি দুইটাই সম্প্রসারনের জন্য দুটি আলাদা প্রকল্প চলমান। আর তৃনমুলে বিটিসিএল এর অবকাঠামো দুর্বল হয়ায় আর ফাইবার অপটিক নেটওয়ার্ক না থাকায় আগে তৃনমুলে অবকাঠামো তৈরী করা হচ্ছে, তারপরেই থ্রিজি চালু হতে যাচ্ছে। আর যেসব উপজেলায় অলরেডি এসব রেডি পাওয়া গেছে, সেগুলোতে থ্রিজি অলরেডি চালু হয়েছে।
এছাড়া সবার সব রকম চাহিদা মেটাতে একমাত্র টেলিটকেই আছে ৬০ টিরও বেশি থ্রিজি প্যাক, আর নিত্য নতুন অফার তো আছেই। সীমিত লাভ বা লাভ না রেখেই শুধুমাত্র গ্রাহক স্বার্থে টেলিটকই একমাত্র অপারেটর যারা দফায় দফায় দাম কমাচ্ছে; আর নিজেদের মুল্য কমানোর রেকর্ড নিজেরাই ভাংছে। আর স্পিডের কথা কি বলবো! খোদ টেলিটকের শত্রুরাও প্রশংসা করতে বাধ্য হচ্ছে। অন্তত প্রতিশ্রতির চেয়ে বেশি তো পাওয়াই যায় বা সমানে সমান পাওয়া যায়, কোন কম নাই।
তারপরেও কিছু লোক আছেন, যারা ২০০৫ এর সুচনালগ্নের 'নেটওয়ার্ক নাই' এর ভাঙা রেকর্ড এখনো বাজিয়ে যাচ্ছেন। এরা বোধহয় বোঝেন না, তাদের কথাতেই বুঝা যায় যে এরা অন্তত গত ৫ বছরে টেলিটক সিম ছুয়েও দেখেনি, ব্যবহার তো দুরের কথা।
কথায় আছে, 'ভিক্ষা দরকার নাই, কুত্তা সামলান'। তেমনি সেই ব্যক্তিদেরও বলতে চাই, টেলিটক ব্যবহার না করতে চাইলে না করেন কিন্তু আল্লাহর ওয়াস্তে অপপ্রচার কইরেন না!
১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫১
এক্স ফ্যাক্টর বলেছেন: হম ঠিক , আমাদের দেশ এর পণ্য মার্কেটিং করার দায়িত্ব আমাদের নিজেদের
২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২
কাবিল বলেছেন: দেশীও জিনিস ব্যাবহার করতে সবারই ইচ্ছা হয়। কিন্তু মার্কেটিং প্লানের অভাবে জনগণের সারা পাওয়া যাচ্ছে না। আমরা ঘর থেকে বেরুলেই অন্যান্য নেটওয়ার্ক ফ্লেক্সি/ সেবা অতি সহজেই পেয়ে থাকি। কিন্তু টেলিটক সেবা পেতে হলে আমাকে ৫ কিলো দূরে যেতে হবে।
১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২
এক্স ফ্যাক্টর বলেছেন: পনি ব্যবহার শুরু করুন, তারপর আর এক জন করবে এভাবে আস্তে আস্তে বেড়ে যাবে,
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
তৌফিক মাসুদের সাথে সহমত।
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৬
এক্স ফ্যাক্টর বলেছেন: ধন্যবাদ, সবাইকে বলুন দেশ এর কোম্পানি টেলিটক ব্যবহার করতে,
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৫৭
নীল অভ্র বলেছেন: অফার গুলা তো সেই রকম, কিন্তু, প্রচার নাই, আর সিম বা ডঙ্গল নিয়েও কোনো আলোচনা নাই, সরকারী প্রতিষ্ঠান, অল্প মূল্যে ভালো সেবা দিচ্ছে, আমি নিজেও সিম পাচ্ছি না বলে ব্যভার করতে পারছি না, অথচ আমি শহরে থাকি।
প্রথম দিকে আসার পর সিম ব্যবহার করেছিলাম, আব্বা এনেছিলেন, কল রেট কম ছিলো, শহরে ভাল কথা বলা যেত।
এসব একটু প্রচারের সহায়তা পেলে মানুষ খুব ভালো সেবা পাবে।
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৭
এক্স ফ্যাক্টর বলেছেন: মাদের এলাকাই তো সিম এর অভাব নেই,
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৩৫
বিদ্রোহী বাঙালি বলেছেন: সরকার মনে হয় নিজেও চায় না টেলিটক সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। যদি চাইতো তবে বেসরকারি মোবাইল নেটওয়ার্ক এর চাইতে বেশী প্রচার চালাতে তারা সমর্থ হত। কোন জায়গায় সিমের ঘাটতি থাকতো না। মনে হয় বেসরকারি মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলো থেকে মোটা দাগের টাকা খেয়ে বা টাকা পায় বলে ইচ্ছে করেই তারা প্রচারবিমুখ হয়ে আছে। সরকারের স্বদিচ্ছা থাকলে যেকোনো সময় টেলিটককে দেশের সেরা মোবাইল নেটওয়ার্কে পরিণত করার ক্ষমতা রাখে তারা।
১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
এক্স ফ্যাক্টর বলেছেন: হম হতে পারে, আপনি কি টেলিটক ব্যবহার করেন.।.।.।.।.।।। আসেন আমরা একে অপ্রকে উদ্বুদ্ধ করি টেলিটক ব্যবহার করি,
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার একটি পোষ্ট।
১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
এক্স ফ্যাক্টর বলেছেন: ধন্নবাদ। আপনি এটা আপ্নাএ ফেচবুক এবং ব্লগ সব জাগায় শেয়ার করতে পারেন, এবং করুন ,
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩১
তৌফিক মাসুদ বলেছেন: বাংলাদেশে আসল 3G টেলিটকঈ দিচ্ছে। তাদের মার্কেটিং প্লানের অভাবে আজ এই অবস্থা। মানুষকে বোঝালেই বোঝেনা। বিদেশী বলতেই পাগল।