![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চা দোকানিরা আসল দুধ না দিয়ে পাউডার দুধ দিয়ে চা বানিয়ে বিক্রি করে কেন? মাঝে মাঝে এটা মাথায় ঘুরপাক খায়। কয়েকজনকে বলতে শুনেছি পাউডার দুধ দিয়ে চা বানালে খরচ কম পড়ে। কিন্তু আমার মাথায় ঢুকে না এটা কিভাবে হয়?
৭ লিটার মিল্ক ভিটা ৬২টাকা*৭=৪৩৪ টাকা
১ কেজি পাউডার দুধ ৪৫০টাকা।
এখন আমার প্রশ্ন হল ১ কেজি পাউডার দুধ থেকে ৭ লিটার তরল দুধ পাওয়া যাবে কি?
কেউ বলবেন?
২| ১০ ই মে, ২০১৬ বিকাল ৪:৪২
শাহীন কবীর বলেছেন: যে পাউডার দুধ দিয়ে দোকানের চা বাননো হয় তার ৫০০ গ্রাম এর প্যাকেট ১৫৫ টাকা (ডানো পুষ্টি) গায়ে লিখা ১৯৫/ টাকা ।
৩| ১১ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
বাংলার জামিনদার বলেছেন: ননব্রান্ড এবং এক্সপায়ার্ড কিছু গুড়া দুধ বিক্রি হয়, কেজি ১২০ টাকা। ঐ দেখার পড়ে আমি খালি লাল চা খাই।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৬ বিকাল ৩:৫২
রিফাত_হাসান বলেছেন: গুগলমামা কে জিজ্ঞাস করেছিলাম। মোটামুটি ৮.৫ থেকে ১০ লিটার পাওয়ার কথা।