নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সপ্নবাজ

অধরা সপ্ন গুলো ধরতে চাই, অদেখা সপ্ন গুলো দেখতে চাই

লেনিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি।আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। ভালোবাসি আড্ডা মারতে, গল্পের বই পড়তে, গান শুনতে আর ঘুরে বেড়াতে। ভালোবাসি ইতিবাচক সপ্ন দেখতে এবং অবশ্যই একটা সার্থক বাংলাদেশের।

লেনিন › বিস্তারিত পোস্টঃ

বোরকাওয়ালী

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৪:৫৫

আমি পরিসংখ্যান মডেল টেস্ট দিচ্ছি যেখানে , সেখানে কিছুদিন আগে নতুন একটা মেয়ে আসলো পরীক্ষা দিতে।বোরকা পরিহিত মেয়েটিকে দেখে প্রথমে আমরা সবাই মনে করেছিলাম নিশ্চই খুব পদর্ানশীল মেয়ে হবে।কিন্তু একটু পরেই আমাদের ভূল ভাঙলো। ক্লাসে ঢুকতে না ঢুকতেই দেখী বোরকা খুলে ফেলল। তাহলে আর কষ্ট করে বাসা থেকে বোরকা পরে আসার কি দরকার ছিল? আমি বলছি না যে বোরকা পরা অবশ্য পালনীয় কর্তব্য। তবে সবার সামনে এভাবে বোরকা খুলে ফেলাটাও অশোভন।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১১:০২

ধানসিঁড়ি বলেছেন: এটাকে বলা যেতে পারে সারপ্রাইজ দেয়।
মেয়েটি আগে কৌতুহল সৃষ্টি করেছে পরে সবাইকে তাক লাগিয়ে দেয়ার চেষ্টা চালিয়েছে (চেহারা নিশ্চয়ই খুব সুন্দর অথবা তিনি নিজেকে সুন্দরী ভাবেন বলে মনে হয়)

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১১:০২

আরাফাত রহমান বলেছেন: জি না..... আমি একরম একটি মেয়েকে জিজ্ঞেস করেছিলাম কেন তিনি এমনটি করেন? তিনি উত্তর দিয়েছিলেন
- বোরখা পড়তে আমার একদম ইচ্ছে করে না।
রাস্তায় ছেলেদের কটুক্তি থেকে বাঁচতে তিনি এই পন্থা অবলম্বন করেছেন। বেশ কিছু দিন পরে তার সাথে বোরখা সংক্রান্ত আলোচনা হয়েছিল। বললেন
- আসলে বোরখা আমার জীবনে স্বস্তি এনে দিয়েছে। এখন আমাকে কেউ টিজ করে না।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১১:০২

ধানসিঁড়ি বলেছেন: কিন্তু ক্লাশরুমে বোরকা খুলে তো এ মেয়েটি টীজিং-এর নতুন পথ খুলে দিল, নয় কি? অন্য বোরকাওয়ালী মেয়েদেরকেও হাসির পাত্রে পরিণত করল।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১১:০২

আরাফাত রহমান বলেছেন: ও বলতে ভুলে গেছি, শেষে যেদিন কথা হচ্ছিল সেদিন সে ঠিকই বোরখা পড়া ছিল। এবং সে আমাকে বলেছে বাইরে গেলে সে সবসময় বোরখা পড়ে থাকে। ঘনিষ্ট বন্ধুদের সামনেও সে বোরখা পড়ে থাকে।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১২:০২

অতিথি বলেছেন: ধর্মীয় বাধ্যবাধকতাতেই হোক আর সামাজিক বিভিন্ন কুদৃষ্টি থেকে বাচতেই হোক,বোরকা পরার সুবিধা একমাত্র বোরকা পরিধানকারীরাই সঠিক ভাবে মূল্যায়ন করতে পারে।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ২:০২

অমি রহমান পিয়াল বলেছেন: দুইধরণের বোরকাওয়ালী দেখা যায়। একদল ইরানী স্টাইলে বোরকা পড়ে, মাথায় স্কার্ফ-এটাই বেশি জনপ্রিয়। আরেকটা আছে গায়ে কালো বোরখা মাথায় স্রেফ ওড়না, ছবিটার মতো। মগবাজারের হোটেলগুলোয় সেদিন র্যাবের আকস্মিক এক অভিযানের পর এ ধরণের জনা বিশেককে দেখলাম গাড়িতে উঠতে। বুঝলাম না এরা কারা!

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ২:০২

অতিথি বলেছেন: গুনছিলেন তো ঠিক ?

৮| ০১ লা মার্চ, ২০০৬ রাত ১২:০৩

ওয়ালী বলেছেন: রহমান পিয়াল একটা কথা পরিস্কার করা যায়কি দোষটি কি বোরখার না বোরখাওয়ালির। যদি বোরখার হয়ে থাকে তাহলে কিভাবে? আর যদি বোরখাওয়ালির হয়ে থাকে তাহলে বোরখাকে লাইম লাইটে আনার উদ্দেশ্য কি খোলাসা করবেন?

৯| ০১ লা মার্চ, ২০০৬ ভোর ৪:০৩

অতিথি বলেছেন: ধানসিঁড়ির সাথে আমি একমত। মেয়েটি টিজিং এর নতুন পথ খুলে দিল।

১০| ০১ লা মার্চ, ২০০৬ ভোর ৪:০৩

অপ বাক বলেছেন: বোরখা না পড়লে যারত্তেজিত হয় দোষটা তাদের, অযথা বোরখাকে লাইমলাইটে আনা কেনো??
সব সময় দোষটা মানুষের, পুরুষের কামভাব জাগরিত হয় দোষ নারীর, নারীর কামভাব জাগে দোষ নারীর, শালার সব পুরুষ পরমপূজনীয় হয়ে যাচ্ছে।

১১| ০৩ রা মার্চ, ২০০৬ ভোর ৬:০৩

অতিথি বলেছেন: অপবাক,
আমি বোরকাকে লাইমলাইটে আনিনি। সবার সামনে বোরকা খুলে ফেলাটাকে লাইম লাইটে আনতে চেয়েছি।
ভাবেন তো একবার, ভরা মজলিশে সবার সামনে আপনি শার্ট খুলে ফেললেন। কেমন দেখাবে?

১২| ০৩ রা মার্চ, ২০০৬ সকাল ৭:০৩

অপ বাক বলেছেন: আপনি আমাকে ভুল বুঝছেন, যাই হোক ভরা মজলিশে আমার শার্ট খোলা এবং একটা মেয়ের বোরখা খোলার মধ্যে বিস্তর তফাত,
আমি সাধারনত শার্টের নীচে কিছু পরি না, কিন্তু মেয়েরা একপরত জামা পরে তার উপর বোরখা চাপায়।

আমি যেটা বলতে ছেয়েছিলাম তা হলো দোষটা সব সময় মেয়েদের ঘািের পড়বে কেনো, যারা উত্তেজিত হয় তারা উত্তেজিত হয় নিজের স্বভাবে, বোরখা খোলাটা একটা ঠুনকো অজুহাত তাদের জন্য,, এটা তুমি নতুন তুমি দেখো নি, কিন্তু বোরখা নিয়ে অনেক গল ঘোলা হয়েছে এখানে গত কয়েক সপ্তাহ, এটা সেটার ধারাবাহিকতায় বলা, দোষটা সেসব পুরুষের যারা এটাকে তাদের কামুকতার আড়াল হিসেবে দেখাচ্ছে।

১৩| ০৩ রা মার্চ, ২০০৬ সকাল ৭:০৩

কালপুরুষ বলেছেন: মেয়েরা বা মহিলারা যদি 'বোর' হতে হতে কেউ 'বোর-কা' বা 'বোর-খা' পড়ে তবে পুরুষদের (কালপুরুষ নয়) এতো কা-কা করার কি আছে? কাক কালো কোকিল কালো, বেশীর ভাগ বোরকা কালো। ইরানে নাকি প্রথম বোরকার প্রচলন । ইরানী মেয়েরা সুন্দরী এবং ফর্সা। এখন ওরা যদি নিজেদের পুরুষদের শ্যেন দৃষ্টি থেকে রেহাই পাবার জন্য বোরকা ধারণ করে তবে ছেলেদের 'বোর' হবার কারণ কি? কা কা না করলেই তো হয়। সৌদী পুরুষরা তো একরকম বোরকাই পড়ে। তা দেখে মেয়েরাতো কা-কা বা খা-খা করে না।

১৪| ০৯ ই মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩

অতিথি বলেছেন: Wow, some really good and understanding comments for us "borkhawalis". :). Just some points that I thought of while reading the comments:
1. as soon as lelin talked about this particular girl, who is a borkhawali, piyal started describing the definition and types of borkha... sad, isnt it? diverting the attention towards the whole "borkha issue" from the "individual"? Why do you guys group all the borkhawalis in the same group?
2. it was "oshobhon", taking off the borkha in public. coz the taking of a long gown like dress does attract everyone's attention, specific body movements demands it to be a private matter.
3. I didnt understand why did people bring in all these things like "kamukota"... guys, why we were borkha is not you lots indecency!
People may have personal reasons, but because borkha is the universal uniform of the Muslim women, which is why I wear that, may be I should tell you why I wear borkha...
As the verse of the Quran goes (Al Ahzab 59), we should cover ourselves "so that you can be recognised as respectable".

I wear borkha because the first time any guy looks at me, he doesn't judge me by my looks, which is generally how girls are judged. His first reaction is: I don't give him any material to judge me by, except probably how tastefully I wear borkha? The only way he can judge me by is my intelligence, my ability, education, skills, integrity, personality. Isn't that wonderful? Isn't that what any decent girl want?

কাপু: পৃথিবী উলেট যাচ্ছে ইসলামকে ঘিরে, এ নিয়ে পড়াশোনা বাড়ান।

So, mr Kalpurush, borkha was not revealed to save the girls from "purusher shon drishti", rather to give the girls her rights as an INDIVIDUAL. No more judgement by mere looks, basic qualities as human beings come first!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.