![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিগ
৩৯% (২০১১)
৪০% (২০১২, বাড়ল ১%)
৪২% (২০১৩, বাড়ল ১ বৎসরে ২% ও ২ বৎসরে ৩%)
দল
২২% (২০১১)
৩৭% (২০১২, বাড়ল ১৫%)
৩৯% (২০১৩, বাড়ল ১ বৎসরে ২% ও ২ বৎসরে ১৭%)
০৬ জানু ২০১১, ০৬ জানু ২০১২, ০৪ জানু ২০১৩
লক্ষ্যণীয়, এই ২০১২-এ এসে লিগের ব্যর্থতাগুলো পাহাড়সমান দৃশ্যমান হয়েছে (তালিকা দিয়ে পোস্ট দীর্ঘ করতে চাই না), তারপরেও ২% বেড়েছে!
আচ্ছা, প্রতি বৎসর যদি দলের ভোট বাড়ে তবে লিগেরও বাড়ে কীভাবে?
মাহফুজ আনাম তার অফিসে বসে বসে মনপছন্দ ভৌতিক জরিপের সংখ্যা বসান, তা বুঝতে তাদের পরিসংখ্যানের তুলনাটাই যথেষ্ট.
গত বৎসরেও এ নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম প্রথম আলো-ডেইলি স্টারের ভৌতিক জরিপ!!!
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: ফ্লোটিং ভোট এখন নিঃসন্দেহে লিগের বিপক্ষে, মানে দলের পক্ষে. আবার লিগের ভোট কিছু নির্দিষ্ট এলাকায় খুবই কনসেনট্রেটেড, অন্যদিকে ফ্লোটিং ভোটগুলা দেশব্যপী. ফলে শতাংশ হারে মোট ভোট লিগের বেশি হলেও দেশব্যপী ফ্লোটিং ভোটের মূলধারা ধানের শীষে গেলেই নৌকা ডুববে, খালেদা জিয়া নামকাঅস্তে আন্দোলন করলেও - হ্যা, নৌকার ভরাডুবি অবধারিত.
২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
লিন্কল্ন বলেছেন: আজাইরা জরিপ। দালাল মার্কা জরিপ
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: আবার দেখুন, প্রথম আলোর জরিপে দলের ভোট ৪৩% - ট্রান্সকম প্রুপের দুই পত্রিকার জরিপেই এত তফাত! ডেইলি স্টার, প্রথম আলোর পাল্লায় আমি দল-লিগের ওজন মাপতে গিয়ে সব সময় ধানের শীষে ৫% যোগ করি আর নৌকায় ৫% বিয়োগ করি. এখন পর্যন্ত এই টোটকা হিসাব বাস্তবের সাথে খুব মিলে যায়. তাদের দৈনিক জরিপেও এই টোটকা ব্যবহার করে প্রায় নির্ভূল ফল পাবেন, পরীক্ষা করে দেখতে পারেন.
৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: FREE THINKER নিকটির ব্যান চাই। কারণ: নারীদের প্রতি প্রত্যক্ষ অপমান ও ধর্ষকদের সমর্থন দিয়ে ধর্ষিতাদের দায়ী করা।ওর পোস্টে যান ও সবাই রিপোর্ট করবেন প্লিজ....
৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
ইখতামিন বলেছেন: দৃষ্টি আকর্ষণ:
প্লিজ! অনুগ্রহ পূর্বক এই পোস্টটিকে সকলে একবার রিপোর্ট করে আসুন
৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: স্ট্যাটাস - ওয়াচ
থাবাবাবাদের বিরুদ্ধে মাহমুদুর রহমানের ভূমিকার পক্ষ নিয়ে মাহমুদুরকে আটক করার আগের রাতে একটি পোস্ট দিয়েছিলাম, ৫ মিনিটেই পোস্ট খেয়ে ফেললো মডারেশন, সাথে ওয়াচে রেখে দেয়া হল আমার ব্লগটি. অপরাধ -৩ঘ. যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে।
আমার পোস্টে কোন বানিয়ে বানিয়ে গালগল্পও ছিল না, কোন মিথ্যাও ছিল না. মিথ্যা অপবাদ দিয়ে আমার পোস্ট ও কমেন্ট করার অধিকার হরণ করে নষ্টামি করেছে সামু. আমি এর প্রতিবাদ জানাচ্ছি ও আমার আগের পোস্ট [এক অস্থির সময় - শাহবাগী মিডিয়া, ব্লগ, ব্লগিং, হেট-এন্ড-লাই ক্যাম্পেইন, রাজনীতি, সিন্ডিকেটেড মিথ্যাবাজি] থেকে কোট করছি - নষ্টামি বন্ধ না হলে অন্য কোন দিন, অন্য কোন পরিস্থিতিতে এই ফ্যসিবাদ যে আরও কোন নোংরা রূপ নিয়ে শাহবাগী মিডিয়া সিন্ডিকেটকে গ্রাস করবে না তা কে হলপ করে বলবে?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
নিঃসঙ্গ ঢেউ বলেছেন: বামদের পাছা বাঁচানোর জন্য এই হোগা মারা খাওয়া জরিপ বানাচ্ছে মাহফুজ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হোক, জরিপ ওর হোগা দিয়ে ঢুকানো হবে।