নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্ট্যাটাস - ওয়াচ

যুক্তিপ্রাজ্ঞ

স্ট্যাটাস - ওয়াচ

যুক্তিপ্রাজ্ঞ › বিস্তারিত পোস্টঃ

এক অস্থির সময় - শাহবাগী মিডিয়া, ব্লগ, ব্লগিং, হেট-এন্ড-লাই ক্যাম্পেইন, রাজনীতি, সিন্ডিকেটেড মিথ্যাবাজি

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:১৯

দেশের অধিকাংশ মিডিয়া এবং ব্লগ (ব্লগও সীমিত মিডিয়া, সামুও সামিল) গত ২-৩ দিন যাবত (যেটা মাসখানেক আগে শুরু হয়েছে) মহাপরাক্রমে সিন্ডিকেটেড, কনসার্টেড হেট-এন্ড-লাই ক্যাম্পেইন চালাচ্ছে, রাজাকার রাজাকার করে এমন ফেনা তুলে ফেলছে যে নির্বিচারে গণহত্যাকে জায়েজ করে ফেলছে, জামাত-শিবির নিহতের দায়ও জামাত-শিবির এমনকি বিস্ময়করভাবে বিএনপির উপর চাপাচ্ছে. ৮০টা জামাত-শিবিরকে হত্যা করতে গেলে ৫টা পুলিশ, ৫টা লিগ আর ১০টা সাধারণ জনগণ নিহত হবে - এটাতো সহজ সমীকরণ! লাশের ভীড়ে তারা মানুষ দেখে না, শিবির দেখে. ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করতে পশ্চিমা স্টান্ডার্ডে মানবতা মাপলেও এখন তারা একই নিক্তিতে জামাত-শিবিরের রক্ত মাপতে লেগেছে, মানবতা হাওয়া!



জামাত-শিবির অবশ্যই আক্রমণাত্মক, কারণ তারা অস্তিত্বের সংকটে পড়েছে আর নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি দেয়া থেকে বঞ্চিত হয়েছে. কিন্তু পুলিশ আর লিগ ক্যাডারেরাও এক কাঠি সরেস, উভয় পক্ষ একটা গৃহযুদ্ধ বাধাতে (এতে জাশির লাভ বেশি), দাঙ্গা বাধাতে (এতে লিগ-বামদের লাভ বেশি) মরিয়া - ইনিয়েবিনিয়ে নানান গল্প ফাঁদার পায়তারা লক্ষ্য করা যাচ্ছে. দেশের শান্তি, স্থিতি, অর্থনীতি আর সাধারণ মানুষের কথা ইসলামের বেপারী জামাত-শিবিরের ভাবার প্রয়োজন নাই, তারা তাদের অপরাধী নেতাদের আর নিজেদের আর্থিক কর্মকান্ড বাঁচাতে পারলেই হল. অন্যদিকে ভারতের দয়া-দাক্ষিণ্যে ব্যক্তিগত লাভালাভে গদগদ আওয়ামি-বামপন্থীদেরও হাজার কোটি টাকার দূর্নীতির মচ্ছব পরের টার্মে লাখ কোটিতে নেয়ার সুযোগ নিতে ১০০ লাশ কেন, ১০,০০০ লাশ হলেই বা কী! এ এক 'উলট-পালট করে দে মা, লুটে পুটে খাই' সময় চলছে. শাহবাগের ডিজুসমার্কা আন্দোলন এখন সম্পূর্ণত দলবাজি ও বিভক্তির, ভাষার ব্যবহার, আচরণ ও প্রবণতার দিক থেকে উগ্র ফ্যাসিবাদী ও পুঁতিগন্ধময়.



আমি অবাক, এই মিডিয়া নষ্টামির নেতৃত্বে আছে প্রথম আলো, তারা বিএনপির বিরুদ্ধে এখন পুরোদস্তর পোলারাইজড. তারা হেড়ে গলায় রাতদিন রাজাকার জপে সরকারের সব অপরাধ ধামাচাপা দিতে, ভিন্নমতের টুটি চেপে ধরতে অস্থির. এই ফ্যাসিবাদিতা, এই উলট-পালটের গল্পের এটাই শেষ নয়... এই দিন দিন না, আরও দিন আছে. এখন চ্যানেল ওয়ান বন্ধ, অমুক-তমুকের টক-শো করা বন্ধ, শাহবাগের চক্ষুশূল ব্লগগুলা বন্ধ, মাহমুদুর রহমানকে গ্রেফতারের কসরত... নষ্টামি বন্ধ না হলে অন্য কোন দিন, অন্য কোন পরিস্থিতিতে এই ফ্যসিবাদ যে আরও কোন নোংরা রূপ নিয়ে শাহবাগী মিডিয়া সিন্ডিকেটকে গ্রাস করবে না তা কে হলপ করে বলবে?



মিথ্যা প্রচারণা খুব স্বল্পমাত্রায় হলে সহনীয়ও হয়, কার্যকরীও হয়, এখন সিন্ডিকেটেড মিথ্যাবাজি সব সীমা ছাড়িয়েছে, কতিপয় ডিজুস-মূর্খ ছাড়া সবার চোখেই সেটা পড়ছে এবং বিরক্তিও চূড়ান্ত পর্যায়ে পৌছেছে. বঙ্গবন্ধুর নামগন্ধ মুছে ফেলার চেষ্টা চলেছে বহু বছর, তাতে তার জনপ্রিয়তা আরও বেড়েছে, আজ যখন সব টাকা, সব মুদ্রা, সব সরকারী স্থাপনা-প্রতিষ্ঠানে, সব রাস্তাঘাটে বঙ্গবন্ধুর নাম-ছবি লেপে দেয়া হয়েছে তাতে তার জনপ্রিয়তা বাড়েনি এক ফোঁটা, কমেছে অনেক আর হাস্যবিদ্রুপের, রোষের ব্যাপার হয়েছে - বাড়াবাড়ির এই ফল. শাহবাগী মিডিয়া এই বাড়াবাড়ির ফল ভোগ করবে - এটা আমার বিশ্লেষনী ভবিষ্যতবাণী.



আমাকে জামাত-শিবির, হিজুসহ আরও নোংরা কিছু ট্যাগিং দেয়া হবে জেনেই এই পোস্ট, এই পোস্টে যে সিন্ডিকেটেড, কনসার্টেড হেট-এন্ড-লাই ক্যাম্পেইনের কথা বলেছি, সেটা মাপাও একটা পার্শ্ব-উদ্দেশ্য ...সো, ওয়েলকাম.

মন্তব্য ২৯ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৩৭

িট্রপ্ত বলেছেন: কঠিন ................................কার সাহস সত্য বলে ? মিথ্যাতেই রাজনীতির ভাষা, আর যত তোষামদ, কত কি বিশেষন । মিথ্যাতেই আজ মুক্তি মিথ্যাতেই অর্জন । যারা আসলে এক নবীন বালক তাই পরের প্ররোচনায় এই তরুন পথ ভ্রস্ট তুরনরা কিভাবে মিথ্যাচার করে যাচ্ছে যাহা তাদের অজ্ঞতার প্রকাশ । রাজাকার খুজবি তো ঠিক জায়গায় খোজ !! আসলে জানা নাই তো ...........পুলাপান সব বেচারারা.........সাথে রাজনীতির জীবিকাধারী কতগুলো হায়না শরনার্থী ক্যাম্প চালিয়ে যারা মুক্তিযোদ্ধা।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৫৬

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: শাহবাগী মিডিয়া সিন্ডিকেট কনসার্টেড মিথ্যাবাজিই করছে না, ভিন্নমতের টুঁটি চেপে ধরতে মরিয়া উগ্র. দেখুন, ভারতীয় পত্রিকা দি হিন্দু লিখেছে, REASONS FOR CONCERN: Though there is much in the protests to support, the extreme demands being made do not fit in (উদ্বেগের কারণ: প্রতিবাদকারীদের সমর্থন জানানোর অনেক কারণ থাকলেও চরমপন্থী দাবীগুলো মানানসই নয়). THE HINDU

২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৪৫

আমার স্বপ্নগুলি বলেছেন: পুলিশের নির্বিচারে খুনকেও জায়েজ করে ফেলেছে। অপরাধী অবশ্যই ধরা উচিত, কিন্তু তাই বলে নিরস্ত্র একজনকে এইভাবে হত্যা করা কোন সুস্থ রাষ্ট্রের কাজ হতে পারে না।


আমরা একটা অসুস্থ সময় পার করছি। একদিকে জামাত শিবিরের ত্রাস, আরেকদিকে সরকারী বাহিনীর হত্যালীলা। মাঝখানে সাধারন মানুষ চিড়া-চ্যাপ্টা।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৫৭

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: একদিকে জামাত শিবিরের ত্রাস, আরেকদিকে সরকারী বাহিনীর হত্যালীলা। মাঝখানে সাধারন মানুষ চিড়া-চ্যাপ্টা। - সহমত

৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৫৫

ফালতু বালক বলেছেন: ভালো বলেছেন।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৫৮

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: ভাল বলাই শেষ কথা নয়, ভাল যেন থাকি, থাকতে পারি.

৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৫৭

নিরব বাংলাদেশী বলেছেন: বেয়াল্লিশ পেরুলো তবু হলাম না মানুষ
বাঘা আজ রাজাকার, মখা বীরপুরুষ

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:০১

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: 'উলট-পালট করে দে মা, লুটে পুটে খাই' সময় চলছে - এখন কলিকাল হরিণী চাটে বাঘের গাল...

৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:০২

পিওর গাধা বলেছেন: পুরো মিডিয়া এখন হাম্বা হাম্বা ডাক দিতে ব্যাস্ত :(

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১৭

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: শাহবাগী মিডিয়া সিন্ডিকেটের হেড়ে গলায় গান গাওয়ার আনন্দের পাত্তি মজুত আছে, অন্যরা শাহবাগীদের তোপে পড়ে মাইনরিটি হওয়ার ভয়ে মুখে কলুপ এঁটে আছে. এক আমার দেশের উপর চোটপাট দেখে তারা বাস্তবিক ভয় পেয়েছে, দুর্মূল্যের বাজারে পত্রিকা বন্ধ হলে চলবে? এখানে কোথাও নীতিবোধ নেই - স্বার্থ না থাকলে কে কার পক্ষে বা বিপক্ষে বলবে? এখন গাড়লদের সময়...

৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১৬

সুমনদেশ বলেছেন:


নষ্ট মিডিয়াগুলো আওয়ামী লীগ সরকারের গত ৪ বছরের সব দুষ্কর্ম ধামাচাপা দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে। এসব পত্রিকা-টিভি জনগণের স্বার্থ না দেখে গণবিরোধী আওয়ামী লীগের ইশারায় চলছে। ২৮ ফেব্রুয়ারি সারাদেশে ৬০/৭০ জন নাগরিক হত্যার জন্য আওয়ামী লীগ সরকারেরই বিশেষ ট্রাইবুনারে বিচার হওয়া উচিত।

জনগণ ছাত্রলীগ-যুবলীগের খুন, রাহাজানি, ধর্ষণ কিছুই ভোলেনি। জনগণ শেয়ারবাজার লুট, চোর কালো বিড়াল সুরঞ্জিতের বিশাল ঘুষ কেলেঙ্কারি, হলমার্কের ব্যাংক লুট, ক্যুইক রেন্টালের নামে বিশাল ডাকাতি, পদ্মা সেতুর চাঞ্চল্যকর দুর্নীতি কিছুই ভোলেনি।

এটা এখন স্পষ্ট যে, শাহবাগের জমায়েত হাসিনার পরিকল্পিত সাজানো নাটক। ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা এটা পরিচালনা করছে।


০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:২০

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: এ এক 'উলট-পালট করে দে মা, লুটে পুটে খাই' সময় চলছে. শাহবাগের ডিজুসমার্কা আন্দোলন এখন সম্পূর্ণত দলবাজি ও বিভক্তির, ভাষার ব্যবহার, আচরণ ও প্রবণতার দিক থেকে উগ্র ফ্যাসিবাদী ও পুঁতিগন্ধময়.

আর নাটক, হ্যাঁ চলুন এই দুঃসময়ে অগত্যা নাটক দেখেই বিনোদন নেই...

৭| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:২৫

আখিলিস বলেছেন: খবর্দার ওদের কিন্তু মানবধিকার আছে !

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:৪৯

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: মানবাধীকার আপনে বললে কি হবে, মানবাধীকার কমিশনারতো বলেন নাই... আর আমিতো শাহবাগী মিডিয়া দিয়া মানবাধীকার মাপি না...

৮| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:২৯

সুমনদেশ বলেছেন: গত ৪ বছরের ব্যাপক লুটপাটের বেনিফিসিয়ারি আওয়ামী লীগার গং এবং তাদের সন্তান-আত্মীয় পরিজনরাই দলে দলে শাহবাগে এসে নর্তন-কুর্দন করছে আবার ক্ষমতায় যাওয়ার জন্য। শাহবাগের চৌরাস্তাকে হাসিনার সাজানো নাট্যমঞ্চ বানানো হয়েছে। শাহবাগীরা তো একটিবারের জন্যও আওয়ামী লীগের ভিতরে থাকা যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলছে না।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:৪৭

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: শাহবাগীরা একটিবারের জন্যও আওয়ামী লীগের ভিতরে থাকা যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলছে না তাতে আমি উতকণ্ঠিত নই. কারণ, সাধারণ মানুষের বা সাধারণ বিবেকের কাছে যুদ্ধাপরাধীদের বিচার হওয়া বাঞ্ছনীয়. কিন্তু এই বিচারের আঞ্জাম-আয়োজন সাধারণ কোন বোধ-বিবেচনা থেকে উতসারিত নয়, গভীরভারে রাজনৈতিক. রাজনৈতিক কারণেই লিগার রাজাকারেরা এখন শুধু মুক্তিযোদ্ধা না, তারা 'মোর ক্রিশ্চিয়ান দেন দ্য পোপ' এর মত উগ্র মুক্তিযোদ্ধা, সোল এজেন্ট. রাজনৈতিক কারণ প্রধান হওয়ায়ই লিগার রাজাকারদের বিচার হবে না, অন্য দলও তাই করতো. বিএনপি কখনও ক্ষমতায় এলে সোল এজেন্ট মুক্তিযোদ্ধাদের মুখোশ খুলে দিয়ে বিচার করবে, সেটা কেন বলছে না, ব্যাপার রহস্যময়.

৯| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:৫৪

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: কোন কুক্ষণে যে লিখছিলাম -

আমাকে জামাত-শিবির, হিজুসহ আরও নোংরা কিছু ট্যাগিং দেয়া হবে জেনেই এই পোস্ট, এই পোস্টে যে সিন্ডিকেটেড, কনসার্টেড হেট-এন্ড-লাই ক্যাম্পেইনের কথা বলেছি, সেটা মাপাও একটা পার্শ্ব-উদ্দেশ্য ...সো, ওয়েলকাম.

...আহা, একটা ট্যাগিং পাইলাম না... ঘুমাইতে যাই.

১০| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

২০১৩ বলেছেন: দেশের প্রকৃত মালিকদের দেশ রক্ষা করার জন্য এগিয়ে আস্তে হবে , দেশ ভারতের গোলাম আম্লিগের জন্য, প্রকৃত আম্লিগার যারা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিল সোনাগাছিতে পলায়ে থাকেনি,

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৭

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: শাহবাগীরা শেষ পর্যন্ত ভাগাড়েই ঠাঁই নিয়েছে...

১১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

আশফাক সুমন বলেছেন: সহমত আপনার পোস্টের সাথে।
+++++্

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪২

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: শাহবাগীরা ভাগাড়ে অপচয় হয়েছে, এখন বাকি ভবিষ্যতবাণী (মধ্য মেয়াদী) ফলতে বাকি -

শাহবাগী মিডিয়া এই বাড়াবাড়ির ফল ভোগ করবে - এটা আমার বিশ্লেষনী ভবিষ্যতবাণী.

ধন্যবাদ.

১২| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩২

এম আর সুমন বলেছেন: লেখক বলেছেন: 'উলট-পালট করে দে মা, লুটে পুটে খাই' সময় চলছে - এখন কলিকাল হরিণী চাটে বাঘের গাল... হা হা হা,

সহমত

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৩

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: শাহবাগের পতন হল, শাহবাগী মিডিয়ার পতন দেখার অপেক্ষায়...

১৩| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৭

বাবুআনা বলেছেন: ভাল বলেছেন।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৪

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: ধন্যবাদ

১৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩

মদন বলেছেন: একটা সময় গেছে শাহবাগের বিরুদ্ধে বলাতো দূরের কথা সামান্য সমালোচনা করলেও - তুই রাজাকার, তুই রাজাকার।

ঘোর কলি কাল আয়া পড়ছে, নাইলে শাহবাগরে ডিজুস বলার পরেও লেখকের ব্যান মোবারক হয় নাই ;)

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: আরে তাইতো! এত ভাগ্যবান আমি!!

১৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: স্ট্যাটাস - ওয়াচ
থাবাবাবাদের বিরুদ্ধে মাহমুদুর রহমানের ভূমিকার পক্ষ নিয়ে মাহমুদুরকে আটক করার আগের রাতে একটি পোস্ট দিয়েছিলাম, ৫ মিনিটেই পোস্ট খেয়ে ফেললো মডারেশন, সাথে ওয়াচে রেখে দেয়া হল আমার ব্লগটি. অপরাধ -৩ঘ. যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে।

আমার পোস্টে কোন বানিয়ে বানিয়ে গালগল্পও ছিল না, কোন মিথ্যাও ছিল না. মিথ্যা অপবাদ দিয়ে আমার পোস্ট ও কমেন্ট করার অধিকার হরণ করে নষ্টামি করেছে সামু. আমি এর প্রতিবাদ জানাচ্ছি ও আমার আগের পোস্ট [এক অস্থির সময় - শাহবাগী মিডিয়া, ব্লগ, ব্লগিং, হেট-এন্ড-লাই ক্যাম্পেইন, রাজনীতি, সিন্ডিকেটেড মিথ্যাবাজি] থেকে কোট করছি - নষ্টামি বন্ধ না হলে অন্য কোন দিন, অন্য কোন পরিস্থিতিতে এই ফ্যসিবাদ যে আরও কোন নোংরা রূপ নিয়ে শাহবাগী মিডিয়া সিন্ডিকেটকে গ্রাস করবে না তা কে হলপ করে বলবে?

১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: চেক, চেক, চেক... কমেন্ট চেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.