![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্ট্যাটাস - ওয়াচ
মাহমুদুর রহমানকে আটক করার আগের রাতে থাবা বাবাকে নিয়ে মাহমুদুর রহমানের দায়দায়িত্ব, ক্ষতি বা প্রাপ্তি শিরোনামে একটি পোস্ট দিয়েছিলাম, ৫ মিনিটেই পোস্ট খেয়ে ফেললো মডারেশন, সাথে ওয়াচে রেখে দেয়া হল আমার ব্লগটি. অপরাধ - নীতিমালা ৩ঘ ভঙ্গ করা. যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে।
আমার পোস্টে কোন বানিয়ে বানিয়ে গালগল্পও ছিল না, কোন মিথ্যাও ছিল না, উপুর্যপরি হওয়ারতো প্রশ্নই আসে না! মিথ্যা অপবাদ দিয়ে আমার পোস্ট ও কমেন্ট করার অধিকার হরণ করে নষ্টামি করেছে সামু. আমি এর প্রতিবাদ জানাচ্ছি আমার আগের পোস্ট [এক অস্থির সময় - শাহবাগী মিডিয়া, ব্লগ, ব্লগিং, হেট-এন্ড-লাই ক্যাম্পেইন, রাজনীতি, সিন্ডিকেটেড মিথ্যাবাজি] থেকে কোট করে - নষ্টামি বন্ধ না হলে অন্য কোন দিন, অন্য কোন পরিস্থিতিতে এই ফ্যসিবাদ যে আরও কোন নোংরা রূপ নিয়ে শাহবাগী মিডিয়া সিন্ডিকেটকে গ্রাস করবে না তা কে হলপ করে বলবে?
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩
বেলা শেষে বলেছেন: ....they have come hier for there works...
....we have to do ours own works,
....i am hier just learning...
....একবার করে হলেও আমি আপনার "Blog" দেখবো এবং পড়বো ।
Salam & Respect to you...
অনেক অনেক ভালো থাকবেন।
...good writing , good post,
Thenk you very much
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৩
পাঠক১৯৭১ বলেছেন: আমি এখনো 'ওয়াচে'; ইতিমধ্যে হয়তো অনেক এডমিন বদলী হয়েছেন, উনাদের মাথাব্যথা নেই; বাংগালীর হাতে ক্ষমতা গেলে মাথা খারাপ হয়ে যায়।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
পাঠক১৯৭১ বলেছেন: আমাকে 'সাধারণ' থেকে 'ওয়াচে' এনে বসে আছে; আমি চেস্টা করছি নিয়ম মেনে চলার, উনাদের খবর নেই!
এটুকুই আমাদের এডমিনদের ভাবনা শক্তি