![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আওয়া বন্ধু দুঃখ করো না
গনেশ উল্টে গেছে
রামরাজত্ব গেছে ধ্বসে
তোমার আব্বুরা তোমার আম্মুরা
কাউয়ারা না খেলেই
আচমকা পালিয়ে গেছে
ইঁদুরের গর্ত থেকে সাপগুলো
কখনও ফিরবে না
মন শক্ত করো পিও বন্ধু
দুঃখ করো না!
এখন যার যা খুশি বলছে
রেন্ডিয়াকে ধুয়ে দিচ্ছে
ধর্মের বয়ান দিচ্ছে
উদ্বাহু স্বস্তির শ্বাস নিচ্ছে
‘নাটক কম কর পিও’ গ্রাফিতি আঁকছে
এড-রিমুভের মজা গেছে চুপসে
তুমি দাঁত কিড়মিড় করে
দাঁত নড়ে গেলে ডেন্টিস্ট পাবে না
বরং এদিক সেদিক সটকে পড়
নিষ্ফলা ফোঁসফাঁস করে
নিজের শ্বাসকষ্ট বাড়িও না।
মুক্তিকামী ছাত্রজনস্রোতে
লুটভোগের সাম্রাজ্য
লহমায় ছারখার খাক
মোদীর রক্ষিতা গেছে ভেগে
পাছা লাল গোপালীরা
গোপন ব্যথায় কুঁইকুঁই করছে
চট করে ঢুকে পরার
ছেলে ভুলানো গল্পে মজো না
বরং লুট-ঘুষ-দখল যা করেছো
চুপে চুপে সামলে নিয়ে
গিরগিটি রঙ বদলাও
আপাতত নিরুপদ্রব থাকো।
মোদীদাসী মা তোমার
জয় বাংলা হয়ে গেছে
দশ হাজার খুনের
অসমাপ্ত তালিকাসহ
দানববন্ধু রামধরা
শাহবাগ শাপলাচত্ত্বরে
হেফাজতিরা এসেছে ফিরে
মুগ্ধর বন্ধুরা অগুনতি হয়ে
স্নাইপারের বন্দুক সব
দখলে নিয়ে আছড়ে ভেঙেছে
সাধের আয়নাঘর পায় না
বোবাকান্নার স্বাদ
গুমখুনের উল্লাসের দিন
ফেরাতে পারবে না
পিও বন্ধু দুঃখ করো না!
তোমার মূর্তিপূজার দিন শেষ
পিওর ম্যুরালে জুতা ছোঁড়ার
দারুণ প্রতিযোগিতা এসে গেছে
কাকে কদমবুচি করবে
কার পায়ে লুটিয়ে প্রণাম দিবে
কার আশির্বাদ নিবে হায়
এমন অসহায় দিনে
বরং ক্রোধ সামলে
জুতার নিশানা ঠিক করো
পিওর নাকে ঠোটে
পাঁচ পাঁচটা জুতার সবগুলো
ছুঁড়ে দিয়ে আবার
ফার্স্ট প্রাইজ ছিনিয়ে নাও
চ্যাম্পিয়ান হওয়া ছাড়া
তোমাকে মানায় না
পিও বন্ধু দুঃখ করো না!
“সব ম্যানেজ করে ফেলে”
মোদীদাসীর উপর
কঠিন ইমান এনে
আৎকা ইমানহারা
বেসামাল ধাক্কায় বিহ্বল
রয়েসয়ে ধকল সামলাও
শোককে সুযোগ বানাও
তোমার ছেনালী খেলাও
আর অন্তরে আওয়া
ছিলে আছো থাকবে
বাইরেই বদলাবে ভেতরে না
আজন্ম গিরগিটি তায়
মাম্মোর পেয়েছো নাটুকে চুমা
তুমিই পারবে তুমি না পারলে
আর কেউ পারবে না!
©somewhere in net ltd.