নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Island in the Stream

লোনার

When men cease to believe in God, they do not thereafter believe in nothing, they then become capable of believing anything. - G.K. Chesterton

লোনার › বিস্তারিত পোস্টঃ

তোমরা যারা ঈমান এনেছো শোন....!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

কুর’আনের এই সম্বোধনটা আমি ধার করছি এই ব্লগে যারা ঈমানের দাবী করেন – নিজেদের মুসলিম মনে করেন তাদের জন্য। যদিও আমি বুঝি যে, সামু ক্রমেই “মুক্তমনা” টাইপের ব্লগে পরিণত হচ্ছে। এখানে প্রায়ই দেখা যায় ইসলাম নিয়ে হাসি-ঠাট্টা, তুচ্ছ-তাচ্ছিল্য করাটা নিজেকে পরিশীলিত বলে প্রমাণ করার একটা পন্থা মনে করেন অনেকেই।

(তোমরা যারা ঈমান এনেছো, অর্থাৎ) আপনারা যারা নিজেদের মুসলিম মনে করেন, ভেবে দেখুন তো আজকের দিনে যা যা করলেন, বিচার দিবসে আল্লাহর কাছে, তাঁর সামনে তা justified করতে পারবেন তো? এই মুহূর্তে(রাত ৮:৩৫) সামুর প্রথম পাতায় ১৫টা পোস্ট রয়েছে – তার মাঝে ৪টা কবিতা (যার মাঝে ভুল-শুদ্ধ বানানে প্রেমের প্যান-প্যানানিও রয়েছে), ১টা চীন, মায়ানমার তথা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে, ১টা ইসলাম নিয়ে, ১টা ধর্ম ব্যবসায় নিয়ে, ১টা বাঙালী/বাংলাদেশ নিয়ে, ২টা ছাত্র জীবনের স্মৃতিচারণ নিয়ে, ১টা বুক রিভিউ, ১টা সিনেমার অডিশন নিয়ে, ১টা নোবেল পুরস্কার নিয়ে যেখানে মিয়ানমার প্রসঙ্গও এসেছে, ১টা জমি-জমা নিয়ে আর ১টা গল্প! জীবনের একটা আটপৌরে চিত্র বলা যায় – সবকিছুই স্বাভাবিকভাবে ঠিকঠাক চলেছে - “অতি সনাতন ছন্দে”!!

এবার সংযুক্ত ভিডিওটা দেখুন।


দেখুন তো রোহিঙ্গাদের অবস্থার বর্ণনা দিতে এই বিধর্মী মহিলার হৃদয়ের যে রক্তক্ষরণ, তাদের জীবন রক্ষাকল্পে তার যে আকুতি ও আকুল আবেদন, তাদের কষ্ট অনুভব করে তার যে কান্না – আপনার কি তেমনটা কখনো “বোধ” হয়েছে? আল্লাহকে বোঝাতে পারবেন তো যে, একজন মুসলিম হিসেবে আরেকদল মুসলিমের জীবনের চরম দুরবস্থা ও দুর্দশা দেখে যা করণীয় ছিল বা আপনার যা করার ক্ষমতা ছিল আপনি তার সব করেছেন?





মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


রোহিংগাদের নিয়ে বিশ্ব এবার চিন্তিত; আপনি রোহিংগাদের জন্য কি করছেন, বলুন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৯

লোনার বলেছেন: আল্লাহর সন্তুষ্টি চাওয়া কোন মুসলিম কখনো বলতে যাবে না, সে আল্লাহর সন্তুষ্টি চেয়ে কি করেছে - যারা "মহৎ" কাজের ছবি তুলতে চান, ফেসবুকে স্টেটাস দিতে চান, তাদের কথা আলাদা! আমি সত্যিই আপনার কাছে বা কোন পাঠকের কাছেই জানতে চাই নি, আপনি/তিনি "কী" করেছেন, কত দান করেছেন! আমার পোস্টটা কেবলই সচেতনতা জাগানোর একটা চেষ্টা। বোঝাতে পারলাম?

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৯

মলাসইলমুইনা বলেছেন: ভাই, সবাইকে কে সবার মতো করে তাদের কাজটুকু করতে দিন, ভাবতেও দিন | যার যেমন সামর্থ্য (ইন্টেলেক্টুচুয়ালিটি, সেন্টিমেন্ট নিয়ে) সেতো সে অনুযায়ীই ভাববে ! আমাদের দেশে গত ক'বছরে আমরা ইসলাম সম্পর্কে একটা ভীতি তৈরী করেছি | প্র্যাকটিসিং মুসলিমদের হেনস্থা করা শুরু করেছি | সেটাকে অপরাধ হিসেবেও ভাবিনি | সেই সাথে হৈ হল্লার (আরো কতগুলো জিনিস আছে অতিরিক্ত) শক্ত একটা কালচার মনে হয় তৈরী করে ফেলেছি | সব কিছুতেই নাচি নাচি, উৎসব উৎসব ভাব ! এগুলো থেকে রাতারাতি মুক্ত হওয়া সম্ভব না | তারপরও অনেকেই দেখি রহিঙ্গাদের অবস্থা নিয়ে উদ্বিগ্ন সেটা খুবই একটা পজিটিভ দিক মনে হয় আমার কাছে এতো ঝামেলার মধ্যেও |

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪

লোনার বলেছেন: আপনার মন্তব্যের সাথে দ্বিমত পোষণ করার খুব একটা উপায় নেই। আর আমি পোস্টটা কেন দিয়েছি, তা ১নং মন্তব্যের উত্তরে ব্যাখ্যা করেছি।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৮

আমি পোলাপাইণ বলেছেন: |-)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১১

লোনার বলেছেন: আপনি তো "পোলাপাইন" - আপনেরে আর কি কমু?

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৮

হাফিজ হুসাইন বলেছেন: ভালো লাগলো

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩

লোনার বলেছেন: ধন্যবাদ!

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার বক্তব্য পরিস্কার নয়। এখানে সাধারণ মানুষের করার খুবই সামান্য কিছু আছে। আমাদের ক্ষমতাও আমেরিকা, জার্মানীর মত না...

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭

লোনার বলেছেন: আপনার মন্তব্যের জবাবে একটা গোটা পোস্ট দেয়া হয়ে গেল: view this link

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

মলাসইলমুইনা বলেছেন: আপনার লেখার মানেটা আমি কিন্তু খুব ডিফারেন্টলি ইন্টারপ্রেট করিনি | যেটা বলতে চেয়েছিলামসেটা তা হলো, ভিডিওটা দেখেও যে যার মতো করেই রিএক্ট করবে | রাতারাতি কারো অভ্যেস চেঞ্জ হয়ে যাবে না আর এটা নিয়ে অত মাথা ঘামানোর কিছু নেই |রোহিঙ্গাদের পক্ষে সহানুভূতিশীল মানুষ আমাদের দেশে অনেক আছে |

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫

লোনার বলেছেন: এ বিষয়ে একটা নতুন পোস্ট দেখুন:
view this link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.