নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূঃস্বপ্ন আমায় জাগায়, হতাশা সঙ্গে থাকে

চলছি, যেমন চলছে। ইমেইল: [email protected]

দুঃখবিলাস

মৃত্যুই আনুক নষ্ট আমার মাঝে, শুদ্ধ আমার জম্ম। মৃত্যুই হোক সমগ্র পৃথিবীর, একমাত্র ধর্ম।।

দুঃখবিলাস › বিস্তারিত পোস্টঃ

টেরাই করো আমারে,

১০ ই মার্চ, ২০০৮ দুপুর ১:২৯

সখি তোমায়,



ভালোবাস কিনা বাস সখি

বাস কিনা বাস সখি,

টেরাই করো আমারে, কত্তো ভালবাসি তোমারে।



কুত্তা যেমন ভালবাসে ডাস্টবিনের ঐ ময়লারে,

তেমনি আমি ভালবাসি প্রাণ সখি তোমারে,

প্রাণ সখি তোমারে।

ভালোবাস কিনা বাস সখি

বাস কিনা বাস সখি,

টেরাই করো আমারে,

কত্তো ভালবাসি তোমারে।



বিলাই যেমন ভালবাসে ইলশা মাছের কেঁটারে

তেমনি তোমায় ভালবাসি প্রাণ সখি তোমারে,

প্রাণ সখি তোমারে।

ভালোবাস কিনা বাস সখি

বাস কিনা বাস সখি,

টেরাই করো আমারে,

কত্তো ভালবাসি তোমারে।



[কৌশিক]

কাউয়া যেমন ভালবাসে মরা গরুর হাড্ডিরে,

তেমনি আমি ভালবাসি প্রাণ সখি তোমারে,

প্রাণ সখি তোমারে।

ভালোবাস কিনা বাস সখি

বাস কিনা বাস সখি,

টেরাই করো আমারে,

কত্তো ভালবাসি তোমারে।





[সংগ্রহ]

মন্তব্য ৪২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৩০

কৌশিক বলেছেন: আরো তো আছে! সেগুলা কই?

২| ১০ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৩৬

কৌশিক বলেছেন: কাউয়া যেমন ভালবাসে মরা গরুর হাড্ডিরে,
তেমনি আমি ভালবাসি প্রাণ সখি তোমারে,
প্রাণ সখি তোমারে।
ভালোবাস কিনা বাস সখি
বাস কিনা বাস সখি,
টেরাই করো আমারে,
কত্তো ভালবাসি তোমারে।

১০ ই মার্চ, ২০০৮ দুপুর ২:০৬

দুঃখবিলাস বলেছেন: আপনার অংশটি যোগ করলাম। পূর্ণ হোক আমার গনকবিতা

৩| ১০ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪০

নবজন্ম বলেছেন: অনেক দিন পরে পাইলাম । কেমুন আছেন???

১০ ই মার্চ, ২০০৮ দুপুর ২:০৭

দুঃখবিলাস বলেছেন: আমি ভালো। আপনি কেমন?

৪| ১০ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫৫

মাইনাচ! বলেছেন: টেরাই করতে করতে টাইরেড।
মাইনাচ! দিলাম না।

১০ ই মার্চ, ২০০৮ দুপুর ২:০৮

দুঃখবিলাস বলেছেন: আমরা আসলে প্রেম করতে কখনও কিন্তু টায়ার্ড হইনা। খেয়াল করেছেন?
ধন্যবাদ, মাইনাস দিলেন না বলে

৫| ১০ ই মার্চ, ২০০৮ দুপুর ২:১২

রেটিং বলেছেন: রেটিং করলাম। প্লাস ।

১০ ই মার্চ, ২০০৮ দুপুর ২:১৪

দুঃখবিলাস বলেছেন: ধন্যবাদ, রেটিং

১০ ই মার্চ, ২০০৮ দুপুর ২:১৫

দুঃখবিলাস বলেছেন: শুধু রেটিং নয়, কবিতাটিকে আরো সমৃদ্ধ করুন। আসুন।

৬| ১০ ই মার্চ, ২০০৮ দুপুর ২:১৯

িদদারুল আলম বাননা বলেছেন:

কাউয়া যেমন ভালবাসে মরা গরুর হাড্ডিরে

কাউয়া ভালোবাসে মরা গরু কে

হাড্ডি কে নয়।

কারন কাউয়া হাড্ডি খেতে পারে না।

১০ ই মার্চ, ২০০৮ দুপুর ২:২৫

দুঃখবিলাস বলেছেন: ব্যাপার না। ভালবাসাতে কোন নিয়ম নাই।

৭| ১০ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৪১

কৌশিক বলেছেন: এটিম যেমন ভালবাসে ত্রিভূজ মিয়ার চামড়ারে
তেমনি আমি ভালবাসি প্রাণ সখি তোমারে,
প্রাণ সখি তোমারে।
ভালোবাস কিনা বাস সখি
বাস কিনা বাস সখি,
টেরাই করো আমারে,
কত্তো ভালবাসি তোমারে।

১০ ই মার্চ, ২০০৮ রাত ৯:১১

দুঃখবিলাস বলেছেন: হা হা, কৌশিকদা জব্বর কইছো।

৮| ১০ ই মার্চ, ২০০৮ দুপুর ২:২৮

িদদারুল আলম বাননা বলেছেন:

তার পর ও আপনার কবিতা টা সুন্দর হয়েছে।
+

ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৩২

দুঃখবিলাস বলেছেন: এটা সংগৃহিত। তবুও আপানার ভাল লাগলো বলে ভালো লাগলো। ধন্যবাদ

৯| ১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:১৫

নবজন্ম বলেছেন: খুব একটা ভালো না। অনেক দিন হল কোন দুঃখ নেই।

১০ ই মার্চ, ২০০৮ রাত ৯:১৩

দুঃখবিলাস বলেছেন: দুঃখ আছে, তবে ব্যস্ততা খুব বেশি। দুঃখ নিয়ে বিলাসিতায় সময়ের খুব দরকার হয় যে।

১০| ১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:১২

রাশেদ বলেছেন: মেলাদিন বাদে শুনলাম এইডা। থ্যাঙ্কু থ্যাঙ্কু।

১০ ই মার্চ, ২০০৮ রাত ৯:১৩

দুঃখবিলাস বলেছেন: ওয়েলকাম,ওয়েলকাম।

১১| ১০ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৮

আলী আরাফাত শান্ত বলেছেন: মাষ্টারপিচ! ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০০৮ রাত ৯:১৫

দুঃখবিলাস বলেছেন: আসলেও মাস্টারপিস। ভার্সিটি লাইফে অনেক বার রাস্তায় বসে মজা করেছি, গান করেছি।

১২| ১০ ই মার্চ, ২০০৮ রাত ৯:২৫

মুকুল বলেছেন: =p~

১০ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪৬

দুঃখবিলাস বলেছেন: :))

১৩| ১০ ই মার্চ, ২০০৮ রাত ৯:২৯

নাজিম উদদীন বলেছেন: প্যারোডিটা অনেকদিন বাদে দেখলাম

১০ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪৭

দুঃখবিলাস বলেছেন: কেমুন লাগলো পুরাতন জিনিসটা দেইখ্যা?

১৪| ১১ ই মার্চ, ২০০৮ রাত ১:৩৬

নিলা বলেছেন: হা হা হা হা মজা পাইলাম। ভালোবাসার নমুনা দেখে আমি পুরা ফিদা :) ;)

১১ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪২

দুঃখবিলাস বলেছেন: :))

১৫| ১১ ই মার্চ, ২০০৮ সকাল ৭:৩৮

রাশেদ বলেছেন: ইশ এইডা কত গাইতাম এককালে! সব অতীত! বন্ধুরা সব কোথায় কে, কে জানে! সবার সাথে যোগাযোগ নাই আর। :(

১১ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪৪

দুঃখবিলাস বলেছেন: আসলেও, রাশু। এখন মনে হয় "মেঘে মেঘে সইন্ধ্যা হইয়া গেছে".....

১৬| ১১ ই মার্চ, ২০০৮ সকাল ৮:১০

রন্টি চৌধুরী বলেছেন: রাশেদ মিয়া চলে আসেন দেশে, আবার জমুক মেলা রাতের আধারে...

১৭| ১১ ই মার্চ, ২০০৮ সকাল ৮:১২

রাশেদ বলেছেন: হা হা! আস্তে তো মনে চায়, কিন্তু কত কিছু বাকি পড়ে আছে করা। শেষ না করে যাই কিভাবে। :)

১৮| ১১ ই মার্চ, ২০০৮ সকাল ৮:১৮

রন্টি চৌধুরী বলেছেন: প্ল্যান করেন কবে আসবেন, রন্টি মিয়া ২০১১তে আসবে।

১৯| ১১ ই মার্চ, ২০০৮ সকাল ৮:২২

রাশেদ বলেছেন: আমি তো কেবল এই জানুয়ারিতে ঘুল্লা দিয়ে আসলাম। আবার কবে যাব, সিউর না এখনো।

২০| ১১ ই মার্চ, ২০০৮ সকাল ৮:২৩

রাশেদ বলেছেন: ঐ সময়ে গেলে দেখা হবে আশা করি, যদি ব্লগে ততদিন দুইজনেই থাকি।

২১| ১১ ই মার্চ, ২০০৮ সকাল ৮:২৯

রন্টি চৌধুরী বলেছেন: আমিও জানুয়ারিতে ঘুল্লা দিয়ে আসলাম, আর ১১ তে ঘুল্লা দিয়ে আর ছেড়ে আসব না এইটা ঠিক করা। এমনিতে প্রতিবছর অন্তত একবার ঘুল্লা দেয়া আমার অভ্যাস।

১১ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪৫

দুঃখবিলাস বলেছেন: ভাইরে, আসেন।আমাগো লোগেও দেখা কইরেন।

২২| ১১ ই মার্চ, ২০০৮ সকাল ৮:৩৩

রাশেদ বলেছেন: আমিও দেশে ডিসেম্বরের দিকে যাই। কিন্তু এইবার সিউর না, ফাইনাল ইয়ার চলবে তো তখন তাই।

ভালোই তো, দেশে ফিরে যাবার দিনক্ষন ঠিক করে ফেলেছেন।

আমি এখনো সিউর না কবে এইরকম ঠিক করতে পারব।

১১ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪৬

দুঃখবিলাস বলেছেন: তুমি মিয়া পুরাই ফাউল। আইলা মাগার জানান দিলা না

২৩| ১১ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৫৯

'গানওয়ালা' বলেছেন: ক্লাস সেভেনে একটি নাটকে প্রথম এই গানটির কিছু অংশ শুনেছিলাম। ভালই লেগেছিল। আজও ভাল লাগল। ধন্যবাদ।

২৪| ১১ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪৬

দুঃখবিলাস বলেছেন: আপানর ভালো লাগলো জেনে ভালো লাগলো। ধন্যবাদ

২৫| ১৪ ই মার্চ, ২০০৮ সকাল ১১:২৯

প্রণব আচার্য্য বলেছেন: কি ভাই, আপনের কো আওয়াজ নাই

ব্যাপার কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.