নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূঃস্বপ্ন আমায় জাগায়, হতাশা সঙ্গে থাকে

চলছি, যেমন চলছে। ইমেইল: [email protected]

দুঃখবিলাস

মৃত্যুই আনুক নষ্ট আমার মাঝে, শুদ্ধ আমার জম্ম। মৃত্যুই হোক সমগ্র পৃথিবীর, একমাত্র ধর্ম।।

দুঃখবিলাস › বিস্তারিত পোস্টঃ

ব্লগিং করার সুবিধার্তে সা,ই, এ

১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৪

যখন নতুন পোস্ট লিখতে যাই, তখন সা,ই, এর এডিটরে কিছু অদ্ভুদ সমস্যা হয়। সমস্যা জানি না কি, তবে

১। ছবি বা লিংক এড করা যায় না

২। ইউটিউবের ভিডিও দিতে দেওয়া যায় না

৩। বাড়তি ইমোটিকন যোগ করতেও সেই একই সমস্যা



সমস্যার বিস্তারিত জানতে গেলে যেটি দেখি তা হলো,

Line: 55

Char: 1

Error: Object Expected

Code: 0

URL: htt://www.somewhereinblog.net/richeditor/linkinsert/?hieght=140&width=400



সমস্যা থাকবেই, সেজন্য সা,ই এর প্রোগ্রামার নিঃশ্চয় দৌড়ের উপরই থাকে। কিন্তু, কবে তা ঠিক হবে কেউ তো জানে না। আর, সেই জন্য তো পোস্টের মানও খারাপ রাখা যাবে না। তাই, যারা নতুন বা ভুলে গেছেন, তাদের জন্য এই পোস্টটি উপকারে আসবে বলে আশা করি।



১। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সুন্দর কাজ করছে। লেখার যে অংশটিকে বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন করতে চান সে অংশটি সিলেক্ট করে পর্যায়ক্রমে B, I বা U ক্লিক করে দিন। পোস্ট পাবলিশ করার সময় কাজ করবে বাকিটুকু।



২। লেখায় ছবি যোগ করতে নিচের মতো করুন:

[*img|আপনার সা,ই, এ আপলোডকৃত ইমেজের লিংকটি]



৩। লেখায় লিংক যোগ করতে নিচের মতো করুন:

[*link|আপনার দেওয়া হাইপার লিংকটি|যেনামে লিংকটি দেখাবে]



৪। লেখায় ইউটিউবের ভিডিও যোগ করতে নিচের মতো করুন,

[*yt|ইউটিউবের v= পরের সেই উল্টাপাল্টা কোডটি]



উল্লেখ্য, লক্ষ্য করে দেখবেন, আমি ২,৩ ও ৪ এর * সাইন ব্যবহার করেছি। নতুবা, ব্যবহৃত কোডগুলো আপনি দেখতে পারতেন না। সুতরাং আপনারা * ব্যবহার করবেন না।



৪। ইমোটিকন যোগ করতে নিচের মতো করে ইমোটিকন কোডগুলো ব্যবহার করুন।







ধন্যবাদ সকলকে।

মন্তব্য ১৯ টি রেটিং +১৪/-৫

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৯

জটিল বলেছেন: বেশ বেশ

১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৯

দুঃখবিলাস বলেছেন: ব্রেশ ব্রেশ =p~

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১০

বিডি আইডল বলেছেন: এই ধরনের টিউটোরিয়াল টাইপ পোষ্ট স্টিকি থাকা উচিত...ছবি যোগ করতে হয় কিভাবে এটা একটা কমন প্রশ্ন নতুন ব্লগারদের

১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২১

দুঃখবিলাস বলেছেন: স্টিকি করে ক্যামতে :-*

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৬

দুঃখবিলাস বলেছেন: পুরানো ব্লগার হবার পরেও, আমার নিজেরও অনেক সমস্যা হয়। আশাকরি, এই পোস্ট কাজে আসবে

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৮

আলমগীর কুমকুম বলেছেন: ডাইরেক্ট শোকেজে।

১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২২

দুঃখবিলাস বলেছেন: ওকে 8-|

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৪

অনন্ত দিগন্ত বলেছেন: উত্তম কাজ হয়েছে ....

১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৭

দুঃখবিলাস বলেছেন: ভাইরে, এই পোস্ট টা লিখতে আমার খবর হয়ে গেছে :(

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩৫

একজন ব্লগার বলেছেন:
ব্লগে কি আসেন না নাকি? এইসব পোস্ট বহুত আগে পোস্টানো হইছে! মাইনাস।

Click This Link


Click This Link


Click This Link

১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪০

দুঃখবিলাস বলেছেন: মাইনাসের জন্য ধন্যবাদ। ব্লগে আজকাল আমি খুব একটা নিয়মিত না।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২৪

মখআলমগীর বলেছেন: সাইয়্যা একজন ব্লগার এর কমেন্টের লেভেল এই রকমই ওরে পাত্তা না দিলেও চলব, বিস্তারিত Click This Link

সাইয়্যা মনে হয় আপনের পোস্টের এই লাইনটা পড়ে নাই......তাই, যারা নতুন বা ভুলে গেছেন, তাদের জন্য এই পোস্টটি উপকারে আসবে বলে আশা করি..............;)

পোস্টে +

১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪১

দুঃখবিলাস বলেছেন: কি করবো ভাই বলেন, কিছুই বলার নাই।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৬

সাইফুর বলেছেন: উপকারী পোষ্ট
+

১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৩

দুঃখবিলাস বলেছেন: টারটলের কি খবর? অনেকদিন পর, আপনারে দেখলাম :)

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩০

হাসান বিপুল বলেছেন: কাজের জিনিস।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৮

একজন ব্লগার বলেছেন:
মখআলমগীর=সাইফুর উরফে চিকনমিয়া।

Click This Link

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪২

সাইফুর বলেছেন: জ্বি ভাই..ভালো আছি....

১২| ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৮

হামিদ পায়োনিয়ার বলেছেন: আমদের মতো নতুন ব্লগারদের অনেক উপকারে আসবে এটা বলতে মন চাচ্ছে না।
ধন্যবাদের গাট্ঠি দিলাম। অবশ্যই নিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.