![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধাপরাধীদের ফাঁসীর দাবীতে আমরা আমাদের আন্দোলন এখনো চালিয়ে যাচ্ছি। আন্দোলন এর আজ নবম দিন । সপ্তাহের ও বেশী দীর্ঘ সময়ে আমরা আজ ও সেই প্রথম দিনের মতো মুখরিত, আমরা সদা চঞ্চল ও দুর্বার। যুদ্ধাপরাধীদের ফাঁসীর দাবীতে আমাদের দমিয়ে রাখার মতো সেই দু:সাহস চির ঘৃণ্য জামাত শিবিরের নেই। আমরা চির বীরের জাতি। আমরা পাকিদের হারিয়েছি '৭১ সালে এবং সেই থেকে আমরা বিজয়ের মুকুট পরতে শিখেছি। আমরা সুনিশ্চিত ভাবেই সেই দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমেই আমরা আমাদের প্রথম দাবী আদায় করেছি আর সেটি হলো ঘোষিত, অনাকািঙ্খত রায়ের বিরুদ্ধে আপীল করার সুযোগ আর এভাবেই পর্যায়ক্রমিকভাবে আমরা বিজয় সুনিশ্চিত করবো। আমাদের এ ও মনে রাখতে হবে যে সে পথ ততটা সুগম ও নয়। আমাদের অসীম সাহস ধারণ করতে হবে এবং কোন ও ভূল সিদ্ধান্ত নেয়া যাবে না। একটা ব্যাপার হলো জামায়াত শিবিরের ষড়যন্ত্রকারীরা মরণ কামড় দেওয়ার জন্য মুখিয়ে আছে, আমাদের তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। আর একটা বিষয় উল্লেখ না করলেই নয় আর সেটি হলো অনেকেই বলছেন "জয় বাংলা" নাকি একটা দলের শ্লোগান। আমরা সুষ্পষ্ঠভাবেই বলতে চাই এটি কোনভাবেই একটি দলের শ্লোগান হতে পারে না, এটি আমাদের অতি গর্বের ধণ "মুক্তিযুদ্ধের" অসাধারণ এবং গৌরবময় বিজয়ের শ্লোগান আর গণমানুষের এই শ্লোগান "জয় বাংলা" কে যারা বিতর্কিত করতে চান আমরা তাদের ব্যাপারে সন্ধিহান এবং তাদেরকে ষড়যন্ত্রকারী হিসেবেই চিহ্নিত করবো। ক্রমাগতভাবেই আমাদের আন্দোলন সফল পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা আমাদের স্বাধীন দেশে রাজাকারমুক্ত সেই সুন্দর সকালের অপেক্ষায়.....
©somewhere in net ltd.