![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার মানুষটাকে না বলা কথাগুলো এখানে লিখি। http://on.fb.me/ZU9ABE
ভাবতেই অবাক লাগে একটা মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে আরেকটা মানুষ কতটা জড়িয়ে যেতে পারে। সত্যি কথা বলতে কি, আমি নিজেও কখনো টের পাইনি যে তুমি আমার জীবনে এতোটাই জড়িয়ে ছিলে। এখন জীবনের প্রতিদিনের প্রতিটি পদক্ষেপেই যেন অতীতের এমন কোনো মূহুর্তের মিল খুঁজে পাই, যে মূহুর্তটা রঙীন হয়ে ছিল তোমার অস্তিত্বে।
কিন্তু তবুও মাঝে মাঝে এই মনে পড়ার মাত্রাটা অনেক বেড়ে যায়। মিস ইউ বলতে মনে পড়ার কতটুকু বোঝায় তা আমি জানি না। কিন্তু যখন কোনোভাবেই অন্য কোনোকিছুতে মন বসাতে পারি না, তখন এতটুকু বুঝি, এই মূহুর্তে তোমাকে পাশে খুবই দরকার ছিল।
আমার খুব জানতে ইচ্ছে করে, অন্যরা যখন তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনদের খুব মিস করে, তখন তারা কী করে? তারা কী অতীত হাতড়ে বেড়ায়, নাকি সব ভুলে থাকার ব্যর্থ চেষ্টা করে?
আমার পক্ষে ভুলে থাকা সম্ভব নয়। আমি তোমাকে আজও সেই প্রথম দিন রিকশায় হাতটা ধরার সময় যেমন ভালোবাসতাম, তেমনই অনেক ভালোবাসি। তাই হয়তো অনেক মনে পড়লে অতীতের সুন্দর ও স্বপ্নীল স্মৃতিগুলো হাতড়ে বেড়ানোই সবচেয়ে সহজ কাজ। কিন্তু আমি তা করতে পারি না। অতীত আমার সঙ্গে প্রতি মূহুর্তেই থাকে। ঘরে-বাইরে আমার চারপাশের সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে তোমার সঙ্গের কোনো না কোনো অতীত। তাই যখন খুব বেশি মনে পড়ে, তখন অতীত হাতড়ে বেড়ানো নতুন করে কোনো কাজে আসে না।
আর তাই আমি তখন শুরু করি ভবিষ্যতকে তৈরি করা।
কোনো সন্দেহ নেই, আমি বোকার রাজ্যে বসবাস করতে শুরু করি যখন ভাবি, তুমি আমার ফিরে আসবে, আমার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, আবার আমরা আগের মতো ঘুরে বেড়াবো, আগের মতো একজন অপরজনের মন ভালো রাখার চেষ্টায় থাকবো, আবার আগের মতো দুষ্টুমি করবো, রাত জেগে কথা বলবো, আর একটু একটু করে বুনবো ভবিষ্যতের রঙীন স্বপ্নের সুতো।
হোক না সেটা বোকার রাজ্য, তাতে কী! এই বোকার রাজ্যই যদি আমাকে এতটুকু সুখ দেয়, এতটুকু সময়ের জন্য হাসি এনে দেয়, তাহলে বোকার রাজ্যই সই। তবুও আমি চাই তুমি আমার পাশে থাকো। আমার কাছে থাকো। আপনমনে ঘুরে বেড়াও আমার স্বপ্নের জগতে।
২৫ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:২২
ভালোবাসা বলেছেন: সুন্দর।
২| ২৫ শে মে, ২০১২ সকাল ৮:৪৯
শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!
২৫ শে মে, ২০১২ রাত ১১:২১
ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।
৩| ২৫ শে মে, ২০১২ সকাল ৮:৫৪
নীল-দর্পণ বলেছেন: মনে হলো যেনো আমার নিজের কথা গুলোই লিখেছেন....+
২৫ শে মে, ২০১২ রাত ১১:২১
ভালোবাসা বলেছেন: কত মানুষেরই মনের কথায় কত মিল থাকে।
৪| ২৬ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৩০
অনন্যমানুষ বলেছেন: প্রকৃতির একটা খারাপ দিক হলো, যাই ঘটুক না কেন, সে তার নিজের মতোই চলবে। প্রকৃতি কোনোকিছুর পরোয়া করে না। সে কারো জীবনের পরোয়া করে না। সে কারো স্মৃতির পরোয়া করে না। সে ভাবে না কারো ভালোলাগা কিংবা খারাপ লাগা। আসলে ভোলাভোলি এত সহজ না। কেও যদি বলে ভুলে গেছি, হয় সে মিথ্যা বলে অথবা নিজের অক্ষমতা/ কষ্ট আড়াল করার জন্য বলে থাকে। আর Out of Sight, out of mind কথাটি ক্ষেত্র বিশেষে প্রযোজ্য। কিছু স্মৃতি মানুষ এমনি ভুলে যায়, আবার কিছু স্মৃতি ভুলতে গেলে আরো মনে পরে। প্রতিদিনের ব্যাস্ততার মধ্যে আর ভুলে থাকার অব্যাহত ভানের পরেও যে মনে পরতে থাকে, সেটা ক'জনই বা বুঝবে।
আপনার এই লিখা পরে আমার খুব কাছের একজনের কথা মনে পরল। তার জীবনে কিছু অনাকাংখিত ঘটনা ঘটার বেশ অনেকদিন পরেও সে এথনো কিছুই ভুলতে পারেনি। তার জীবনাচরণ স্বাভাবিক রেখে চলছে কিন্তু তাকে দেখে বোঝারও উপায় নেই যে এত কষ্ট নিয়ে বসে আছে। তাকে বলেছিলাম যাকে ভুলতে না পেরে এত কষ্ট পাচ্ছ, সে হয়ত সবই ভুলে গেছে, খামাখাই তুমি মনে করে করে কষ্ট পাচ্ছ। সে বলেছিল, হয়ত সে ভুলে গিয়েছে অথবা মনে করতে পারে আমি ভুলে গিয়েছি, কিন্তু যিনি দেখার তিনি ঠিকই দেখছেন। আমি জানি এই অহেতুক না ভুলে থাকা অহেতুক সেই স্মৃতিগুলোকে প্রতিদিন প্রতি মূহুর্তে ডেকে ডেকে ফিরিয়ে আনা সবই অর্থহীন, কিন্তু আমি বুঝলে কি হবে আমার মন যে বুঝতে চায়না। তার এই ভাব গম্ভীর উত্তর শুনে আমি অবাক হলাম।
২৭ শে মে, ২০১২ রাত ১২:৪৯
ভালোবাসা বলেছেন: এই অনুভূতি, পুরনো বিশেষ একজনকে বারবার মনে আনার দুঃখ অথবা সুখানুভূতি কেবল গুটিকয়েকজনই বোঝে। আবার হয়তোবা আমার মতোই হাসিখুশি মুখোশের আড়ালে অনেকেই এই দুঃখ নিঃশব্দে সঙ্গে রাখে।
কারণ একটাই, করার কিছুই নেই।
৫| ২৭ শে মে, ২০১২ রাত ১:০৯
সালমাহ্যাপী বলেছেন: মন খারাপ করা লেখা
কিছু কিছু লেখা কারো কারো জীবনে চরমভাবে সত্য হয়ে যায়।
ভালো লাগা দিয়ে গেলাম
২৭ শে মে, ২০১২ বিকাল ৫:৩৮
ভালোবাসা বলেছেন: কিন্তু এই লেখা যে আমার জীবনেরই এক চরম সত্য।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১২ রাত ৩:৪৩
শোশমিতা বলেছেন: ভালোবাসা এমনি হয়।
চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে
কাঁদিস কেন মন
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ।।