![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি করার কথা কি করছি, কি লেখার কথা কি লিখছি!
["শীতের রাতের প্রেয়সী" শব্দটি অনেক আগে কোথায় যেন শুনেছি বা পড়েছি। মনে গেঁথে গিয়েছিলো।]
**************************************************************
শীতের রাতের প্রেয়সী
সে ছিলো আমার শীতের রাতের প্রেয়সী।
তার নিঃশব্দ আসা যাওয়া, আর,
টেরিয়ে তাকানো, দুষ্টুমীভরা মৃদুহাসি মুখ, সবই,
ছিলো যেন মোর শীতের রাতের হিটারের উষ্ণতা।
আমার কাঙাল চেহারার কোণে
একফোটা আশা হয়ে,
একগোছা তার গোলাপের মতো,
আধো আধো কোনো প্রস্ফুটিত হাসি।
যেন বলাতো আমায় অধীর হৃদয়ে,
"ভালোবাসি, ভালোবাসি! ভালোবাসি।"
সে ছিলো আমার শীতের রাতের প্রেয়সী।
তার আলতো হাতের কাঁচের চুড়ির
রিনিঝিনি গান, ঝুন ঝুন ঝুন -- লয়, তাল, রাগ, সবই,
ছিলো যেন মোর শীতের রাতের রঙীন নক্সীকাঁথা।
আমার বিরান ঘরের কোণায়
একরাশ আলো হয়ে,
জোয়ার ভাটার মতো দেখা তার
কিঞ্চিত লাজে চঞ্চল কেশরাশি।
যেন বলাতো আমায় উন্মাদ প্রাণে,
"ভালোবাসি, ভালোবাসি! ভালোবাসি।"
সে ছিলো আমার শীতের রাতের প্রেয়সী।
তার মত্ত বাহুর বিজিত থমকে যাওয়া,
হতবাক চোখে মৃদু অভিযোগ, অনুরাগ, প্রেম, সবই,
ছিলো যেন মোর শীতের রাতের ডায়রীর নীল পাতা।
আমার প্রগাঢ় হৃদয়ের কাছে
সাগরের ঢেউ হয়ে,
স্বপ্নদেবীর মাদকে জড়ানো,
ঠোঁটের কোণের আদরমাখানো হাসি।
যেন বলাতো আমায় মাতাল ঘ্রানেতে,
"ভালোবাসি, ভালোবাসি! ভালোবাসি।"
সে ছিলো আমার শীতের রাতের প্রেয়সী।
শব্দদূষণ, তাপদূষণ, পানিদূষণ, মানবদূষণ --
আর দূষিত ভালোবাসার এই শহরে এখন,
শীতকাল আর আসেনা তেমন করে।
আমার শীতের রাতের প্রেয়সীও তাই,
বেঁচে থাকে শুধু,
অস্পৃশ্য এই ডায়রীর পাতা জুড়ে।
২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫১
জ্বিনের বাদশা বলেছেন: ধন্যবাদ ...
২| ২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪১
েভােরর স্বপ্ন বলেছেন: সম্ভবত সুনিল এর কোন কবিতায় পড়ে থাকবেন।
২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৩
জ্বিনের বাদশা বলেছেন: তাই? কবিতাটার নাম বলতে পারবেন?
কিছুই মনে নেই, শুধু ফ্রেজটা মনে ছিলো
৩| ২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৪
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
দারুন সব কথামালার মেলা।
ভালো লাগল।
ভালো থাকুন।
২৯ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২২
জ্বিনের বাদশা বলেছেন: ভাস্করদার খবর কি?
অনেকদিন পর আপনাকে দেখা গেলো
ভালো আছেন নিশ্চয়ই
৪| ২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৫
মাহবুব সুমন বলেছেন:
মহাকুবি মিখাঈল জ্বিনের বাদশা
দারুন পদ্য হয়েছে চাচ্চু,
তরমুজের মতো রসালো
প্রেমের কবিতা ! আহ হা , কেস কি ?
২৯ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
জ্বিনের বাদশা বলেছেন: কেস আর নতুন কইরা কি হইবো?
৫| ২৯ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
মাহবুব সুমন বলেছেন: ভাবি কি ব্লগ পড়ে ??
২৯ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩
জ্বিনের বাদশা বলেছেন: পড়ে না মানে! অবশ্যই পড়ে
৬| ২৯ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০২
জেরী বলেছেন: কবিতা ভালো লেগেছে......।
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:০১
জ্বিনের বাদশা বলেছেন: শুকরিয়া
৭| ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৯
আবু সালেহ বলেছেন:
কথার মেলাগুলো ভালো লাগলো....
৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:২৭
জ্বিনের বাদশা বলেছেন: কথার মেলা! ... ধন্যবাদ
৮| ৩০ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৫২
বাফড়া বলেছেন: যদ্দুর মনে পড়ে মুজতবা আলী শবনমের নাম দিছিলেন শবনম শিউলী.. আর কইছিলেন ... শীতের রাতের স্বপ্ন... বা কিসের কি... ঠিক মনে পড়েনা.. ঐখান থিকা নাকি? কবিতা পড়তে ভাল্লাগেনা আর... তবু আপনে যেহেতু লিখছেন একটু স্বজনপীতি করুমনে .... পরে আইসা পইড়া যামু..
৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:২৯
জ্বিনের বাদশা বলেছেন: দোয়া করি আপনে তাড়াতাড়ি মন্ত্রী-মিনিস্টার হন ... স্বজনপ্রীতি কাজে লাগামু
৯| ৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:০২
কঁাকন বলেছেন: valo laglo valo thakun
৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৩২
জ্বিনের বাদশা বলেছেন: ধন্যবাদ কাঁকন ... আংরেজী কেন
১০| ৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৭
পরীর রানী বলেছেন: কেমন আছো জাদু সোনা ? সে দিনের কফিটা অনেক মজা লেগেছিলো। দুস্ট কোথাকার। মুমমুমুমম
৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৩০
জ্বিনের বাদশা বলেছেন: আহারে বেচারী পরীর রাণী!!
কে না কে তোমাকে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে ভুলিয়ে ভালিয়ে কফি খাওয়াতে নিয়ে গেল, খোদাই মালুম!
১১| ৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫১
ফারহান দাউদ বলেছেন: খাইসে! খাইসে রে!! শেষমেশ এই বয়সে--
৩০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৮
জ্বিনের বাদশা বলেছেন: ঐ মিয়া! বয়েস কি শেষ হইয়া গেছে নাকি
১২| ৩০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৬
ফেরারী পাখি বলেছেন: সে ছিল আমার--------------- সে ছিল, এখন গেল কই? ধূর! মিয়া প্রেয়সীরে ধরে রাখতে পারেন না আবার জ্বিনের বাদশাহ হইছেন।
তুকতাক কি সব ভুইলা গেছেন?
৩০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৮
জ্বিনের বাদশা বলেছেন: এই কারণেই তো জ্বীন ভূত হয়ে ঘুরি
১৩| ৩০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৭
মাহবুব সুমন বলেছেন: কবিতাটা অনেক ভালো লেগেছে বস
৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৯
জ্বিনের বাদশা বলেছেন: ঈমানে কইছেন?
১৪| ৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৯
নৈঃশব্দ্যের কোলাহল বলেছেন: রোমান্টিক কবিতা।
আমার ড্র ব্যাক। পেরে উঠিনা কোনমতেই।
ভালো লাগলো।
ভালো থাকুন।
৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৭
জ্বিনের বাদশা বলেছেন: ধন্যবাদ ...
আপনার মন্তব্যটাই কবিতার মতো
১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৭
শফিউল আলম ইমন বলেছেন: জিন্টু ভাই রোমান্টিক মুডে
লেখা ভালো হইছে। চালায়া যান।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৩৩
জ্বিনের বাদশা বলেছেন: হা হা হা ... (শুকনো হাসির ইমো কিভাবে দেয়?)
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৪
ফারহানা আহমেদ বলেছেন: ভালো হয়েছে