![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজ কিছু সহজভাবে করতে/বলতে পারাটা একটা নৈপুণ্য...সেটাই চেষ্টা করে যাচ্ছি
জোছনা লুকাই তোমার ঐ চোখে
কি করে বুঝি মেঘগুলো নয় কালো
মরুতে নদীর মত দুঃখ তোমারি
আকাশের মত যেন সবই আমারি
তবে না হবে না, হবে না, তুমি এতো মিছে
ঠিকই ভাবো আমায় সবকিছু শেষে
অবাক আমি শুধু ভাবি আমি এই তুমি কে ?
--------
চাহিতে যেমন আগের দিনে
তেমনি মদির চোখে চাহিও
যদিগো সেদিন চোখে আসে জল
লুকাতে সে জল করিওনা ছল
যে প্রিয় নামে ডাকিতে মোরে
সে নাম ধরে বারেক ডাকিও
-------
নয়ন ভরা জল গো তোমার
আঁচল ভরা ফুল
ফুল নেব না অশ্রু নেব
ভেবে হই আকুল
------
হিজল বিছানো বনপথ দিয়া
রাঙিয়ে চরণ আসিবে গো প্রিয়া
------
শাওন আসিল ফিরে সে ফিরে এলনা
বরষা ফুরায়ে গেল তবু আশা গেলনা
------
আমার বিদেশীরে চিনিতে অনুখন
বুনোহাঁসের পাখার মতন উরু উরু করে মন
********
©somewhere in net ltd.