নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অগোছালো আমি

মোঃ সাকিব সরোয়ার

সহজ কিছু সহজভাবে করতে/বলতে পারাটা একটা নৈপুণ্য...সেটাই চেষ্টা করে যাচ্ছি

মোঃ সাকিব সরোয়ার › বিস্তারিত পোস্টঃ

সহজ বাস্তবতা

৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১৪

ছেলেটির দুহাত ধরে মেয়েটি কথা দিয়েছিল জীবনে প্রথম সমুদ্র দেখবে ছেলেটির সাথে, যদি তার এই শপথ পূরণ না হয়, তবে কোনদিন সে সমুদ্রের সামনে দাড়াবেনা । আজ সে অন্য কারো সাথে সমুদ্রস্নানে মত্ত, ঢেউয়ের তোড়ে কোথায় যে ভেসে গেল পুরনো দিনের সেইসব অর্থহীন প্রতিস্রুতি !!! ছেলেটি নিজে নিজে কিছুই করতে পারতনা, জীবনের ছোট বড় সবকিছু মেয়েটি মনে করিয়ে দিত- সেভ করার কথা,চুল কাটার কথা, এমনকি ঠিক মত খেল কিনা,ঘুমাল কিনা তাও । আজ ছেলেটি একা একাই সব করে , সময় মত ঘুম থেকে ওঠে , নাস্তা করে অফিসে যায় ,
কখন কোন মিটিঙে যাবে কেউ মনে করিয়ে দেয়না । কথা ছিল ওদের ঘরে থাকবে আসমানি রঙের পর্দা, আজ মেয়েটির ঘরে কাল পর্দা , ছেলেটির ঘরে সাদা ! কথা ছিল সপ্তম বসন্তে সারাদিন একসাথে কাটাবে দুজন, আজ সেই দিন ,তবু মনে নেই কারোই ! ক্যালেন্ডারের পাতা গুলো হাওয়ায় ওড়ে । স্মৃতির উপর সময়ের প্রলেপ জমতেই থাকে , সবকিছু হয়ে যায় ঝাপসা , ভালবাসাও ???

(সংগৃহীত)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৬

আল ইমরান বলেছেন: যিনি লিখেছেন তার নামটা তো অন্তত ভদ্রতা করে হলেও দিতে পারতেন। (সংগৃহীত) লেখার অর্থ কি?

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৬

মোঃ সাকিব সরোয়ার বলেছেন: আল ইমরান ভাই, যথার্থই বলেছেন কিন্তু লেখকের নাম আমি পাইনি/খেয়াল করিনি। কিছুদিন আগে কোন এক ওয়েবসাইট এ লেখাটি পরেছিলাম। পরবর্তীতে অবশ্যই এটা খেয়াল রাখব।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

আল ইমরান বলেছেন: ধন্যবাদ

৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

উর্বি বলেছেন: ভালো লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.