![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ব্লগার ভাই/বোন,
ইন্ডিয়ান ভিসার ব্যাপারে সাহায্য চাই।কিভাবে ই-টোকেন এবং যাবতীয় ফর্মা লিটিস (কাগজ পত্র) ব্যাপারে আপনাদের অভিজ্ঞতা সহকারে জানতে চাই এবং কলকাতার দর্শণীয় স্হান সমূহের বিবরন (যা না দেখলে পস্ত্ াইতে হবে),খরচপাতী দয়া করে জানাইলে কৃতঞ্জ থাকবো।
আমি একজন চাকুরীজীবি,আমার জন্য কি বিশেষ কোন কাগজের দরকার হবে?
অল্প খরচে ৪/৫ দিনের জন্য ঘুরে আসতে চাই।
২৫ শে মে, ২০১৪ সকাল ১১:৫৫
লুৎফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ
২| ২৪ শে মে, ২০১৪ দুপুর ১:২৯
সাখাওয়াত সনেট বলেছেন: ই-টকেন সবসময় পাওয়া যায় না।।। অনেক সকালে ট্রাই করুন।।।।।। যদি একদমই অভিজ্ঞতা না থাকে তবে কিছু টাকা দিয়ে দালালদের মাধ্যমে করে নিন।। কারন একটু ভুল হলেই আবার প্রথম থেকে করতে হবে।।।
আর খরচ নির্ভর করবে আপনার উপর।। আপনি কিসে যাবেন। কেমন খাবেন, কয় স্টার হটেলে থাকবেন এসবই।।।।
কলকাতার ব্যপারে বলতে পারব না।। তবে চেন্নাই/সিমলা(হিমাচল) হলে বলতে পারতাম।।।।
আমি ৯বার গেছি
২৫ শে মে, ২০১৪ সকাল ১১:৫৬
লুৎফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ
৩| ২৪ শে মে, ২০১৪ দুপুর ২:৩৩
ব্যতীপাত বলেছেন: কলকাতা আমার প্রিয় শহর ।যারা বাংলা সাহিত্যের বা সিনেমার পাঠক তাদের কাছে কলকাতা তার দ্বিতীয় ভূবন ।
কলকাতা নেমেই রবীন্দ্রসদন যেতে পারেন । কলকাতার সংস্কৃতির হালনাগাদ অনেক কিছু পাবেন । নন্দনে' কোন ভালো ছবি,একাদেমী অফ ফাইন আর্টসে কোন প্রদর্শনী, হলে কোন অফবিট নাটক, বাংলা আকাদেমীতে কোন সিরিয়স সাহিত্য আলোচনা ,ভাগ্য ভালো থাকলে সদনে আপনার প্রিয় কোন শিল্পীর একক গানের আসরেও ঢুকে যেতে পারেন-
পাশেই পার্ক স্ট্রিট-লন্ডনের অক্সফোর্ড এর আদলে। একটু দুরেই ভিক্টেরিয়ামেমোরিয়ালে বৃটিশদের দেড়শত বছরের শাসনশোষনের ইতিহাস পাবেন ।নইলে গড়ের মাঠে অকারণ ঘুরতে থাকুন আর কলকাতার মেয়েদের অবলোকন করতে থাকুন ।
আপনি যদি প্রথমবারের হন- তাহলে প:বঙ্গ ট্যুরিস্ট অফিস থেকে একদিনের গাইডেড সিটি ট্যুর নিয়ে নিন ।তাহলে একবারেই অনেক কিছু দেখা হয়ে যাবে ।
এমনিতে কলকাতা নগরী হয়তো ম্লান মনে হবে। সেই অর্থে জৌলুস নেই ।
ঐতিহ্য সন্ধানী হলে ভালো লাগবে-কলকাতায় মানুষ দেখুন ।কত বিচিত্র তাদের ধরন ভাষা জীবন আর ফুটপাতের খাবার ।শিল্পী হলে জীবন বৈচিত্রের রকমারীতে আশ্চর্য হবেন।
বই বিলাসী হলে কলেজ স্ট্রীট-আর মান্না দে'র কফি হাউস গানটি মনে পড়লে একবার ঢুঁ মেরেনিতে পারেন কফি হাউসে-এর পাশেই। কলকাতার মার্কেটিং এর জন্য নিউমার্কেট,বাঙালি স্টাইলে কিনতে চাইলে গড়িয়া হাটা ।
বাসে গেলে নিশ্চয়ই উঠবেন সদর বা মার্কুইস স্ট্রীট এর কোন হোটেলে-কস্তুরীতে খাবেন ।একটু বিদেশীদের সাথে সস্তায় বিদেশী খাবার খেতে চাইলে 'ব্লু স্কাই-
সব হিপ্পীদের পাবেন সব সময়-
কলকাতায় সাম্প্রতিকালে দারুন সব নিউ ওয়েভ বাংলা ছবি তৈরি হচ্ছে ।রোজ একটা করে লেট নাইট শো দেখতে পারেন মাল্টিপ্লেক্সে-
প্রথমবারের হলে কলকাতা যাদুঘর আর বোটানিক্যাল গার্ডেনটাও অব্শ্য দ্রষ্টব্যের মধ্যে রাখুন-
২৫ শে মে, ২০১৪ সকাল ১১:৫৬
লুৎফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ
৪| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৪৯
লুৎফুল ইসলাম বলেছেন: গত ৩০.০৬.১৪ ইং তারিখে ই ন্ডিয়ান এম্বাসিতে গিয়েছিলাম,ডেট ছিল।৩ ঘন্টা অপেক্ষার পর জানতে পারলাম আমার পোর্ট অব এরাইভাল ছিল বাই রোড হরিদাসপুর এবয় পোর্ট অব এক্জিট ছিল বাই এয়ার/হরিদাসপুর ।এ কারনে ভিসা দেয় নাই। আবার নতুন করে ডেট নিযেছি ০৮.০৭.১৪ইং তারিখে এবার পোর্ট অব এরাইভাল এবং এক্সিট বাই রোড হরিদাসপুর দিয়েছি। এবার কি ভিসা হবে?কেউ বলতে পারেন?অন্যান্য কাগজপত্র ঠিক আছে। শুধু এরাইভাল এবং এক্সিট নিয়ে প্রবলেম।
৫| ০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৪:০০
অপার্থিব ছায়া বলেছেন: সব কাগজ ঠিক থাকলে ভিসা হবার সম্ভবনা আছে। তবে কোন তথ্যগত ভুল থাকলে ভিসা হবে।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৪ দুপুর ১২:৪১
নিঃশব্দ শিশির! বলেছেন: ধন্যবাদ. ভারতে যাওয়ার ইচ্ছা গত কয়েকদিন ধরে মাথায় চেপেছে!! তবে অনলাইনে ফরম ফিলাপ করলেও স্বাক্ষাতের তারিখ পাওয়া যায় না। দুই দিন চেষ্টা করে বাদ দিছি। বর্তমানে নাকি ভেসা দেওয়া বন্ধ আছে!!!
তবে তারিখ পেতে হলে, কনসালটেন্সি ফার্মকে টাকা দিতে হবে!!
আর কাগজ পত্র হিসেবে ব্যাংক স্ট্যাটমেন্ট। আপনার প্রতিষ্ঠানের নো অপজেকশন সার্টিফিকেট(এনওসি), সঙ্গে আপনার ভিসিটিং কার্ড জমা দিতে হবে। আর কিছু না।
আর যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে , কি আর করা, বসে বসে মুড়ি খান!!!