![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেনাকাটার অভিজ্ঞতা আপনাদের সাথে একটু শেয়ার করি।প্রথমদিন এয়ারপোর্ট থেকে হোটেলে যেতে সন্ধা হয়ে গিয়েছিল।সেদিন আর তেমন কিছুই দেখার অভিজ্ঞতা হয়নি।তবে রাতে ভাত খেয়ে হোটেলের বাইরে হাটতে গিয়েছিলাম যদি কোন কিছু পাওয়া যায় এই ভেবে।
আমাদের হোটেল থেকে শহরে যেতে প্রায় ৩০-৪০মিনিট লাগে। এটা একটা গ্রাম।এখানের কিছু কিছু দোকান গুলিতে দেখলাম সামনে দোকান পিছনে থাকার জন্য বিছানা পাতা,রান্নার ব্যবস্থা।মানে তারা দোকানেই সংসার পেতেছে।যাই হোক হোটেলের সামনেই এক বুড়ির দোকান।আমরা দোকানে ঢুকে বিভিন্ন সাজানো পন্য দেখছি কিন্তু কিছুই বুঝতে পারছিনা কারন সবই চাইনিজ ভাষায় লেখা।বুড়ি খদ্দের মনে করে আমাদেরকে পর্যবেক্ষন করছে আর আমরা কৌতুহল বশত বিভিন্ন পন্য একটু হাতে নিয়ে দেখছিলাম এবং কিছু কিছু পন্যের দাম জিজ্ঞেস করছিলাম ইশারায় কারন এরা ইংরেজি বুঝেনা তাই বৃদ্ধা আমাদেরকে ক্যালকুলেটার টিপে দাম দেখাচিছল।এরপর হোটেলে এস শুয়ে পড়লাম। পরদিন কেইভ এবং ষ্টোন ফরেস্ট দেখে এসে বিকেলে স্থানীয় হাট দেখতে গেলাম। এখানে হাট বসে সোমবার এবং সন্ধার আগেই শেষ হয়ে যা্য়।আপশোস আমাদের যেতে দেরী হয়েগিয়েছিল।তাই স্থানীয় দোকান থেকে কেনাকাটা করি। এখানে বাচ্চাদের জুতার দাম খুব সস্তা মনে হল।আমার পকেটে একটা লিষ্ট আছে্ অনেক কিছু কিনবো বলে সবাই আমাকে খেপাচ্ছে।কিন্তু কিছুই কিনতে পারছি না কারন কোন কিছুই আমি সহজে পছন্দ করতে পারি না। রাস্তার দুপাশে কেনাকাটা করার জন্য অনেক দোকান আছে।সাথে থাকা আপা,ভাবী তারা কেনাকাটা করল।তারপর আমরা হোটেলে এসে পরদিন এর টু্্যর প্লান করলাম।সাফারী পার্কে যাওয়ার জন্য।আপনাদেরকে খরচের ব্যাপারে একটা ধারণা দেই।প্রতিদিন হোটেল খরচ তিনবেলা খাওয়া এবং এয়ারপোর্ট ট্রান্সফার বাবদ ১২০ আরএমবি।আর কেইভ এবং ষ্টোন ফরেস্ট যাতায়াত বাবদ গাড়ীভাড়া ৭০০ আরএমবি।সাফারী পার্ক যাতায়াত ৪০০ আরএমবি।এদের মাইক্রোবাস গুলি ৬ সিটের।যাই হোক পরদিন সাফারী পার্ক থেকে এসে আবার সেই গ্রামের মার্কেটে টুকটাক কেনা কাটা।আমার লিস্টের কোন প্রোডাক্ট কিনতে পারছি না।চায়না যাব বাসা থেকে বিশাল লিস্ট ধরিয়ে দিয়েছে।মোবইল,ট্যাব,ছাতা,জামা,জুতা,উড়না,হ্যাট আর কত কি?তারপরদিন শুধু মার্কেংিয়ের জন্য বরাদ্ধ।সকালে মাইক্রো আসলো।আমরা খেয়ে দেয়ে বের হলাম মার্কেট করার জন্য।প্রথমে গেলাম কেরিফোর (ব্রান্ডের) শপিংমল।দাম মোটামুটি ভালই।আসলে এই মার্কেটের প্রডাক্ট এর দাম একটু বেশী এবং কোয়ালিটি প্রডাক্ট।ম্যাকডোনাল্টে দুপুরের খাবার খাবার খেযে এখানে কিছু কেনা কাটা হল।তারপর গেলাম লওসিয়ান মার্কেটে।এখানে প্রায় ৬০ হাজার দোকান আছে।একমাথা থেকে আরেক মাথা দেখা যায়না।এতবর মার্কেট।সস্তায় কেনাকাটার একটা সুনাম আছে এবং প্রায় আপনি যা চান তাই এখানে পাওয়া যায়। অসংখ্য দোকান।শুধুই দোকানের সারি।কেউই ইংরেজি বুঝেনা।ইশারায় কেনাকাটা চলছে।একদিন কেন এক সপ্তাহে মার্কেটেরে দেখা শেষ হবে না তবে আমরা ক্লান্ত হয়ে এবং ওয়াসরুমে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছি কিন্তু কাউকে বুঝাতে পারছিলাম না যে ওয়াসরুম কোথায়।এভাবে প্রায় ৮-১০জনকে জিজ্ঞেস করলাম কেউই কিছু বলতে পারে না।অবশেষে অভিনয় করে একজনকে বুঝানো গেল।তারপর গেলাম ওয়ালমার্ট ।সেখান প্রডাক্ট এর দাম লেখা থাকাতে একটু স্বস্তি পাওয়া গিয়েছিল।আবার সেই গ্রামের মার্কেটে।আসার আগের দিন গেলাম ফলের মার্কেটে । আম ১৩ আরএমবি,মিষ্টি তেতুল ২০আরএমবি কয়েক কেজি কিনলাম।এভাবেই কোনাকাটা সবার হইল শেষ কিন্তু আমার হইলনা শেষ।
©somewhere in net ltd.