নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লুনা রুশদী

i'm lost and alone and i'm fair and i'm free you am what you is and i are who i be what i'm lacking in strength i make up for in smarts you keep your stability i'll keep my heart

লুনা রুশদী

আমি অনেক হাসি। আমার বই পড়তে, কবিতা পড়তে, আড্ডা দিতে, গান শুনতে, সিনেমা দেখতে, ঝগড়া করতে, তর্ক করতে, পরচর্চা করতে, কুটনামী করতে, ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে। [email protected]

লুনা রুশদী › বিস্তারিত পোস্টঃ

ভাবনা চিন্তা : ২২ জানুয়ারী ২০০৯

২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:০৯

রাতে ভালো ঘুম হলে মনে হয় চেহারায় সুখী সুখী ভাব চলে আসে। অনেকদিন পর কাল টানা ৯ ঘন্টা ঘুমালাম। আরও পারতাম যদি অফিসে না আসতে হতো। আসার পথে বাসে ড্রাইভারের ঠিক পিছনের সিটে বসলাম। সামনে একটা সেপারেটর, ড্রাইভারের সাথে বাসযাত্রীদের। তার আবার কিছুটা কাঁচের। সেইখানে নিজের চেহারার প্রতিফলন দেখছিলাম, পাশ থেকে সূর্যের আলো পড়ছিল। ভালই। আশেপাশে লোকজন না থাকলে নিজের দিকে তাকিয়ে হাসা যেতো। কি আর করা, এইভাবে দেখলাম যেন দেখলাম না।



বাসস্টপে সব সময় এক মোটামুটি বুড়ি বলা যায় এমন একজনের সাথে কথা হয়। তাকে আমার বেশ ভালোই লাগে। সবসময় কাশে যদিও। চেইন স্মোকার মনে হয়। বৃটিশ মহিলা, তবে নিউজিল্যন্ডে আছে অনেকদিন। আগে একটা স্কুলে মাস্টারী করতো। রিটায়ার করার পরে এখন অকল্যান্ড সিটি কাউন্সিলে কাজ করছে। তার এক মেয়ে আছে engineer আর মেয়েরও মেয়ে আছে একটা। এইসব বাসস্টপের পরিচয়ের মজার একটা ব্যপার আছে । অনেককিছু জানা হয়, অনেক কথা হয় কিন্তু নাম জানা হয় না। সাধারণত অন্য আর যে কোন পরিস্থিতিতে কারো সাথে কথা বলতে গেলে প্রথমেই পরিচয় দেয়া হয়। এখানেই আলাদা শুধু। কথা হয় বাস আসা পর্যন্ত, তারপর কোন ভবিষ্যতে দেখা হওয়ার পরিকল্পনা ছাড়াই বিদায়। পরের দিন দেখা হবে কিনা কে জানে। হয়ও না অনেক সময়।



যেমন একটা মেয়েকে আমি এখনো অনেক খুঁজি। আমার আগের অফিসের সামনের বাস স্টপে দেখা হতো। ভারতীয়। মনে হয় আর্কিটেক্ট ছিল। সাথে সবসময় বিশাল এক ছবির ক্যানভাস নিয়ে ঘুরতো আর দেখতে কেমন উদাস উদাস। আবার স্বাস্থ্য সচেতন। অন্যদের দেখতাম, চিপস- চকোলেট খাচ্ছে দাঁড়িয়ে, এই মেয়ে খাইতো carrot sticks।



একদিন তার সাথে তুমুল আলাপ হলো বাসে বসে। হিন্দি সিনামা নিয়ে । আমি তখন swades দেখেছি। শুনেছি যে ইন্ডিয়াতে ফ্লপ। আমার তবু অনেক ভালো লাগছে। দেখলাম যে ওরও খুব প্রিয় ছবি। কথায় কথায় ওর নাম জানা হয়ে গিয়েছিল, এটাও exception বাসস্টপ নিয়মের। নাম হলো প্রগতি! আগে কোনদিন এইরকম নাম শুনিনাই। তার বাবা মা মনে হয় ইন্টারেষ্টিং আছে ভালোই। সেইদিনই প্রথম আর শেষ আলাপ। এরপর একবছরেরও বেশী সময় কোন দেখা নাই!



কি আর করা কত কাউকে না দেখেই দিন পার করে দিতেছি! এবার অফিসের কাজ করি একটু, কে জানে আজ কেমন যাবে। এ পর্যন্ত তো ভালোই।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:১৪

সৈয়দ নাসির আহমেদ বলেছেন: ভাল লাগলো,ধন্যবাদ আপনাকে,ভাল থাকবেন।

২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৫২

লুনা রুশদী বলেছেন: আপনি লেখা পড়েছেন, আপনাকেও ধন্যবাদ।

২| ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:১৬

আশরাফ মাহমুদ বলেছেন: engineer = প্রকোশলী।
carrot sticks = গাজর-দণ্ড।
exception = ব্যতিক্রম।

সুন্দর লেখাটার মাঝে ইংরেজি শব্দগুলো বেমানান। বাংলা করে দিলে আরো মনোরম হবে।

বেশ লেখা।

২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৫৪

লুনা রুশদী বলেছেন: আমার মনে হয় না বেমানান। লেখাটা অনেকটা ডায়েরী লেখার মতন। আমি যেভাবে কথা বলি সেরকমই লিখছি। বরং কথা নাই বার্তা নাই carrot sticks কে গাজর দন্ড বলতে গেলেই হাস্যকর হবে। এইভাবে কেউ কথা বলে নাকি?

৩| ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৪৩

প্রলয় হাসান বলেছেন: আপনি কোথায় থাকেন জানতে পারি কি?

২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৫৫

লুনা রুশদী বলেছেন: আমি নিউজিল্যন্ডে থাকি, অকল্যন্ড।

৪| ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:৪৯

আশরাফ মাহমুদ বলেছেন: লিখেছেন আপনি। সুতারাং, আপনার ইচ্ছা। আমি শুধু আমার অনুভূতিটুকু বললাম।
বললে সবই বলা হয়, না বললে নাই।

২২ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০৩

লুনা রুশদী বলেছেন: আমিও এই সম্পর্কে আমার কথাই বললাম যে কেন মাঝে মাঝে ইংলিশ রেখেছি। আপনি পোস্ট পড়েছেন এইজন্য কৃতজ্ঞতা!

৫| ২২ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:০৬

প্রলয় হাসান বলেছেন: আমি আগামী পরশু অকল্যান্ড যাচ্ছি। :)

আপনার ফোন নাম্বারটা বা যদি কোন বাঙ্গালীর ফোন নাম্বার জানা থাকে তাহলে আমাকে ই-মেইল করে দিতে অনুরোধ করছি।

shopnoduar @ hotmail.com

২২ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০৫

লুনা রুশদী বলেছেন: সমস্যায় ফেললেন। নিউজিল্যান্ডে আমি কোন বাঙালী চিনি না। আর আমার ফোন নং নিয়েও লাভ নাই, এটা অনেক ব্যস্ত সময় কাটছে আমার। তবে কোন পারটিকুলার ইনফরমেশান চাইলে বলবেন, ইমেইল করে দেয়ার চেষ্টা করবো।

৬| ২২ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৬

জটিল বলেছেন: বাহ

২২ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০১

লুনা রুশদী বলেছেন: ভাল হইছে?

৭| ২২ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৩৩

প্রলয় হাসান বলেছেন: সালমান রুশদি কি আপনার কেউ হন?

২২ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০৬

লুনা রুশদী বলেছেন: না, তবে এই প্রশ্ন সবাই করে। আমাদের নামের বানান আলাদা। আমার বানান Rushdi and Salman Rushdie!

৮| ২৩ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৪

পাগল রাজা বলেছেন: প্রলয় ছাগোল, মাইয়াগো পিচে চোক চোক করার বলদামী তুমার গেলো না,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.