নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লুথা

একজন সাধারন মানুষ.. যে সাধারণ কথা বলে.. সত্য কথা বলে.. যদিও সত্য কথা বলা মহাপাপ...তাইতো আমি ব্লগের একজন নিন্দিত ব্লগার... ;)

লুথা › বিস্তারিত পোস্টঃ

আস্তিক - নাস্তিকঃ কেচাল-পেচাল বন্ধ হোক

০৯ ই আগস্ট, ২০০৯ রাত ২:২২

আস্তিক - নাস্তিকঃ কেচাল-পেচাল বন্ধ হোক



ব্লগে আস্তিক-নাস্তিক পেচাল দেখতে দেখতে ক্লান্ত... আস্তিক'দের এখন থেকে উচিত না নাস্তিকদের পোস্টে যাওয়া এবং নাস্তিকদের উচিত না আস্তিক'দের পোস্টে যাওয়া...



আরো ভালো হয়ঃ নাস্তিক পাবলিকগুলা যদি নিজেদের আলাদা গ্রুপ করে সেখানে পেচাল পারে...



সত্যি কথা হচ্ছে, দেশে/দুনিয়াতে যত আস্তিক আছে, অইটার কত % (গেস করলাম ২%) নাস্তিক আছে নাকি সন্দেহ আছে...



এবং ব্লগে যতই যুদ্ধ হোক না কেন, নাস্তিক আস্তিক হবে না এবং আস্তিক নাস্তিক হবে না...



আস্তিক হিসেবে বলিঃ আল্লাহ সব নাস্তিক'দের হেদায়েত দান করুক...



(সন্ত্রাসীদের কোন ধর্ম নাই, এরা সন্ত্রাসীঃ এটাই তাদের আসল পরিচয়...দুনিয়াতে মুসলমান'রাই জঙ্গী হবে, এইটা ভুল...হিন্দুরাও হয়, খ্রীস্টানরাও হয়, ইহুদী'রাও হয়... এরা ধর্মের নামে যাই করুক, এরা সন্ত্রাসী, এদের ধর্ম নাই...)



মন্তব্য ৫৬ টি রেটিং +১৭/-১৬

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ২:২৮

বিবর্তনবাদী বলেছেন: কুল ডাউন। ব্লগে এইসব না থাকলে মজা নাই।

০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:০২

লুথা বলেছেন: ভাই আমি কুল...কিন্তু লেবু বেশি চিপলে তো তিতা হয়

২| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ২:৩২

'লেনিন' বলেছেন: আপনার পোস্টটা তো টিপিক্যাল আস্তিক পোস্ট.. আর পোস্টটা মনে হইতাসে আস্তিক-নাস্তিক ঝগড়া বাড়ানোতে বিশেষ ভূমিকা রাখবে।

০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:০৩

লুথা বলেছেন: ঠিক বলছেন, কারন আমি চাইনা কেচাল হোক এবং যেহেতু আমি আস্তিক, তাই অই ফ্লেভার তো আসবেই...তাছাডা ঝগডা কি কম হইতেছে ?? লুল

৩| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ২:৩৬

মনজুরুল হক বলেছেন:

মাত্র ২% নাস্তিক নিয়ে এত পেরেশানি কেন? মেজোরিটি মাস্টবি গ্যারান্টেড! নিন তালগাছ আপনার।

০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:০৪

লুথা বলেছেন: গেস করলাম...গেস যে করছি, অইটা তো লেখা দেখেই বুঝার কথা

৪| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪৪

মনির হাসান বলেছেন: আপনি নিশ্চিত যে ... ব্লগ পড়ে কোন নাস্তিক আস্তিক হবেনা বা কোন আস্তিক নাস্তিক হবেনা ... নাকি এটা নিজেকে সান্তনা দিচ্ছেন ?

এবং আপনাকে বেশ আতঙ্কিত'ও মনে হচ্ছে ।

০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:০৫

লুথা বলেছেন: নাহ ! আমার মনে হয় না, যে কোন আস্তিক নাস্তিক হবে এবং কোন নাস্তিক আস্তিক হবে... আমি আতঙ্কিত না, আমি বিরক্ত...

৫| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ২:৫০

মদনকুমার বলেছেন:
এইখানে ননরিলিজিয়াস কিন্তুক ১৬ ভাগ :)

০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:০৬

লুথা বলেছেন: তাইলে তো ব্লগার (নাস্তিক) রা খুশি তে লাফাবে...আমি আসলে নিজেই জানি না, শুধু গেস করছিলাম

৬| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৩:০৩

ফিউশন ফাইভ বলেছেন: এই আমপারা-ছিপারামার্কা পুস্টে সজ্ঞানে মাইনাস দাগানো হৈল।

০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:০৭

লুথা বলেছেন: মাইনাস পাইলে ভালো লাগে...প্লাস পাইতে কোন দিন পোস্ট দিছিলাম বলে মনে হয় না

৭| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৩:১৬

ফারুক৫৫ বলেছেন: আলোচনা কোনক্রমেই বন্ধ হওয়া উচিৎ নয়। যদি একজন নাস্তিক ও আস্তিক হয় , তবে সেটা ও কম অর্জন না। আর কোন আস্তিক যদি নাস্তিক হয় , তবে ঐ ধরনের আস্তিক না থাকাই ভালো।

৮| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৩১

কলুর বলদ বলেছেন: যুদ্ধ চলছে চলবে ! মাঝখান দিয়ে মজা লুটে চলে যাব আমরা, যাপিত জীবনই যাদের ধর্ম....কিপ রকিং অল দ্যা আস্তিকস এন্ড নাস্তিকস (!)

০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:০৮

লুথা বলেছেন: ;) ;) ;)

৯| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৪১

পড়ুয়া_পড়ুয়া বলেছেন: মদনকুমার, এই ছবিটাই খুঁজতে আছিলাম । রাইতের বেলা জেহাদী জোস আইসা পড়লো নাকি ভাই ? কেউ কিছু কইছে ? বকা দিছে ?

১০| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৪২

*পাগলা জগাই* বলেছেন: টাইটেলের বক্তব্য ভেবে দেখার মত।

তবে আপনার মূল বক্তব্যে ব্যালান্স নেই। আপনি বলছেন:
--->
আরো ভালো হয়ঃ নাস্তিক পাবলিকগুলা যদি নিজেদের আলাদা গ্রুপ করে সেখানে পেচাল পারে...

এখানে যদি আস্তিক ও নাস্তিক দুই পক্ষকেই বলতেন তাহলে দেখতে সুন্দর হতো, তা না করে আপনি নাস্তিকদের ভাগিয়ে দিতে চাচ্ছেন। একপেশে নোংরা মনোভাব।

------>

সত্যি কথা হচ্ছে, দেশে/দুনিয়াতে যত আস্তিক আছে, অইটার ২% নাস্তিক আছে নাকি সন্দেহ আছে...

আপনার ধারণা সত্যি নয়, পৃথিবীতে নাস্তিকের সংখ্যা আপনার ধারনার চাইতে অনেক কয়েক গুন বেশি। তবে যে কোন জেলে-হাজতে গিয়ে খোঁজ নিন - কমপক্ষে ৯৯% আস্তিক হবে। তবে বড় কথা হচ্ছে সংখ্যা দিয়ে কি বুঝাতে চাইলেন? যারা সংখ্যায় কম তাদের মুখ চেপে ধরতে হবে?

মাইনাস দিলাম। ফালতু পোস্ট।

০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:১১

লুথা বলেছেন: ব্যালান্স না থাকাই নরমাল কারন নাস্তিকদের কথা বলতে গেলেই মেজাজ খারাপ হয়... ভাগিয়ে দিচ্ছি কারন আমি মনে করি ব্লগে বেশিরভাগ আস্তিক, তাও ঠিক আছে ২ গ্রুপ আলাদা করে গঠন করা যাইতে পারে...কারো ইচ্ছা থাকলে জয়েন করবে, নাইলে নাই...

নাহ ! আমার মনে হয় বুঝেন নাই কি লিখছি...আমি গেস করছি এবং আমার গেস মিথ্যা হইতেই পারে...

ফালতু হইলে ফালতু... ফালতু পোস্টে এতো কথা লিখলেন কেন ?

১১| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৪৪

হতাশ_আমি_যাণ্ত্রিক বলেছেন: ভাইজান, পিলিজ অফ যান, একটু শান্তিতে থাকতে দেন, এই সব ক্যাচাল আর ভাল লাগে না।

মনির হাসান বলেছেন: আপনি নিশ্চিত যে ... ব্লগ পড়ে কোন নাস্তিক আস্তিক হবেনা বা কোন আস্তিক নাস্তিক হবেনা ... নাকি এটা নিজেকে সান্তনা দিচ্ছেন ?

এবং আপনাকে বেশ আতঙ্কিত'ও মনে হচ্ছে ।


এইসব ব্লগ পড়ে কারও কোনো ক্ষতি হয় বলে আমার মনে হয় না, বরং সে উদার ভাবে ভাবতে শেখে।

০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:১২

লুথা বলেছেন:
আমি মনে হয়না আস্তিক-নাস্তিক নিয়ে কোনদিন বেশি পেচাল পারছি...সারাক্ষন অনেকেই পেচাল পারে এবং অইটা দেখে বিরক্ত হয়েই আমি এই পোস্ট দিছি...আসল মানেই বুঝেন নাই যে কেন দিলাম এই পোস্ট

১২| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৪৪

পড়ুয়া_পড়ুয়া বলেছেন: কলুর বলদ জটিল কইছেন । নামডাও জটিল । কলুর বলদ । হা হা হা ।

১৩| ০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:১২

দ্বিজু বলেছেন: হাহপেগ

১৪| ০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:১৫

দ্বিজু বলেছেন: বাইয়ে কিচু খাইছিলেন নি?

"নাস্তিকদের ধর্ম নাই, জাত নাই, কিছুই নাই...কিন্তু আশা করবো সবগুলা একদিন সঠিক পথে ফিরে আসবে.."

"দুনিয়াতে মুসলমান'রাই জঙ্গী হবে, এইটা ভুল...হিন্দুরাও হয়, খ্রীস্টানরাও হয়, ইহুদী'রাও হয়... এরা ধর্মের নামে যাই করুক, এরা সন্ত্রাসী, এদের ধর্ম নাই.."

রাজনীতি শুরু করেন বাসন বালা অইছে। তয় পেলাছ দিবার পাল্লাম না।

০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:১৩

লুথা বলেছেন: ;););) ভাত খাইছি রাইতের বেলা...

১৫| ০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:২৩

মারূফ মনিরুজ্জামান বলেছেন: হা হা- ভাই আপনার এই পোষ্টের মন্তব্য অফ রাখতেন- না হলে কেচাল বন্ধ হবে কেমনে?

আস্তিকের যেমন অধিকার আছে কথা বলার- নাস্তিকেরও আছে-

তবে কেচাল বন্ধ না হোক- চলুক- কেচাল না চললে ভাল কিছু হয় না-

প্রচলিত বিশ্বাসের বাইরে চিন্তা করার দরকার আছে- এইটা না করলে এমনকি ইসলাম প্রচারও সম্ভব হত না- আরবের লোকেরা মুর্তি পুজা করত- এখন যদি তারা নিজেদের কানে তুলা দিয়ে রাখত তাইলে কেমনে ইসলাম প্রচার হত?

কানে তুলা দিয়ে চোখ কান বন্ধ করে নয়- জানার চেষ্টা করা উচিৎ। নাস্তিকদের যদি বোঝাতে চান- আগে নাস্তিকের কথা শুনতে হবে- তারপর তার যুক্তি খন্ডন করতে হবে - কেউ যদি ধর্ম প্রচার করতে চান আরকি-

বেশিরভাগ মানুষের ধর্ম নিয়ে গবেষনা খুবই কম- যে কোন আক্রমণ প্রতিহত করার জন্য যে পরিমান জ্ঞান দরকার তা বেশি লোকের থাকে না- ফলাফল হয় তালগাছ আমার- কারণ কিছু না জ্ঞানের অভাব- যুক্তিতে কুলাতে না পারলেই তার মানে এই না যে নাস্তিকের যুক্তি সঠিক-
মনে রাখা উচিৎ বেশিরভাগ মানুষের স্পেশালিটি ধর্ম না- শুধু বিশ্বাস নিয়ে তর্ক করাটা গাধামী মনে হয়- ধর্ম ছাড়া আর কোন বিষয়ে মানুষ খালি বিশ্বাস নিয়ে তর্ক করে না-

ধরেন=
কোনভাবে আমরা একজন মানুষকে সপ্তদশ শতকে পাঠালাম - তারপর সে কিছু লোককে বলল যে টাইম আপেক্ষিক এবং ফিরে আসল। তো কিছু লোক পাওয়া গেল যারা বিশ্বাস করল যে টাইম কন্সট্যান্ট কিছু না- আপেক্ষিক-। এখন বিজ্ঞানী নিউটন পরীক্ষা করে দেখলেন (আসলে চেষ্টা করলেন) যে এটা আপেক্ষিক না- পরম- এবং সেটা প্রচারে ব্লগে লেখালেখি শুরু করলেন। এদিকে বিশ্বাসী লোকও ব্লগে লেখালেখি শুরু করেছে-

যখন কোন থিওরীর ভুল ধরা হবে তথন সেই থিওরী আগে বুঝতে হবে- না বুঝে চিল্লাফাল্লা করা অন্ধ লোকের কাজ- তা সে আস্তিক হোক আর নাস্তিক হোক-

০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:১৪

লুথা বলেছেন: বডই জ্ঞানী পোস্ট...ধন্যবাদ

১৬| ০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:১২

বিলাশ বিডি বলেছেন: মারুফ মনিরুজ্জামান এর মন্তব্যে ঝাঝা!

"দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি,
সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি?"

সত্য হচ্ছে ছাইচাপা আগুন, একে কোনোভাবেই ঢেকে রাখা যায়না। প্রশ্নের পর প্রশ্ন করে সত্যকে এর শুদ্ধতম রুপে বের করে আনতে হবে! সে জন্য চাই একটা চমৎকার আলোচনা-বিতর্কের পরিবেশ!

১৭| ০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:৩০

ধীবর বলেছেন: আস্তিক নাস্তিক যে যার মত থাকুন। সমস্যা হবার তো কথা না। কিন্ত যখন অন্য ধর্মের মানুষরা নাস্তিকতার আড়ালে, সাম্রাজ্যবাদি ঘৃণাবাদিদের শেখানো বুলি আওড়িয়ে, রীতিমত জঘন্য ভাষায় মুসলমানদের আক্রমন করে বসে, তখনই সব সংঘাতের কারন ঘটে।

ইন্টারনেটে লেখালেখির সাথে গত ৫ বছর থেকেই ভালো ভাবেই জড়িত। আমি দেখেছি, ১০ ভাগ নাস্তিক আর ৯০ ভাগ ভিন্ন ধর্মীয় ( হিন্দু ক্রিস্টান ইহুদি) লোক মিলে অত্যন্ত কদর্য ভাষায় শুধুমাত্র ইসলামকেই আক্রমন করেছে। ব্লগেও একই অবস্থা। অথচ ব্লগে যখন অন্য ধর্মের উপরে কিছু লেখা হয়, তখন এরা হয় সাধু সাধু রব তোলেন, কিংবা নিশ্চুপ থাকেন। অথচ মুসলমানরা অন্তর্জালে এধরনের ঘৃণাবাদি কার্যক্রমের সাথে জড়িত, এমনটি কোনদিন তো দেখেনি।

সুস্থ আলোচনা এবং পারস্পরিক যুক্তি তর্কের পথটি এই ঘৃণাবাদিরাই বন্ধ করে রেখেছেন বিধায়, সুস্থ বিবেক সম্পন্ন মানুষেরই উচিত এদের বর্জন করা।

০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:১৫

লুথা বলেছেন: হুম হুম হুম ঠিক কথা

১৮| ০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৩০

সন্ন্যাসী কবি বলেছেন:
আমি ড.আড়িফ স্যারের লেকা পরে পাংখিত। পুলাটা না হইলো ছাগল না হইলো বলদ পুরা ভেড়া।

ফিফা বলডটা নাস্তিক কইতে শরম পায় তাই সব কিছুতে বলডটা আমপার চিপারা
খুইজা পায়। বলদটা লাইথ্থানো দরকার। ভাঁড় টাকলু..

আপনার পোষ্টে মন্তব্যকারী উপরের কয়েকটাই নাস্তিক কিন্তু সুশীল নিকে তারা প্রগতিশীল আবার গনাদা মার্কা নিকে ইসলাম বিদ্বেষী।

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪৩

লুথা বলেছেন:
ভালা কইছেন

১৯| ০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৩৩

সন্ন্যাসী কবি বলেছেন:

আমি নাস্তিকদের বিনোদনের থেইকা বন্চিত হৈতাম চাই না;)

তাই তাদের লেকতে দেন।

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪৩

লুথা বলেছেন: দিলাম... ;);)

২০| ০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:০৫

মিতামারিয়া বলেছেন: গুড

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪৩

লুথা বলেছেন: ধন্যবাদ

২১| ০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:৪২

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: ১০ জনের "পৈতা টেস্ট" পজিটিভ....... !!!
দেশটা ভইরা গেলরে.....।


(পোস্টে প্লাস)

২২| ০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:০১

রাজীব বলেছেন: ভাই চাদ তারা মানে ইসলাম না। আপনে ইসলামের এই লোগে কোথায় পেলেন। পাকিস্তানকে ইসলামের সোল ডিস্ট্রিবিউটরশীপ দেয়া হয় নাই।

চাদ তারা পাকিস্তানের লোগো ইসলামের লোগো নয়।

আপনি আস্তিক হলেও ইসলাম সম্পর্কে আরো জানা দরকার।

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪৫

লুথা বলেছেন: ভাইরে কেন সব কিছুতে সিরিয়াস হোন ?? দিবার জন্য দিছি... ইসলাম ধর্মে কি লোগো আছে নাকি কোন ?? থাকলে জানান

২৩| ০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৭

লড়াকু বলেছেন: ফিউশন ফাইভ বলেছেন: এই আমপারা-ছিপারামার্কা পুস্টে সজ্ঞানে মাইনাস দাগানো হৈল।

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪৫

লুথা বলেছেন: কি আসে যায় ছাগলের চিল্লা-চিল্লিতে ?

২৪| ০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৫

ভন্ডপির বলেছেন:
নাস্তিক আস্তিকের পাশাপাশি বলদের সংখ্যাও কম না একদম। তয় ছাগলগুলা সব আস্তিক।

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪৫

লুথা বলেছেন: শুকর গুলা নাস্তিক

২৫| ০৯ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৪

নির্ভয় নির্ঝর বলেছেন: নাস্তিকরা যত খুশি ঘাস খাক কাঁঠালপাতা খাক, কোন সমস্যা নেই। কিন্তু যখন ধর্মের প্রতি আক্রমণমূলক কথা বলে, তখনই মনে হয়, ছাগলগুলো কাঁঠালপাতা নয়, শুধুমাত্র ঘাস খাওয়ারই উপযুক্ত। সেই জন্যেই প্রতিবাদ না করে থাকা সম্ভব হয় না।

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪৬

লুথা বলেছেন: ঠিক ঠিক

২৬| ০৯ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৫

আমড়া কাঠের ঢেকি বলেছেন: নির্ভয় নির্ঝর বলেছেন: নাস্তিকরা যত খুশি ঘাস খাক কাঁঠালপাতা খাক, কোন সমস্যা নেই

;) (পিলাস)

২৭| ০৯ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৯

মুক্ত মানব বলেছেন: আস্তিক আর নাস্তিক নিয়ে পোষ্ট দেখি বেরেই চলেছে। কয়েকটা বিষয় শেয়ার করা প্রয়োজন মনে করছি।
* ব্লগে আস্তিক ও নাস্তিক বিষয়ে যত গুলো পোষ্ট আছে তার সবগুলোতেই নাস্তিকদের বিশ্রী বা কদর্য ভাষা ব্যবহার করতে দেখা যায়। এর কারণ কি? তাদের দাবী যৌক্তিক হলে যুক্তি দিয়ে বোঝালেই তো হয়? খারাপ ভাষা প্রয়োগের তো কোন কারণ দেখি না।
* যারা নিজেকে নাস্তিক মনে করেন তাদের বলছি, সৃষ্টি কর্তা বলে কেউ নেই এটা প্রমান করে আপনার লাভ কি? আপনি তো স্বর্গ নরক কিছুই বিশ্বাস করেন না। যারা আস্তিক তাদের ধর্ম বিষয়ক পোষ্ট করার এবং তাতে কমেন্টস করার যুক্তি আছে। তারা স্বর্গ ও নরকে বিশ্বাস করে। ধর্মীয় অনুশাসন মানতে তারা এই বিষয়ে কথা বলে। আপনারা কেন বলেন? আপনাদের দল ভারী করতে? আপনাদের দল ভারী হলে কি লাভ?
* আস্তিকতা বা ধর্ম বিষয়ক পোষ্ট দেখলে তো নাস্তিকদের হাসি পাবার কথা। তাদের হাসি না পেয়ে রাগ হয় কেন? আস্তিকদের আস্তিকতা দেখে নাস্তিকের রাগের কারন কি? কেউ আস্তিক, এতে নাস্তিকদের ক্ষতি কোথায়?

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪৮

লুথা বলেছেন:
কঠিন কঠিন... আপনারে ++

২৮| ০৯ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৫২

তায়েফ আহমাদ বলেছেন: দাদা যে একেবারে সশায়েস্তা খানের কামান নিয়ে নেমে পড়লেন!

২৯| ০৯ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৯

নির্ভয় নির্ঝর বলেছেন: @ তায়েফ আহমেদ - কিছুটা ভুল বললেন। দাদারা শায়েস্তা খানের কামান নিয়ে নামবে কিভাবে?? একটা মান-সম্মানের ব্যাপার আছে না??

৩০| ০৯ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

সজল বলছি বলেছেন: নাস্তিক গুলার কাম হইল ঘরের কোনে বসে ঘেউ ঘেউ.......

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪৯

লুথা বলেছেন: ঠিক ঠিক

৩১| ১০ ই আগস্ট, ২০০৯ রাত ২:২০

শাহীন খান ০০৭ বলেছেন: আস্তিক / নাস্তিক বা ধর্ম সংক্রান্ত ব্লগ বন্ধ করাই উচিত, কারন এখানে গালাগালি হয়। গঠনমূলক সমালোচনা হলে অনেক কিছুই হয়তো শেখার চিলো। কিন্তু আমরা গালাগালি ছাড়া আর কিছুই শিখছি না।

যারা যুক্তি দিতে জানে তারা কখনো গালাগালি করে না। ব্যবহার থেকে আমরা বুঝে নিচ্ছি কে ভাল আর কে মন্দ ( অথবা কোনটা ভাল আর কোনটা মন্দ)।
Click This Link

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:৫০

লুথা বলেছেন: হুম

৩২| ১০ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: লুথা ভাই একটু মন্তব্য দিয়ে যান;


Click This Link

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:৫১

লুথা বলেছেন: আপনার পোস্ট দেখি সরায়ে ফেলছে

৩৩| ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:২৯

কঠিন চিজ বলেছেন: আসলে ভাই সত্যি বলতে কি, নাস্তিকদের কোন নীতি নাই। ওদের পক্ষে সব ধরনের অপকর্ম করা সম্ভব। একমাত্র ধর্মই নৈতিকতা শিক্ষা দেয়। দার্শনিকরা যেসব নীতি শিক্ষা দেয় তা পরোক্ষভাবে ধর্ম থেকেই নেয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.