নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লুৎফুল আহসান

কথা সাহিত্যিক

লুৎফুল আহসান

কথা সাহিত্যিক

লুৎফুল আহসান › বিস্তারিত পোস্টঃ

অার একবার জন্মাতে পারলে হিটলার হয়েই জন্মাবো

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩২

যে শিশুর অাজ বাবার কাছে

নতুন স্কুল ব্যাগ কিনে দেয়ার বায়না ধরার কথা ।

রঙ পেন্সিলে নিজের জামা রাঙিয়ে মায়ের কাছে

মিষ্টি বকুনি খাওয়ার কথা ।

মায়ের লাল লিপস্টিক এ এ্যাবড়ো থ্যাবড়ো ভাবে

নিজের ঠোট রাঙানোর কথা ।

সে শিশু অাজ

নিজের হতে নিজের গায়ের রক্তের দাগ মুছছে ।

যে ছেলেটির

নতুন কেনা জুতোয় কাদা লাগায় ভেউ ভেউ করে কাঁদার কথা ।

সে ছেলে অাজ

বুলেটের অাঘাতে নিশ্চুপ নিথর ।

ভয় পেয়ে চোখ বড় করে কান্নারও সময় পায় না ।

এসব দেথে অাজ অামরা

এসির হাওয়ায় বসে মানবতা বিরোধীর শ্লোগান অাওড়াই ।

অার একবার জন্মাতে পারলে

হিটলার হয়েই জন্মাবো ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৩

লেখোয়াড় বলেছেন:
কেন হিটলার হয়ে জন্মাবেন কেন??

ভাল লাগল বিদ্রোহী কবিতা।

শুভব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.