নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লুৎফুল আহসান

কথা সাহিত্যিক

লুৎফুল আহসান

কথা সাহিত্যিক

লুৎফুল আহসান › বিস্তারিত পোস্টঃ

তবুও স্বপ্ন দেখি

১৫ ই জুলাই, ২০১৪ রাত ১:১২

ডানা দুটো ভাঙাচোড়া চোখটাও ছানি পড়া

গায়ে দেখো এতটুকু বল নেই ।

অাহার তো দূরে থাক, ফল মূল অারো দুরে

গলাটাও ভিজানোর খানিকটা জল নেই ।

তবুও স্বপ্ন দেখি অাকাশে ওড়ার

ডানা মেলে প্রাণ খুলে বাতাশে ঘুড়ার ।



সুর্যটা ক্ষেপে অাছে মেঘেদের ছুটে পড়া

একটিও গুরি নেই ।

দু তিনটি ডাল অার কয়েকটি পাতা ছাড়া

একটিও কুড়ি নেই ।

তবুও স্বপ্ন দেখি গোলাপি ফুলের

সবুজ পাতার অার শক্ত মূলের ।



মিশমিশে অাধারে ,

ফাঁদে পরে মনে হয় রাত যেনো বাধারে

এতটুকু অালো নেই মশালটা জ্বালাবার ।

তবুও স্বপ্ন দেখি নতুর সকাল

সোনালি অালোয় ভরা রুপালি বিকাল ।



অাকাশে অাকাশ নেই যেনো এসে

ভেঙে পরে মাথার উপর ।

নড়কে নড়ক নেই এ দেহটা

জ্বালে যেনো সকাল দুপুর ।

এতটুকু মাটি নেই ভালো করে দাড়াবার

একা বেশ ভবঘুড়ে নেই কিছু হারাবার ।

তবুও স্বপ্ন দেখি নতুন দিনের

ভাগ্যটা ঘুড়ানোর সোনালি বীনের ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.