নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লুৎফুল আহসান

কথা সাহিত্যিক

লুৎফুল আহসান

কথা সাহিত্যিক

লুৎফুল আহসান › বিস্তারিত পোস্টঃ

তোমাকে নিয়ে একটি কবিতা লিখবো বলে

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৩

তোমাকে নিয়ে একটি কবিতা লিখবো বলে এক কাপ চা হাতে বসেছি ছোট্ট বারান্দায় ।

দখিনা হাওয়ায় উড়তে থাকা তোমার ঐ অবাধ্য চুল আমায় লিখতে দিল না ।

চোখ দুটো বন্ধ না করে পারলাম না ,

কি আশ্চর্য ,

এখন দেখি তোমার হাসিও আমার কানে বাজছে এক আপন সুরে ।

বিশ্বাষ কর এত স্পষ্ট শব্দ কোন এন্ড্রোয়েড ফোন ও দিতে পারবেনা ।

মনে হচ্ছে চোখ খুললেই দেখবো প্রিয়তমার বেশে তুমি দাড়িয়ে ঠিক আমার পাশে ।

আজকের বিকেলটা এত ছোট কেন ?

নাকি আবার অইনস্টাইনের আপেক্ষিকতা কাজ করছে ?

সারা শহরটাকে অন্ধকারের কাছে জিম্মি রেখে

আর আমাকে গোধুলির রাঙা আলোয় রাঙিয়ে

সৃর্যটা মিলিযে গেল কোন এক দিগন্তে ।

আমি আবারো দু চোখ বন্ধ করলাম ।

অাধারের অস্পষ্ট পর্দায় দেখি তোমার কাজল মাখা চোখ,

বারবেন্ডি কালার লিপলেইনার দেয়া ঠোট, ছোট ছোট আঙুল আর আমার অগোছালো চুল ।

আমার চাও ঠান্ডা হয়ে গেল ।

তোমাকে নিয়ে আর কবিতা লেখা হল না ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর লিখেছেন। ভাললেগেছে আপনার কবিতা খানি ।

১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৭

লুৎফুল আহসান বলেছেন: ধন্যবাদ ।

২| ১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর কবিতা ।++++

ভাল লাগল।

১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৬

লুৎফুল আহসান বলেছেন: পাশে থাকবেন ।

৩| ১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০০

আহসানের ব্লগ বলেছেন: শুভেচ্ছা নিন কবি
ভালো আছেন তো?

১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৪

লুৎফুল আহসান বলেছেন: ধন্যবাদ । জ্বী ভালো অাছি ?অাপনি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.