নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লুৎফুল আহসান

কথা সাহিত্যিক

লুৎফুল আহসান

কথা সাহিত্যিক

লুৎফুল আহসান › বিস্তারিত পোস্টঃ

পেন্ডুলামের ঝড়

০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৮

খোলা জানালার থাই গ্লাস ভেদ করে আসা

সকালের মিষ্টি আলো তোমার ঘুমময় পবিত্র মুখে

যে আল্পনা আকে।

গভীর রাতে ঘুমের ভিতর

কোন এক অজানা মধুময় রঙীন স্বপ্নের ছোয়া

তোমার ঠোটের কোনায়

যে মৃদু হাসির ঝর্ণা ছোটায় তোমার অজান্তেই।

তোমার ব্যালকনির কোনায়

বেড়ে ওঠা গোলাপ গাছের

নব প্রস্ফুটিত লাল গোলাপের পাপড়ি

যখন তোমার গোলাপি ঠোটের স্পর্শে সিক্ত হয়।

কিংবা,

দখিনা হাওয়ার ঝাপটায় ছোট ছোট বৃষ্টির ফোটা

যখন তোমার বন্ধ চোখের পাতায় আছড়ে পরে

সে মায়াময় দৃশ্য আমি দেখিনি কখনো।

তোমার অপ্রশস্ত কপালের কোনে শিশির বিন্দুর মত

জমে ওঠা আধা ফোটা ঘাম।

সুর্যের নাগালের বাইরে খোলা শিতল বাতাশে

মুখ আড়াল করা অবাধ্য চুল।

আর ঐ

জিলেপির রসে ভেজা নমনীয় ঠোটের

গহীনে বহুদিনের জমানো আদর

আমাকে সব ভুলিয়ে সুখের সাগরে ভাসায়

দুমড়ে মুচড়ে সব এলোমেলো করে

এদিক থেকে ওদিকে ছোটায়

সবুজ শৈবালের মত।

কয়েক ঘন্টা দ্বাড় করিয়ে রাখার অপরাধে

তোমার লাল ফ্রেমের চশমা ডিঙিয়ে

তেড়ে আসা অভিমানের আড়ালে

আমার প্রতি তোমার অপরিমেয় ভালবাসা

হৃদয়ের গহীনে তোলে পেন্ডুলামের ঝড়।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.