![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধ্যরাতে পূর্ণিমার চাঁদের আলো গায়ে মেখে
তোমার কোমল শীতল ঠোট কখনো
উষ্ণ চায়ের ছোয়া পেতনা
যদি জানত,
সেই পূর্ণিমার আলোয়
গভীর ঘুমে মগ্ন থাকা পাতাবাহার গাছটি
আচমকা জেগে ওঠে
আমার চোখের কয়েক ফোটা জলের স্পর্শে।
শহুরে কোলাহলের মাঝে নির্জনতাকে খুজে নিয়ে
তোমার সুরেলা কন্ঠে শোনা যেত না
কোন কল্পনাবিলাসী গান।
যদি জানতে,
সেই নির্জনতার মাঝে
আমাকেই সঙ্গী ভেবে বার বার ডেকে চলেছে
বউ কথা কও পাখিটি।
কোমল হাতের স্পর্শে
লজ্জাবতী পাতাটি চুপসে গেলে
ঠোটের কোনায় মৃদু হাসির ফুলঝুড়ি ফুটত না
যদি জানতে,
হাজারো কষ্টের মুখ সেলাই করে হৃদয়ের চোরাপকেটে লুকিয়ে রেখে
হাসিমুখে সেলফি তুলি।
অচেনা এক শহরে বৃথাই খুজে ফিরি চেনা মুখ।
অতঃপর
ক্লান্ত চোখের ছাউনি পেরিয়ে
হ্যারিকেন রুপে ছুটে আসে পরিচিত লোনাজল।
আমার চোখের জল সরাতে বৃষ্টি আসেনি
তাই চোখ ঢেকেছি কালো সানগ্লাসে।
১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
লুৎফুল আহসান বলেছেন: ধন্যবাদ।
২| ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
লেখোয়াড় বলেছেন:
বা! ভাল লিখেছেন।
++++++++++++++++++++++++
১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
লুৎফুল আহসান বলেছেন: অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৪ রাত ২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: যদি জানতে,
সেই নির্জনতার মাঝে
আমাকেই সঙ্গী ভেবে বার বার ডেকে চলেছে
বউ কথা কও পাখিটি।
সুন্দর