নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লুৎফুল আহসান

কথা সাহিত্যিক

লুৎফুল আহসান

কথা সাহিত্যিক

লুৎফুল আহসান › বিস্তারিত পোস্টঃ

লকেটের গহীনে লুকানোো সিন্দুক

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২৭

তোমার বেলকনির গ্রিল বেয়ে বেড়ে ওঠা

লতানো গাছটির পাতার ডগায় জমে থাকা

শিশির বিন্দুটি ছুয়ে দেখো

আমার স্পর্শ পেয়েছো ভেবে চমকে উঠবে।

ঐ জলরঙা বৃষ্টির ছিমছাম ফোঁটায়

আমি মিশে আছি।

নীলাভ ওড়না গায়ে জড়িয়ে ছাদে এসো

চুপচাপ ভিজিয়ে দেবো।

তোমার নকশী কাথার সুতোর বুননে

লুকিয়ে রেখেছি নির্লোভ উষ্ণতা।

আমাবশ্যার

রাতে উত্তরা বাতাশে গা শিউরে উঠলে

চোখ বুজে জড়িয়ে ধরো।

একবার ঐ লেকের পাড়ে কড়ই গাছের

নিচে দাড়াও

দখিনা বাতাশ হয়ে ওড়াব তোমার শাড়ির আচল।

তোমার নাকের পাশে উকি মারা তীলে

মৃদু হেসে তর্জনী ছোয়াও।

গোলাপজলে চুবানো আদুরে ভালবাসার

পরশে বারবার স্নিগ্ধ হবে।

চোখ বুজলেই ভেবে ভুল করবে

এই বুঝি চশমাটা খুলে নিলাম।

তোমার লকেটের গহীনে লুকানো সিন্দুকে

খুব স্বযতনে জমিয়ে রেখেছি ভেজা আদর।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৪

শাহরীয়ার সুজন বলেছেন: ভীষণ ভালো লাগলো...

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৯

লুৎফুল আহসান বলেছেন: ধন্যবাদ।

২| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১১

রওনক বলেছেন: সেইফ হওয়া সত্তেও আমার পোস্ট প্রথম পাতায় আসে না, ৩ মাস ধরে কমপ্লেন ও ফিডবেক দিচ্ছিকাজ হচ্ছে না। তাই বাধ্য হয়ে কমেন্ট ফ্লাডিং করছি।
প্রসঙ্গ: ডায়াবেটিস, মিষ্টি/মিষ্টান্ন বনাম কোমল পানীয়।

৩| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ২:৩৮

জাফরুল মবীন বলেছেন: মুগ্ধতা নিয়েই পড়লাম।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫১

লুৎফুল আহসান বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.