নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ল্যুদমিলার লেখা

ভাষাহারা মম বিজন রোদনা প্রকাশের লাগি করেছে সাধনা চিরজীবনের বাণীর বেদনা মিটিল দোঁহার নয়নে...

ল্যুদমিলা

আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল---সকলই আমার মতো। তাই বলে আমার লেখা অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করবেন না যেন! ধন্যবাদ ।

ল্যুদমিলা › বিস্তারিত পোস্টঃ

ল্যুদমিলা

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

ল্যুদমিলা সাহস করে ব্লগে চলে এলো। অনেকদিন ধরে সামু ব্লগের লেখা পড়ার পর তার ইচ্ছে হলো সেও ব্লগার হবে 8-| । অনেকটা ঝোঁকের মাথায়ই এই অ্যাকাউন্টটা খোলা ।সবার কাছ থেকে উৎসাহ পেলে ল্যুদমিলা ব্লগিংয়ের এই (ব্যর্থ)চেষ্টা চালিয়ে যাবে B:-/ । ধন্যবাদ।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
স্বাগতম।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

ল্যুদমিলা বলেছেন: অনেক ধন্যবাদ ।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

নীল বেদনা বলেছেন:
স্বাগতম ল্যুদমিলা। আচ্ছা ল্যুদমিলা শব্দটির অর্থ কি? (খুব ছোট বেলায় কোন এক বইয়ে পড়েছিলাম শব্দটি, আজ অনেক বছর পর আবার দেখলাম)

০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

ল্যুদমিলা বলেছেন: ধন্যবাদ নীল বেদনা। ল্যুদমিলা একটা রাশিয়ান নাম, এর অর্থ হলো মানুষের ভালোবাসা ।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

গ্রাম্যবালিকা বলেছেন: আমি ভাবছি আপনি ছোট বাচ্চা, রোদমিলা উচ্চারণ করতে পারেন না বলে নিক রেখেছেন ল্যুদমিলা। ;) :P

হ্যাপি ব্লগিং। !:#P

০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

ল্যুদমিলা বলেছেন: আমি বাচ্চাটা ছোট ঠিকই , তবে ল্যুদমিলা আর রুদমিলা দুটোই রাশিয়ান নাম!

অনেক অনেক ধন্যবাদ !

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

ডানাহীন বলেছেন: ব্লগে স্বাগতম । যত ব্লগিং করবেন তত উৎসাহ পাবেন । আপনার জন্য শুভ কামনা রইল ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

ল্যুদমিলা বলেছেন: অঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅনেক ধন্যবাদ , ডানাহীন !

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

সপ্নাতুর আহসান বলেছেন: ব্লগিং এর জগতে স্বাগতম ও শুভ কামনা। আমার ব্লগে নিমন্ত্রণ রইল।

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

ল্যুদমিলা বলেছেন: অনেক ধন্যবাদ।ঘুরে এলাম আপনার ব্লগ থেকে। শুভকামনা আপনাকেও ।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

গ্রহণ কালের অথিতী বলেছেন: শুভাগমন

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০

ল্যুদমিলা বলেছেন: ধন্যবাদ :)

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

শের শায়রী বলেছেন: ল্যুদমিলা, নামটা রাশিয়ান, শুনলেই কেমন একটা চাদের আলোর মত কোমল অনুভূতি লাগে। ব্লগে চাদের আলোর মত বিকাশিত হোন। ভাল থাকুন।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

ল্যুদমিলা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
আপনার একটা পোস্ট প্রিয়তে রেখেছি , আর্কাইভ দেখে বাকিগুলোও পড়ে নেব।
ভালো থাকুন আপনিও ।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

সালমাহ্যাপী বলেছেন: ল্যুদমিলা নামটা কেমন জানি অদ্ভুত শোনালেও এর অর্থটা খুব বেশি ভালো লেগেছে।

হ্যাপী ব্লগিং :)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

ল্যুদমিলা বলেছেন: হ্যাপী ধন্যবাদ :)

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

নীলপথিক বলেছেন: ব্লগে লিখতে সাহস লাগে না। গত ৪/৫ মাসে বহু ছাগল-পাগলের ব্লগ দেখেছি (আমি নিজেও অবশ্য এর ব্যতিক্রম নই)। লেখক হতেই তো ব্লগে আসা তাইনা? লিখতে থাকুন। ভালো কিছু ব্লগার বন্ধু পাবেন। কিছু সমালোচকও পাবেন। নিয়মিত লিখলে ব্যাপারটা মন্দ হবে না। ভালো থাকুন। স্বাগতম ব্লগে।

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

ল্যুদমিলা বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন আপনিও ।

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: :)

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪

ল্যুদমিলা বলেছেন: :)

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: "ল্যুদমিলা", নামটা সুন্দর। স্বাগতম সামুতে। আশা করি আপনার কাছ থেকে ভালো ভালো লেখা পাবো। ভালো থাকবেন। ধন্যবাদ।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

ল্যুদমিলা বলেছেন: অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০

চেয়ারম্যান০০৭ বলেছেন: হ্যাপি ব্লগিং

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

ল্যুদমিলা বলেছেন: :O

চেয়ারম্যান ! ল্যুদমিলার ব্লগে!

অনেক ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.