![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।
বিহারের নক্সাল জেলার প্রত্যন্ত গ্রাম ।
অতি দরিদ্র পরিবারের একটা শিশু ক্ষুধা সহ্য না করতে পেরে মায়ের আচল ধরে চোখের জলে বুক ভাসিয়ে খাবারের জন্য কাদছে। ঘরে এক মুঠো খাবার নেই যে এই দুধের শিশুকে মা খাওয়াবে। অসহায় দৃষ্টিতে মা বাবার দিকে তাকায়।
পিতা সন্তানের প্রবোধ দেয়ার জন্য বলে পানি গরম দাও , আমি যে করেই হোক খাবার নিয়ে ঘরে ফিরবো। খাবার নিয়ে ফিরতে ফিরতে পানি গরম হয়ে যাবে তারপর আমরা লবন দিয়ে ভাত খাবো। পিতা চাউল জোগাড় করতে গিয়ে আর ফেরে নাই। বিশ বছর কেটে গেছে।
মা প্রতিক্ষায় থেকে থেকে বাচ্চার হাত শক্ত করে ধরে । প্রতিদিন ১৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই বাচ্চা দশম শ্রেনী পাশ করে । তারপর?
তারপর সে সুপার থার্টিনে দুই বছর পড়ে মুম্বাই আই আই টি তে চান্স পায়।প্রথম চাকরী বুরুজ খলিফাতে । এখন নিজের কোম্পানী। ছেলেটির নাম অনুপ।
এরকম অসংখ্য অনুপের যোগফল হলো সুপার থার্টি।
বাবা রেল স্টেশনের হকার । বুকের ভেতর ইঞ্জিনিয়ার হওয়ার বাসনা নিয়ে ছেলেও বাবার সাথে হকারী করে। ছেলে সুপার থার্টিতে জয়েন করে। আই আই টি তে চান্স পায়। এখন মাইক্রোসফটে।
আই আই টি হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনলোজী। পুরো ভারতের মাত্র ২% ছাত্র এখানে চান্স পাই। সুপার থার্টি থেকে প্রতিবছর ত্রিশ জন। একবার নাকি ত্রিশ জনের ভেতর থেকে একত্রিশ জন চান্স পেয়েছিলো। ত্রিশ জনের কোটা পুরন হয়ে যাওয়ার পরে সে আর সুপার থার্টিনে ঢুকতে পারে নাই। পরে সে দরজার বাইরে দাঁড়িয়ে থেকে থেকে পড়া শুনে আই আই টি তে চান্স পেয়েছিলো।
আর এই সব সুপার ম্যানদের স্রষ্টা আনন্দকুমার । প্লেন ভাড়ার টাকা জোগাড় করতে না পারায় কেমব্রিজে পড়তে যেতে পারে নাই।
আমি বলি ভাই আনন্দ কুমার আপনার প্লেনের দরকার কি। আপনি তো সুপার ম্যানদের গডফাদার।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০১
মাধুকরী মৃণ্ময় বলেছেন: ভালো কে গ্রহন করতে সমস্যা কোথায়।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৫
রাজীব নুর বলেছেন: এ রকম গল্প বেশ ভালো লাগে।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০১
মাধুকরী মৃণ্ময় বলেছেন: দেখেন , ভালো লাগবে।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৬
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " ভালো কে গ্রহন করতে সমস্যা কোথায়। "
-ভারতীয় মুভি ভালো হলে, ওরা দেখুক।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
মাধুকরী মৃণ্ময় বলেছেন: ভালো জিনিস সবার ই গ্রহন করা উচিত। বাংলাদেশের দর্শক কেন অন্য দেশের মুভি দেখতে যাবে ! কারন বাংলাদেশ আমাদের চাহিদা মতো মুভি বানাতে পারছে না। বাংলাদেশে এখন দুই শ্রেনীর মুভি প্রেমিক আছে। প্রথম শ্রেনী, শাকিব খান শ্রেনী, তাদের চিন্তার জগত শাকিব খান ই সীমাবদ্ধ । দ্বিতীয় শ্রেনী, ইউনিভার্সাল শ্রেনী, মানে ভালো মুভি হলে কোন দেশ সেটা বিবেচ্য বিষয় না।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫৭
রাজীব নুর বলেছেন: মুভিটা ইউটিউবে খুঁজে পেলাম না।
লিংক দেন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
মাধুকরী মৃণ্ময় বলেছেন: ইউটিউবে নেই। আমি টরেন্ট থেকে ডাউনলোড করে দেখেছি। লিঙ্ক নাই।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ইউটিউবে নেই। আমি টরেন্ট থেকে ডাউনলোড করে দেখেছি। লিঙ্ক নাই।
আজকাল আমার কাছে বেশি ভালো লাগে সাউথ ইন্ডিয়ান মুভি।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৫
মাধুকরী মৃণ্ময় বলেছেন: মালায়ালাম মুভি দেখেন । এরা ক্লাসিক বানাতে উস্তাদ। উস্তাদ হোটেল দিয়ে শুরু করতে পারেন।
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১০:২০
কাউসার রিফাত বলেছেন: onek sundor ekta movie ...hindi movie amr onk valo lage ....bangla ekta new movie ber hoise ..movie tar nam Nodorai ..
Nodorai movie ekta gaan ...
gaan ta nam jontrona
onk sundor ekta gaan
nodorai movie ta oo onk sundor
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৪
চাঁদগাজী বলেছেন:
ভারতীয় মুভিতে ঝাঁটা মারেন